General Writing: ছোট পদক্ষেপের শক্তি
ABB 5 ডিসেম্বর ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
ছোট পদক্ষেপের শক্তি
আসলে ছোট ছোট পদক্ষেপ গুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ছোট পদক্ষেপ নেওয়ার শক্তি পায় তারা একসময় বিশাল আকার সাম্রাজ্য তৈরি করতে পারে। তেমনি আজ আমি আপনাদের মাঝে একটু ব্যাখ্যা করে বিষয়টা বলব। আপনাদের সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জীবনটাকে সাজানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যি বলতে বড় স্বপ্ন পূরণ করতে হলে ছোট করেই শুরু করতে হয়। যা আমাদের প্রতিনিয়ত মাথায় রাখতে হবে। জেএসসি
এছাড়াও প্রথমত মূল কাজ হচ্ছে শুরু করা। খুবই ছোট পরিসরে কাজ শুরু করে দিতে হবে। অনেকেই রয়েছে যারা চিন্তা করে ভাবনা করে কিন্তু শুরু করে না। শুরু না করলে সফলতার যাত্রা শুরু হয় না। তাই ছোট করে হলেও শুরু করে দিতে হবে। আর সবচাইতে সাহসী পদক্ষেপ হচ্ছে শুরু করা। কারণ শুরু করতেই আমাদের যত সমস্যা হয়ে থাকে। এজন্য শুরু করাটা মেন। যার কারণে শুরু করতে হবে।
অগ্রগতি এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা যে কোন কাজ শুরু করলেও তা অগ্রগতির দিকে যেতে পারি না। নিয়মিত করতে পারি না। যেকোনো কাজ নিয়মিত না করলে তা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। যদি গ্যাপ দেওয়া হয় তাহলেই পিছনে চলে যায়। তেমনি আপনি ব্যবসা বা যেকোন কিছুই করতে যান প্রতিনিয়ত করতে হবে। প্রতিনিয়ত করলে আপনার অগ্রসরটা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর যখন এগিয়ে যেতে পারবেন তখনই ভালো কিছু করা সম্ভব।
এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, প্রতিদিন একটু একটু করে এগোনোর চেষ্টা করতে হবে। তা না হলে সামনের দিকে যাওয়া সম্ভব নয়। আমরা যদি প্রতিদিনই একই জায়গায় থাকি তাহলে গন্তব্যে পৌঁছানো সম্ভব না। আস্তে আস্তে হলেও সামনের দিকে হেঁটে চলতে হবে। বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে আগাইতে হবে। তা না হলে সামনের দিকে যাওয়া কখনোই সম্ভব হবে না।
আর যেকোনো কাজের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ভয় কে জয় করতে হবে। কারণ আপনি যখন বিভিন্ন ধরনের কাজের মধ্যে যোগদান করবেন তখন বয় কে রাখা যাবে না। তখন শুধু জয়ের নেশা থাকতে হবে। জয়ের নেশা যদি থাকে তাহলে এই জীবনের সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে যখন কাজের মধ্যে আমি মন দিতে পারি। এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ গুলো আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি আজকের এই লেখাটা আপনাদের অনেক ভালো লাগবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



.gif)


