প্রথমবার সাইকেল কেনার শৈশব স্মৃতি |
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশব স্মৃতি নিয়ে লিখতে ভালো লাগে। আজকে আমি খুবই মধুর এবং সুন্দর একটি শৈশব স্মৃতি শেয়ার করব। যেই স্মৃতিগুলো সব সময় আমাদেরকে আনন্দ দেয় সেই স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। তেমনি একটি স্মৃতি শেয়ার করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।
প্রথমবার সাইকেল কেনার শৈশব স্মৃতি:
.jpg)
source
ছোটবেলায় সাইকেল চালাতে খুবই ভালো লাগতো। ছোটবেলার সেই সুন্দর স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আমার চাচাতো ভাইয়ের একটি সাইকেল ছিল সেই সাইকেলটি দেখে আমার খুবই আফসোস হতো। আর বাবাকে বারবার বলতাম আমাকে সাইকেল কিনে দিতে। কিন্তু বাবা রাজি হচ্ছিলেন না। কারণ বাবা ভয় পাচ্ছিলেন আমি যেহেতু ছোট তাই দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি ছিলাম নাছোড়বান্দা। অবশেষে বাবা বললেন তুমি যদি পরীক্ষায় প্রথম হও তাহলে তোমাকে সাইকেল কিনে দিবো।
দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকদিন। পরীক্ষা শেষ হয়ে গেল। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। যেহেতু ডিসেম্বর মাস স্কুল বন্ধ থাকত তাই ডিসেম্বর মাসেই সাইকেল কেনার ইচ্ছাটা আরো প্রবল হয়ে যায়। বাবা ব্যাপারটি বুঝতে পারেন। যেহেতু আমি পড়াশোনাতে ভালো ছিলাম তাই বাবা জানেন আমি অবশ্যই ভালো রেজাল্ট করব। তাই বাবা আমাকে নিয়ে বাজারে চলে গেলেন।
আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। কারণ রেজাল্টের তখনো অনেক দিন বাকি ছিল। যেহেতু স্কুল বন্ধ তাই বাবা তাড়াতাড়ি আমাকে সাইকেলটা কিনে দিলেন। যাতে আমি কয়েকদিন সাইকেল চালিয়ে সাইকেল চালানোটা ভালোভাবে শিখতে পারি। এরপর আমার ভাইয়ের কাছ থেকে আমি সাইকেল চালানো শিখেছি। প্রথমে অনেকবার ব্যথা পেয়েছি, পড়ে গিয়েছি। তবুও শিখেছি। আসলে প্রথম কোন কিছু শেখার যে আনন্দটা সেটা এখনো ভুলতে পারিনা।
জীবনে প্রথম নিজের যে সাইকেলটি পেয়েছিলাম এবং প্রথম যে সাইকেল চালানো শিখছিলাম সেই আনন্দ এখনো মনের মাঝে রয়ে গেছে। শৈশবের এই মধুর স্মৃতিটি সারা জীবন থেকে যাবে। আমার এখনো সেই সুন্দর স্মৃতির কথা মনে পড়ে। আর সেই সুন্দর স্মৃতি টি আমার শৈশবের একটি সুন্দর স্মৃতির মধ্যে অন্যতম ছিল। আমার শৈশবের মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতেও ভালো লেগেছে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1993655985559445937?t=HvFf9mmOOF4OMxt-cc5PJQ&s=19
https://x.com/shopon700/status/1993656824768377036?t=3T5wtleY1kReLLA51MlwMw&s=19
https://x.com/shopon700/status/1993657209440587800?t=e0Gyii0wbYJO3r_nX12kJw&s=19