নোকিয়া ফোনে রিংটোন বাজানোর শৈশব স্মৃতি ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশব স্মৃতি নিয়ে লিখতে ভালো লাগে। তাই যখনই শৈশবের কোন মজার স্মৃতি মনে পড়ে তখনই লিখতে বসে যাই। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।
নোকিয়া ফোনে রিংটোন বাজানোর শৈশব স্মৃতি:
.jpg)
source
নোকিয়া ফোনের সাথে আমাদের অনেক শৈশব স্মৃতি মিশে আছে। এখনকার বাচ্চারা ছোট থেকেই বিভিন্ন রকমের আধুনিক ফোনের সাথে পরিচিত হয়। আমাদের সময় তেমনটা ছিল না। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রথম নোকিয়া মোবাইল ফোনের সাথে পরিচিত হয়েছিলাম। ছোটবেলার এই নোকিয়া ফোনের সাথে অনেক আবেগ মিশে ছিল আমাদের। আর এটা আমাদের খুবই ভালো লাগার একটি ফোন ছিল।
বাবা যখন প্রথম নোকিয়া ফোন কিনেন তখন নোকিয়া ফোনে রিংটোনগুলো বারবার বাজিয়ে বাজিয়ে শুনতাম। এমনকি রাস্তাতেও বাজাতাম। আসলে রিংটোন বাজানোর মাঝে তখন অন্যরকম আনন্দ খুঁজে পেতাম। অন্যরকম অনুভূতি ছিল। সেই সাথে ছিল সাপ খেলা। তবে রিংটোন বাজাতেই বেশি ভালো লাগতো।
নোকিয়া ফোনের সেই চিরচেনা রিংটোন এর সুরগুলো এখনো মনে পড়ে। আর হারিয়ে যাই নিজের শৈশব স্মৃতির মাঝে। সত্যি বলতে শৈশবের সেই সুন্দর দিনগুলো অনেক সুন্দর ছিল। আর নোকিয়া ফোন হাতে পাওয়ার আনন্দটা অনেক বেশি ছিল। তখন নোকিয়া ফোনে রিংটোন বাজানোটা যেন এক প্রকারের বিনোদন ছিল। অনেক ভালো লাগতো।
আমার মনে হয় এরকম শৈশব স্মৃতি সবার জীবনে আছে। আর শৈশবে আমরা যেই মজার কাজগুলো করতাম সেগুলো সারা জীবন মনে থাকবে। রিংটোন বাজানোর মধুর স্মৃতিগুলো আর সুন্দর মুহূর্ত গুলো সত্যি অনেক মনে পড়ে। মধুর স্মৃতি গুলো ভাবতেও খুব ভালো লাগে। যাইহোক নিজের শৈশবের একটি সুন্দর স্মৃতির কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি সকলের ভালো লাগবে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1993254455438197085?t=UJQtbCHDNq7wwzy07mY4iQ&s=19
https://x.com/shopon700/status/1993254767947366747?t=50trvqnhdjRpWlUWn3TqUA&s=19