শৈশবে স্কুল ফাঁকি দেওয়ার মজার স্মৃতি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ হঠাৎ করেই শৈশবের একটি মজার স্মৃতি মনে পড়ে গেল। তাই লিখতে বসলাম। আশা করছি শৈশবের মজার স্মৃতির সাথে আপনারাও আপনাদের শৈশবের মিল খুঁজে পাবেন।

শৈশবে স্কুল ফাঁকি দেওয়ার মজার স্মৃতি

football-3828278_1280.jpg

source


শৈশবের মজার স্মৃতিগুলোর মধ্যে স্কুল ফাঁকি দেওয়ার মজার স্মৃতি গুলো এখনো অনেক মনে পড়ে। আমার মনে হয় প্রত্যেকে এরকম স্কুল ফাঁকি দিয়েছেন। আর সবার জীবনেই স্কুল ফাঁকি দেওয়ার গল্প আছে। যখন আমি সবেমাত্র হাইস্কুলে ভর্তি হয়েছি তখন থেকেই স্কুল ফাঁকি দেওয়ার অভ্যাসটা তৈরি হয়েছিল। কারণ ছোটবেলায় খুবই কড়াকড়ি ছিল স্কুল ফাঁকি দেওয়ার ব্যাপারে। কিন্তু যখন ক্লাস সিক্সে অন্য স্কুলে ভর্তি হয়েছি তখন থেকেই একটু ফাঁকিবাজ হয়ে গিয়েছিলাম 😆।

পড়াশুনাতে ফাঁকি দেইনি কখনো। তবে মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলা দেখতে যেতাম। একদিন আমার এক বন্ধু খবর দিল পাশের গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ক্লাসে তো আর মন বসছে না। তাই সবাই মিলে বুদ্ধি করলাম স্যারকে গিয়ে বলবো আজ কেউ ক্লাস করতে চায় না। কিন্তু স্যারকে বলার সাহস আমাদের নেই। কারণ হলো স্যার ছিলেন ভীষণ রাগী।

একদিকে ফুটবল খেলার আয়োজন এর সময় ঘনিয়ে এসেছে। দুপুর বারোটা থেকে খেলা আরম্ভ হবে। অন্যদিকে স্কুলে ছুটির ঘন্টা বাজতে অনেক দেরি। তিনটায় স্কুল ছুটি হবে। যেহেতু আমরা সবাই খেলা দেখতে যাব তাই বুদ্ধি করে সবাই ধীরে ধীরে এক জন একজন করে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। এরপর দৌড়ে চলে গেলাম স্কুলের বাউন্ডারির বাহিরে।

সবাই একত্রিত হয়ে চলে গেলাম খেলার মাঠে। সেখানে গিয়ে দেখি ইতোমধ্যে খেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমরা তো বেশ আনন্দ নিয়ে খেলা দেখছিলাম। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি আমাদের স্যার দাঁড়িয়ে আছেন। স্যারকে দেখে আমাদের গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। কিন্তু স্যার আমাদের দেখে তেমন কিছুই বলেননি। কিন্তু স্যারকে দেখে আমরা সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো তিনিও ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। তাই আর তেমন কিছু বলেননি। এই কথাগুলো মনে হলে এখনো সত্যিই অন্য রকমের অনুভূতি কিংবা ভালো লাগা খুঁজে পাই।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 last month 

বাহ আপনি তো শৈশবকালের দারুন একটি স্মৃতিময় পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।একসময় আমরা ছোটবেলায় সবাই স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতে গিয়েছিলাম।আসলেই ছোটবেলার স্মৃতি গুলো কখনো ভুলার মত না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি স্মৃতিময় পোস্ট শেয়ার করার জন্য।