অনুগল্প- আজও ভালোবাসা খোঁজে ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে অনুগল্প লিখার চেষ্টা করি। আজকে নতুন একটি অনুগল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার লেখা অনুগল্প সকলের কাছে ভালো লাগবে।
আজও ভালোবাসা খোঁজে:

source
ভালোবাসা সত্যি বড় অদ্ভুত। রোকন এখনো নীলাকে ভুলতে পারেনি। এখনো তার ভালোবাসা বুকে আগলে বেচে আছে রোকন। অনেক ভালোবাসত নীলাকে। নীলাকে যেদিন প্রথম দেখেছিল সেদিন তার প্রেমে পড়েছিল। নীলা ছিল রোকনের দূর সম্পর্কের আত্মীয়। বিয়ের অনুষ্ঠানে নীলার সাথে রোকনের দেখা হয়েছিল। প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগেছিল রোকনের।
এরপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর রোকন তার খালাতো বোনের কাছ থেকে নীলার ফোন নম্বর সংগ্রহ করে। এরপর থেকে মাঝে মাঝে তাদের কথা হতো। রোকন নিজের মাকেও তার পছন্দের কথা জানায়। তার মা তাদের আত্মের বিয়ের সময় মেয়েটিকে দেখেছিল। তার কাছেও বেশ ভালো লেগেছে। এছাড়া তাদের আত্মীয়তার সম্পর্ক আছে মেয়েটির পরিবারের সাথে। তাইতো রোকনের মায়ের কোন আপত্তি ছিল না।
এরপর দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে ঠিক হয়। দিনগুলো ভালোই কেটে দিচ্ছিল। ফোনে টুকিটাকি কথা হতো। এরপর ধীরে ধীরে কথা বেড়ে যায়। সময়ের অপেক্ষায় তারা দুজন। সময় যেন তাদের কাটছিল না। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। আর বিয়ের দিন ঘনিয়ে আসে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই যেন অনেক আনন্দে কাটছিল।
হঠাৎ করে একটি দুঃসংবাদ সব আনন্দ মাটি করে দিল। রোপনের কাছে ফোন এলো নীলা রোড এক্সিডেন্ট করেছে। শপিং করতে গিয়ে রাস্তা পার হবার সময় রোড এক্সিডেন্ট করেছে। আর ঘটনাস্থলেই মারা গেছে। হাতে ছিল তার বিয়ের শাড়ি। লাল টকটকে শাড়িটা রক্তে রাঙা হয়ে গেছে। রোকন যেন কিছুই মেনে নিতে পারছিল না। এরপর দ্রুত সেখানে যায়। আর তার হবু বউকে দেখে খুবই কষ্ট পায়। এখনোও রোকন তার চারপাশে নীলার ভালোবাসা খুঁজে পায়। আজও সে ভালোবাসা খুঁজে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1992590825176600944?t=gy5wr5hQRfpJDgOd4vPiHQ&s=19