"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩০২ [তারিখ : ১১ - ০৫ - ২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @joniprins


অথরের নামঃ জনি প্রিন্স । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জন্ক । তার শখ- ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০১৮ সালের জানুয়ারী মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240511_150624.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240511_150549.jpg

পার্বত্য জেলা রাঙ্গামাটি ভ্রমন- অষ্টম পর্ব ( রাঙামাটির ট্রেডিশনাল ফুড দিয়ে ভুড়ি ভোজন )। (তারিখ ১১.০৫.২০২৪)

হ্যালো বন্ধুরা,
আজকে আমি আপনাদের সাথে আমার পার্বত্য জেলা রাঙ্গামাটি ভ্রমন- অষ্টম পর্ব শেয়ার করবো। আজকে রাঙামাটির ট্রেডিশনাল ফুডের ফটোগ্রাফি দেখতে পারবেন ও অনুভূতি জানতে পারবেন। লাঞ্চ করার সময় শুধু গ্রুপের এডমিনের কথার অমিল পেলাম। বাকি সব কিছু ঠিক ছিল। নিচে বিস্তারিত প্রকাশ করছি। আমরা পাহাড়ি আদিবাসি গ্রাম পরিদর্শন করে ধীরে ধীরে নৌকায় চলে আসলাম। তখন সূর্য মামা মাথার উপর থেকে নেমে গেছে। তবে রোদের তাপ কমে নাই,বরং বেড়েছে। ঐদিন শুক্রবার হওয়ার কারনে অনেক মানুষ নৌকার ছাদে নামাজ আদায় করে নিলো। কারন আশে পাশে কোথাও মসজিদ দেখতে পায়নি। দুইটার মধ্যে আমাদের নৌকা ছেড়ে দিলো। এবার আমাদের এনার্জির প্রয়োজন। কারন সারাদিন রোদের মধ্যে পাহাড়ে পাহাড়ে ঘুরেছি। অনেক এনার্জি ক্ষয় হয়েছে। যদি আনারস খেয়ে কিছুটা এনার্জি পেয়েছি। তবে সেটা দিয়ে আর চলছে না। আমাদের নৌকা দ্রুত ঐ রেস্টুরেন্টের দিকে চলতে লাগলো,যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম। এখন মোটামুটি সবাই টায়ার্ড। রেস্টুরেন্টের কাছে গিয়ে কয়েকজন বললো আমরা গোসল করবো। যে গরম পড়ছে গোসল করলে ভালোই হবে। তাছাড়া কাপ্তাই লেকে জীবনে আর আসা হবে কি না জানি না। তাই আমিও গোসল করার সিদ্ধান্ত নিলাম। নৌকা একটি চরের মধ্যে থামলো। মহিলা ও মেয়েরা নৌকায় বসে রইল। আর ছেলেরা সবাই নিজের প্রয়োজন মত লুঙ্গি গামছা নিয়ে পানিতে ঝাপিয়ে পড়লো।


8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmoFUNRfRo32MBEAS4WEhiCTbYGimZZpzq2WxshcUMxjKvG6mgbH7zBXrz1XQa6SmRCUoXie.jpg



ছবিটি নেয়া হয়েছে @joniprins এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে জনি প্রিনস ভাইয়ের এই ট্রাভেল পোস্টটি আমার চোখে পড়ে গেলো। আমি ব্যক্তিগতভাবে ঘোরাফেরা করতে অনেক পছন্দ করি। যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন হোলো বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে মনের ভেতর সবসময়ই ঘোরাফেরার ব্যাপারে আগ্রহ কাজ করে। সেই কারণেই জনি প্রিন্স ভাইয়ের এই ট্রাভেল পোস্টটি আমার কাছে দারুণ লেগেছে। এই পোস্টটিতে তিনি রাঙ্গামাটির কাপ্তাই লেকে ভ্রমণে গিয়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

তবে তিনি যে শুধু ভ্রমণ বিষয়ক পোস্ট করেন তা নয়। তিনি দারুন সব কবিতা লিখতে পারেন। আবার ফটোগ্রাফি পোস্টেও তিনি দারুণ দক্ষ। সেই সাথে তিনি মুভি রিভিউ এবং গল্প লিখতেও পছন্দ করেন। আবার ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ তার পোস্টগুলোর মাধ্যমে বোঝা যায়। তিনি কমিউনিটির অত্যন্ত পরিশ্রমী মেম্বারদের ভেতরে একজন। যিনি সবসময়ই তার এনগেজমেন্ট বজায় রাখেন। তিনি তার সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে আমার বাংলা ব্লগকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 22 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে জনি প্রিন্স ভাইয়ের নাম দেখে সত্যি খুব ভালো লাগলো। ঘুরাঘুরি করতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। ঘুরাঘুরি না করলে তো মনটা একেবারে ভালোই থাকে না। আজকের ফিচারড হিসেবে দারুন একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে। জনি প্রিন্স ভাইয়ের এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

প্রথমেই Rupok ভাইকে ধন্যবাদ জানাই আমার এই ব্লগটি এবিব ফিচারড আর্টিকেলে যুক্ত করার জন্য। আসলে আমি ঘুরতে খুবই পছন্দ করি। হঠাৎ করে একদিন কোন প্লান পোগ্রাম ছাড়াই রাঙামাটি ভ্রমন করেতে চলে গেছিলাম। সেখানে ঘুরে অনেক কিছু দেখেছি,অনেক স্মৃতি ধারন করেছি। আপনারা যদি ঘুরতে যান,তাহলে অনেক মজা পাবেন। ধন্যবাদ।

 22 days ago 

ফিচারড আর্টিকেলে জনি ভাইয়ের নাম দেখে অনেক ভালো লাগলো।রাঙ্গামাটিতে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আসলে ঘোরাঘুরি করলে মনে অনেক আনন্দ কাজ করে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেলে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

অনেক সুন্দর একটি আর্টিকেল বাছাই করা হয়েছে। আর জনি প্রিন্স ভাইয়ের আর্টিকেল গুলো বেশ ভালো লাগে। বিশেষ করে রাঙ্গামাটিতে ভ্রমণকালীন তারা অনেক বেশি আনন্দ করেছিলেন। আর খাওয়া-দাওয়ার বিষয়টা বেশ চমৎকার হয়েছে। আমিও এই রেস্টুরেন্টে খেয়েছিলাম রাঙ্গামাটি ভ্রমণকালীন। খাওয়া দাওয়া গুলো বেশ মজার হয়। অনেক ভালো লাগলো এমন সুন্দর একটি আর্টিকেল ফিচারড আর্টিকেল নির্বাচন করায় অনেক ধন্যবাদ।

 22 days ago 

ভ্রমণ পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর ইচ্ছে করে আমিও সেই সুন্দর পাহাড়ি অঞ্চলগুলোতে চলে যাই। হয়তো সেভাবে যাওয়া সম্ভব হয় না। তবে পোস্টগুলো দেখেও অনেক ভালো লাগে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো।

 21 days ago 

আজকে কিন্তু দারুণ একটা আর্টিকেল বাছাই করা হয়েছে ফিচারড হিসেবে। জনি প্রিন্স ভাইয়া অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলেন রাঙ্গামাটিতে ভ্রমণ করতে গিয়ে। আর তারই একটা পার্ট আমাদের মাঝে তিনি শেয়ার করেছেন। উনার এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখে তো অসম্ভব ভালো লাগলো। এই পোস্টটা বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55