"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪৪ [ তারিখ : ২২ -০৬ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার সহ সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে আমি স্টিমিটে যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000029567.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000029568.jpg

আমার কবিতা যাপনের মুহূর্ত by @kausikchak123 ( ২২.০৬.২০২৪ )

আজ একটু অন্য কথা বলি। একটা কথা খুব মাথায় ঘুরপাক খাচ্ছিল। তা হল কবিতা কেন লিখি? কী পাই? লোকে বলে 'ঘরের খেয়ে বনের মোষ' তাড়িয়ে এসব করে লাভ কী? আমি উত্তর খুঁজি আকাশ পাতাল। এ যেন এক আশ্চর্য চক্রাবর্ত। অন্ধকারের দিকে চেয়ে থাকলে আলো চায় মন। আবার আলোর দিশা পেলে হাতছানি দেয় অন্ধকার। সংস্কৃত শ্লোকে ছেলেবেলাতেই পড়েছি -
সুখমাপতিতং সেব্যং দুঃখমাপতিতং তথা,
চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ
এই উক্তির আত্মস্থকরণ তখনই সম্ভব, যদি কেউ আগামীর আলো দেখতে পারে। এই আগামীর আলো কী? অর্থ? মান? যশ? খ্যাতি? প্রতিপত্তি? শিক্ষা? সম্মান? সুখ? আসলেই এসবের সংজ্ঞা বড় আপেক্ষিক৷ অন্ধকার ভালোবেসেই জলের কোন অতলে তলিয়ে যায় মাছ। আবার সামান্য আলোর খোঁজে উঠে আসে জলতলে। এই চক্রাবর্ত মানুষের জীবনকে স্থির হতে দেয় কি? কখনোই না।


পড়ন্ত বেলায় যখন কমিউনিটির সকলের লেখা পড়ছিলাম, তখন মুহূর্তেই অথরের লেখাটি আমার নজরে এসেছিল। অথর যে জাত কবি, তা আমার বুঝতে আর বাকি নেই। মানুষের কত ইচ্ছেই তো থাকে, সেই জায়গাটা থেকে অথর তার কবি সত্তা নিয়ে যেভাবে আলোকপাত করেছে, তা সত্যিই প্রশংসনীয় ।

জ্ঞানী মানুষের সৃষ্টিশীল কাজের কদর করতে পারলে, আধ্যাত্মিক প্রশান্তি পাই নিজের ভিতরে। কবিতা লেখা মোটেও সহজ না, এটা কেউ না বুঝলে, আমি তা খুব ভালোভাবে বুঝি বা জানি।

কবিতা সত্যিই খুব কঠিন একটা মাধ্যম অনুভূতি প্রকাশ করার। বিশেষ করে পাঠক যখন তা বেশ সাবলীলভাবে গ্রহণ করে, তখন যেন প্রশান্তির সার্থকতা অন্য মাত্রায় বাড়িয়ে দেয়।

অথর এখানেও চেষ্টা করেছে, কবিতার একাল সেকাল নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য, যা অনেকটাই তথ্যবহুল। কবিতা কে ঘিরে তার জীবনের কিছু স্মৃতির টুকরো টুকরো চিত্র তুলে ধরেছে এবং যথাসাধ্য বর্ণনা দিয়েছে। তবে যাই বলি না কেন, অথবের হাজারো কথার মাঝে শুধু একটা কথাই আমাকে বারবার ভাবিয়েছে,

হয়ত মানুষ দিনের শেষে চাল ডাল কিনতে পারে, কিন্তু কবিতা কিনতে পারে না।

এ কথার সঙ্গে আমি একদম সহমত পোষণ করছি। সব মিলিয়ে অথরের এই লেখাকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম। অথরের চিন্তাধারা কে সম্মান জানাই এবং কবিতা নিয়ে তার এমন কর্মকাণ্ড প্রতিনিয়ত চলমান থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে।

শুভেচ্ছা রইল কবি
এগিয়ে যাও, দূর থেকে বহুদূর।


1000029569.jpg

1000029564.jpg

ছবি কৌশিক দাদার ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 months ago 

আমার পোস্টটি ফিচার পোস্ট করায় ভীষণ আপ্লুত৷ এত সুক্ষ্ম ভাবে আমার বক্তব্যকে বিশ্লেষণ করায় খুব ভালো লাগলো৷ কবিতা বিষয়ক আমার উক্তি তুলে যেভাবে ব্যাখ্যা করলেন তা এক দক্ষ কবিতাপ্রেমীরই পরিচয় বহন করলো৷ অনায়াস ভঙ্গিতে সবটা লেখা হল৷ এবিবির সকল অ্যাডমিন টিম ও মডারেটরদের জন্য অনেক শুভেচ্ছা রইল।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। একজন নতুন ইউজার অনেক ভালো কাজ করে যাচ্ছেন দেখেও খুশি হলাম। কৌশিক ভাইয়ার এই পোস্ট এখনো দেখা হয়নি। তবে উনার পোস্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে দারুন একটা ব্লগ দেখলাম। এটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। নতুন ইউজাররা অনেক ভালো কাজ করে যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। তিনি অনেক সুন্দর করে পুরোটা লিখেছেন। কৌশিক ভাইয়ার পোস্টটা এখনো পর্যন্ত না পড়া হলেও, সময় পেলে পড়ে নেবো। ধন্যবাদ ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 5 months ago 

কৌশিক দাদার এই পোস্টটা আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। তিনি ভালো কাজ করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এর জন্য। আশা করছি তিনি আরও বেশি উৎসাহিত হবেন কাজ করার জন্য। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি এই পোস্টের মধ্যে কথাগুলো লিখেছেন। সব মিলিয়ে ভালো লাগলো আজকের ফিচার্ডে পোস্টটা দেখে।

 5 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেল টি পড়ে খুবই ভালো লাগলো।ভাইয়ার পোস্টটি সিলেক্ট করা হয়েছে।তিনি সবসময় আমাদের মাঝে সুন্দর ব্লগ উপহার দিয়ে থাকেন।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।