"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৩৩ [তারিখ : ০১-০১- ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jamal7
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
শীতকালীন মিক্স সবজির বাসন্তী পোলাও রেসিপি।. by @jamal7 (date 01.01.2024 )
আমরা সবাই মোটামুটি একটু আধটু হলেও সবজি পছন্দ করি । সত্যি বলতে সবজি রান্নার উপর আসলে স্বাদটা অনেকটাই নির্ভর করে। সবজিকে আমরা চাইলে বিভিন্নভাবে রান্না করতে পারি তবে সেটা যদি বিরিয়ানি আকারে রান্না করা হয় এর মজা অনেকগুণ বেড়ে যায় । আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কমিউনিটি তে শীতকালীন সবজি নিয়ে একটি কনটেস্ট চলতেছে । ওই কনটেস্ট অনুসারে, অনেকেই দেখলাম বেশ ভালো ভালো রেসিপি তৈরি করে পার্টিসিপেন্ট করেছেন। তবে জামাল ভাইয়ের পোস্ট টি একটু বেশি ভালো লেগেছে। উনি তৈরি করেছেন ,শীতকালীন মিক্স সবজির বাসন্তী পোলাও রেসিপি। আসলে বাসন্তী পোলাও এর যে কোন রেসিপি অনেক মজা হয়, সত্যি বলতে উনি রেসিপিটি খুব ভালোভাবে ধাপে ধাপে বর্ণনা করে লিখেছেন এটা আমার খুব ভালো লেগেছে । আর ওনার খাবারের ফটোগ্রাফি টাও বেশ ভালো ছিল।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক মজাদার একটা রেসিপি পোস্ট দেখলাম। যেটা দেখেই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। জামাল ভাইয়া প্রতিযোগিতা উপলক্ষে অনেক মজাদার রেসিপি তৈরি করেছে। উনার এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুণ হয়েছে। বাসন্তী পোলাও খেতে সবাই পছন্দ করে। তবে সবজি দিয়ে বাসন্তী পোলাও কখনো খাওয়া হয়নি। নতুন ধরনের একটি রেসিপি শিখতে পারলাম। অনেক ভালো লেগেছে।
জামাল ভাইকে অভিনন্দন জানাই। তার পোস্ট টি আগেই নজর কেড়ে নিয়েছিলো কালারের জন্য! দারুণ একটি রেসিপি আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়েছে দেখে ভীষণ ভালো লাগলো।
আজকের ফিচারড আর্টিকেল এ নিজের নামটা দেখে ভীষণ অবাক হলাম। আমি ভাবতেই পারিনি আমার রেসিপিটি আপনার এত ভালো লাগবে। ঠিক বলেছেন ভাইয়া বিভিন্ন রকম সবজি দিয়ে বাসন্তী পোলাও খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আমি প্রতিযোগিতার মাধ্যমে চেষ্টা করেছি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য।
আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। জামাল ভাইয়া অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছে। যেটা দেখে আমার অনেক লোভ লাগলো। বোঝাই যাচ্ছে দেখে এটা খেতে খুব ভালো হয়েছিল, আর অনেক মজা করে তিনি খেয়েছিলেন। উনার এই পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।
ফিচারড আর্টিকেলে লোভনীয় একটি রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিল।বেশ দারুণ একটি রেসিপি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।