"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫২৮ [ তারিখ : ২৭.১২.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - কিবরিয়া হোসেন। স্টিমিট আইডি - @kibreay001। বাড়ি বাংলাদেশ এর খুলনা বিভাগের মেহেরপুর জেলা গাংনী থানার কামারখালি গ্রামে। বর্তমানে উনি দ্বাদশ শ্রেণীর ছাত্র। শখের বসে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। সে সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি উনার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রধান শখ হলো ভ্রমণ করা। স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২২ সালের জানুয়ারি মাসে বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

11111.png

22222222222.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


asdsad.jpeg

$PUSS টোকেন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা by @kibreay001 (date 27.12.2024 )

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS টোকেন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে বেশ কিছুদিন বন্ধু-বান্ধব এবং বাড়ির আত্মীয়-স্বজনের সাথে অনেক বেশি সময় অতিবাহিত করেছি এই কারণে সব থেকে বেশি ব্যস্ততার মধ্যেই চলে গিয়েছিলাম। আবারো নিজের জায়গা থেকে সুন্দরভাবে নিজের কাজে ফিরে আসার জন্য চেষ্টা করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কমেন্ট করেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাড়ির কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে ভাবলাম আসলে যেকোনো সময় যেকোনো কাজে ব্যস্ততার মধ্যে পড়ে যেতে পারি তাই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। তাই বসে গেলাম পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক..........


আজকের এবিবি ফিচার্ড আর্টিকেল বাছাই করার সময় এই পোস্টে আমার নজরে এসেছে। আসলে এই পোস্টটি দেখে আমার কাছে বেশ ভালো লাগা কাজ করেছে। যেহেতু আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন মডারেটর থেকে শুরু করে প্রত্যেকেই পুশ টোকেনের সাথে যুক্ত রয়েছে তিনি সেই সম্পর্কে বেশ ভালো আলোচনা করেছে আজকে পোস্টের মধ্যে। এবং এই পোস্টের মধ্যে তিনি পুশ টোকেন নিয়ে এবিবি কিউরেশনে ভোটিং সিস্টেম সহ আরো অনেক কিছু আলোচনা করেছে। এই পোস্টটি পড়ে আমার নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করেছে তাই আমি আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করেছি এবিবি কমিউনিটিতে।

পুশ টোকেন নিয়ে কিবরিয়া ভাই সত্যিই আমাদের মাঝে চমৎকারভাবে আজকের পোস্ট আলোচনা করেছে। এবং পোস্টের মধ্যে তিনি পুশ টোকেন সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আসলে আমরা প্রত্যেকেই চাই পুশ টোকেন নিজেদের কাছে হোল্ড রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি আরো লক্ষ্য করে দেখেছি তিনি প্রায় প্রত্যেক সপ্তাহে পুশ টোকেন সম্পর্কে এবিবি কমিউনিটিতে একটি করে পোস্ট করে। আসলে প্রত্যেক সপ্তাহের পুশ টোকেন সম্পর্কে আপডেট জিনিস গুলো তার পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। আজকে তিনি এবিবি কিউরেশন সম্পর্কে নতুন একটি আপডেট তার পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছে। তাই এই পোস্টটি যদি আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে হাইলাইটস হয় আরো অনেকেই দেখতে পারবে।

পুশ টোকেন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার গল্প এই পোস্টের মাধ্যমে জানতে পেরে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। পুশ টোকেনের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক ইউজারের ভবিষ্যৎ গড়ে উঠেছে। কিন্তু তিনি এখনো তার নিজস্ব পুশ টোকেন গুলো নিজের কাছে হোল করে রেখেছে এবং এবিবি কিউরেশন একাউন্টে স্টেক করেছে এটা পোস্টের মধ্যে শেয়ার করেছে সত্যি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে তিনি সব সময় পুশ টোকেন নিয়ে যেকোনো প্রমোশন কাজে অংশগ্রহণ করতে চেয়েছে এটাও তার পোস্টের মধ্যে আমি পেয়েছি বেশ ভালো লেগেছে। দারুন ভাবে পুশ সম্পর্কে বেশ দুর্দান্ত আলোচনা করেছিল।


asdsad.jpeg

ছবিটি কিবরিয়া হোসেনর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 8 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে কিবরিয়া ভাইয়ের পোস্ট দেখে অনেক ভালো লাগলো। পুশ টোকেন নিয়ে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 8 days ago 

ফিচার্ড আর্টিকেলে কিবরিয়া ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুণ একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।পুস টোকেন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। তার লেখাগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 8 days ago 

কিবরিয়া ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট লিখেছে। উনার লেখা এই পোস্ট অনেক সুন্দর ছিল। আসলে পুশকে নিয়ে আমাদের সবার অনেক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তেমনি উনারও রয়েছে। এই পোস্টটাকে ফিচারড হিসেবে মনোনীত করলেন এজন্য ধন্যবাদ।