"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১১ [ তারিখ : ৩০.০৩.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬১০ তম রাউন্ড শেষে আজ ৩০ মার্চ ২০২৫, ৬১১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@haideremtiaz
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@haideremtiaz
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা । স্টিমিট ক্যারিয়ারঃ ২০২১ সালের মার্চ মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
পাঞ্জাবের দারুণ জয়! ( Publish: 29.03.2025 )
বর্তমানে আইপিএল খুব জমে উঠেছে এই আসরে। তবে সত্যি কথা কি যে, এইবার আইপিএল এর ক্ষেত্রে অনেক কিছুরই পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা অধিনায়কের চেঞ্জ এর ক্ষেত্রে হোক বা প্লেয়ার। ফলে গতবার যে টিমগুলো স্ট্রং ছিল, তাদের এইবার অধিকাংশ টিমই দুর্বলতা অনুভব করছে যেন। কারণ তাদের এই গত দুটি ম্যাচেই অনেক বড়ো হতাশার সম্মুখীন হতে হয়েছে। রেকর্ড দেখলে দেখা যাবে যে, বিগত কয়েক বছরে এইসব পাঞ্জাব বা অন্য্ বেশ কিছু টিম কোনো মতেই জিততে পারতো না। সেইদিক থেকে এইবারের আইপিএল এর ধাঁচ যেন পাল্টে গেছে। তো এই ক্ষেত্রে পাঞ্জাব অনেকটা ভালো খেলছে।
এই ম্যাচটা একপ্রকার বলা যায় গুজরাটের সাথে প্রথম ম্যাচেই যেন একটা ভয়ের আতঙ্কন তৈরি করে দেয়। কারণ ২০ ওভারে ২০০ এর অধিক রান করা মানে, সেটা অনেক কঠিন চেজ করার ক্ষেত্রে। ম্যাক্সওয়েল বিগত কয়েক বছর ধরে পাঞ্জাবের হয়ে খেলে আসছে। তবে একজন অলরাউন্ডার হিসেবে তার পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটা বিষয় হলো, বর্তমানে তার ব্যাটিং পারফরমাঞ্চ অনেকটাই খারাপ। তো যাইহোক, এই ম্যাচটাতে যেন সত্যিকারের ২০ ওভারের প্রাণ ফিরে এসেছিলো। ভালোই ৪ আর ৬ এর খেলা দেখা গিয়েছিলো উভয় পক্ষের থেকে, ভালো একটা টানটান উত্তেজনা বিষয় সৃষ্টি হয়েছিল। যাইহোক, খেলার সম্পর্কে ভালো ব্যাখ্যা ছিল এটা।
ধন্যবাদ সবাইকে।




আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। যদিও খেলাধুলা খুব একটা দেখা হয় না। তবে এই ধরনের পোস্টগুলো দেখতে অনেক ভালো লাগে। আর যদি বিজয়ী দলের সাপোর্টার হওয়া যায় তাহলে আনন্দ আর বেড়ে যায়।
খুবভালো লাগছে আমার খেলা বিষয়ক পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে স্থান পেয়েছে। আমি যেহেতু একজন খেলাপ্রেমী মানুষ। সে হিসেবে খেলাধুলা নিয়মিত দেখা হয়। আইপিএল এর একটি ম্যাচ নিয়ে উপরোক্ত পোস্টটি করেছিলাম। ধন্যবাদ পোস্টটি সিলেক্ট করার জন্য। এতে উৎসাহ পেলাম।