"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৭৬ [ তারিখ : ০৩-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @srshelly0399


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: শেলি। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছেন। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন তিনি। নতুন কিছু শিখতে এবং জানতে পছন্দ করেন। ঘুরতে আর খেতে খুব ভালোবাসেন। অবসর সময় পেলেই ছবি আঁকেন। স্টিমিটে মাত্র কয়েক মাস আগে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুলি পিঠা by @srshelly0399 (date 02-11-2024)

শীতকাল প্রায় চলে এসেছে। শীতকাল চলে আসা মানেই নানান রকমের পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। আর গ্রাম অঞ্চলে তো ঘরে ঘরে পিঠে উৎসব শুরু হয়ে যায়। দাদী নানীরা এর সময় খুব যত্ন সহকারে নানান রকমের পিঠে তৈরি করে খাওয়ায়। কিন্তু বর্তমান সময়ে এটা খুব কমে গেছে। কেউ আর ওই রকম ভাবে গ্রাম অঞ্চলে ঘুরতে যায় না সবাই প্রায় শহরমুখী হয়ে গেছে। কাল হঠাৎ করে নানী আমাদের বাসায় আসে আমার বাবাকে দেখার জন্য কারণ অনেকদিন হলো আমরা নানু বাড়ি। নানীকে দেখে আমি তো অনেক খুশি। নানীর কাছে যা আবদার করা যায় তাই পাওয়া যায়। নানীকে বললাম পিঠে খাব। নানী বলল অনেকদিন ধরে বানাই না তবে আমার মায়ের কাছ থেকে শেখা সেই গ্রাম বাংলার আগেরকার দিনের পুলি পিঠা তৈরি করি যেটা একটু আলাদাভাবে তৈরি করা। বললাম চলেন আমি সাথে বানাই কারণ আপনার একা বানাতে অনেক কষ্ট হবে। আর নতুন ধরনের এই পুলি পিঠা তৈরি করতে আমি অনেক আগ্রহী। তাই না নিয়ে আর আমি মিলে সেই গ্রাম বাংলার পুরনো দিনের পুলি পিঠা তৈরি করব। কিভাবে এই নতুন ধরনের হাঁ তৈরি করেছি তা আপনাদের মাঝে দেখাই চলেন।…


শীতের আমেজ চলে এসেছে। চারিদিকে শীতের আবহাওয়া উপলব্ধি হতে আরম্ভ করেছে। ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে গেলেই কুয়াশার উপস্থিতি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। শীত পছন্দ এমন মানুষের কাছে এই আগমনের সময়টা আনন্দের। শীতকালে কিন্তু বাহারি রকমের খাবারের ধুম পড়ে যায়। যেমন নতুন নতুন অনেক শাকসবজি পাওয়া যায় শীতের সময় তেমনি পিঠা উৎসবেও একটি নতুন চমক লেগে যায়।

দারুন দারুন সব পিঠা তৈরি হয় বাড়িতে বাড়িতে। শীতের আমেজ শুরু হতে না হতেই এবিবির কিছু ইউজার পিঠা নিয়ে বেশ সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছে ইতিমধ্যেই। আজকের ফিচার আর্টিকেলের অথর পিঠাপুলির একটি রেসিপি শেয়ার করেছে। কমিউনিটির সব ছোট মেয়ে মেম্বারদের বলছি আপনারা দ্রুত এ রেসিপিটি শিখেনিন। শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু জামাইকে বানিয়ে খাওয়াতে হব।

পুলি পিঠা গ্রাম অঞ্চলে বেশ জনপ্রিয় অনেক আগে থেকেই। শহরেও এর জনপ্রিয়তার জাল ছড়িয়ে পড়েছে। সর্বস্তরের মানুষ এই পিঠাটা খুবই পছন্দ করে থাকে। সময় উপযোগী রেসিপিটি শেয়ার করার জন্য আজকের এই রেসিপি পোস্টটাকে ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।


11111.PNG

ছবিটি srshelly0399 আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 12 days ago 

srshelly0399 আপু কে অভিনন্দন জানাই। উনি খুবই মজাদার ও ইউনিক ভাবে পুলি পিঠা তৈরি করেছেন। আপুর এই রেসিপি পোস্ট দেখেছিলাম। হেমন্তে সবার ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে। এই পিঠা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ এত লোভনীয় রেসিপি আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 12 days ago 

আজকের ফিচারড আর্টিকেলে আমার রেফারে আসা আমার খালাতো বোনের পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।আমার বোনের তৈরি পুলি পিঠার রেসিপিটি ছিল দুর্দান্ত।নতুন সদস্য হিসাবে আমার বোনের কাজের গতি আমাকে মুগ্ধ করেছে।আশা করছি আমরা অনেক ভালো ভালো পোস্ট তার কাছ থেকে পাবো।

 11 days ago 

প্রথমবার নিজের পোস্ট দেখে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না।নতুন সদস্য হয়েও আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাজ করার আগ্রহ কয়েকগুন বেড়ে গেল।

 11 days ago 

পুলি পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুব কম রয়েছে। আর এখন যেহেতু শীতকাল আসছে, তাই এরকম পিঠাগুলো তৈরি করার আমেজ অনেক বেশি সৃষ্টি হবে সব জায়গায়। এটা আসলেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা। শেলি আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

এই পোস্টটা আমার প্রথমেই পছন্দ হয়েছিল। শীত পড়ার শুরুতেই এত সুন্দর পিঠেপুলির ছবি দেখে মন ভরে গেছিল। অসাধারণ একটি রেসিপি হিসাবে ফিচার নির্বাচন করেছেন দেখে ভালো লাগছে। যোগ্য পোস্ট হিসেবে ফিচারে নির্বাচিত হলো।

 11 days ago 

ফিচার্ড আর্টিকেলে শেলি আপুর অসাধারণ একটি রেসিপি পোস্ট দেখে বেশ ভালো লাগলো।শীতকাল মানেই প্রত্যেকের ঘরে ঘরে চলে পিঠাপুলি খাওয়ার ধুম আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাটি দেখে আরো ভালো লাগলো।পিঠাগুলো দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 11 days ago 

বেশ দারুন একটা পোস্ট দেখেছি আজকের এই ফিচারড আর্টিকেলে। শেলি আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তিনি দারুন একটা পিঠা রেসিপি তৈরি করেছেন। আর ওনার পিঠাগুলো দেখে লোভ সামলাতে পারছিনা। অনেক ধন্যবাদ জানাই এই পোস্টটা ফিচার হিসেবে মনোনীত করার জন্য।

 11 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রেসিপি পোস্টগুলো সত্যি অনেক ভালো লাগে। আর যদি কোন পিঠার রেসিপি হয় তাহলে আরও বেশি ভালো লাগে। এই রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার।