এবিবি ফান প্রশ্ন- ৪৭৯ | ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার কি কি রং রয়েছে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার কি কি রং রয়েছে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই আপনার থেকে জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার রং সাদাকালো। সাদা অর্থাৎ আলো আর কালো অর্থাৎ অন্ধকার। অন্ধকার আর আলো নিয়েই ভালোবাসা।সাদা অর্থাৎ আলোর প্রকারভেদ আছে তবে কালো অর্থাৎ অন্ধকারের কোনো প্রকারভেদ নেই।
আলো এবং অন্ধকার একে অপরের পরিপূরক। আর ভালোবাসায় একে অপরের পরিপূরক হওয়াটা আবশ্যক। ঠিক বলছি তো !
ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার রং নীল হতো।কারণ ভালোবাসার ওপর নাম বেদনা,আর বেদনার রং নীল।
ভালোবাসার তো অনেক রং রয়েছে যেমন:লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপী,সাদা,কালো। প্রত্যেকটি রং কোন না কোন অর্থ বহন করে। সুতরাং ভালোবাসা রং পাল্টায়।
এখন অনেকে বলবেন রংগুলো দেখলেন কোথায়? দেখেছি তো ইমোজিতে রিয়েক্ট ভালোবাসার😀😀। অনেক রঙের ভালোবাসার রিয়েক্ট রয়েছে। যেমন:♥️🩷💙🤍🖤💚 । বর্তমানে তো এভাবেই প্রকাশ করে থাকে সবাই 😁।
আরিব্বাস ভালবাসার এতগুলো রং থাকলে কোনটা খাঁটি রং আপু?বলেন তো একটু তাহলে সুবিধের হবে 😃।
খাঁটি রং ও আছে নাকি জানা ছিল না 😁
কথাটা ভালই লাগলো আসলেই খাঁটি ভালবাসা নেই বর্তমান সময়ে।এটাই চরম সত্য।
সুখ-দুঃখ সব কিছু নিয়েই ভালোবাসা। রংধনুর সাতটি রং যেমন পরিপূর্ণতা পায় ঠিক একইভাবে সুখ-দুঃখ সব কিছু একসাথে মিলেই ভালোবাসার পরিপূর্ণ পায়। এজন্য ভালবাসার অনেকগুলো রং যা রংধনুর সাথে তুলনা করলে বোঝা যায়।
ভালোবাসার রং লাল আবেগ হতে পারে, গোলাপি প্রকাশ করে কোমলতা, নীল শান্তির প্রতীক আবার সবুজ বুঝায় ভরসা, হলুদ হচ্ছে খুশির প্রকাশ, সাদা হলো পবিত্রতা, ও শেষমেশ কালো যা রহস্য আর সন্দেহ প্রকাশ করে। আবেগ অনুযায়ী রং পাল্টায় এটা সত্য। তবে সবার ভালবাসা কালো না হোক সেই শুভকামনা 🙂
ভালোবাসার রং তো পুরো রংধনু!
শুরুতে লাল, প্রেমের আগুন;
পরে গোলাপি, রোমান্সের ঝলক;
তারপর সবুজ, হিংসার কাঁটা;
হলুদ, ভুল বোঝাবুঝির রোদ্দুর;
নীল, বিচ্ছেদের কান্না;
বেগুনি, স্মৃতির বিষাদ।
আর শেষমেশ? ধূসর, দোষারোপের ধোঁয়া!
ভালোবাসা মানেই এক্সপ্রেশন প্যালেট! 😄
আমার কাছে কিন্তু এটা বেশি দারুন লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে বলেছেন।
যেহেতু, বেদনার রং নীল, সুখের রঙ সাদা, শোকের রঙ কালো ।তাই আমি মনে করি ভালোবাসার রং লাল। তবে, অন্যদিক দিয়ে হিসাব করলে ভালোবাসার কোন রং নেই। যে যে রঙে ভালোবাসাকে রাঙিয়ে তোলে ভালোবাসা সে রঙেই উজ্জীবিত হয়ে ওঠে।
সত্যি বলতে ভালবাসার নিজস্ব কোন রং নেই। যে যেভাবে ভালোবাসাকে দেখে তার কাছে সেই রঙেরই মনে হয়। ভালোবাসা নয় মানুষই পাল্টায়। তাইতো ভালোবাসা জিনিসগুলো রং হয় না।
আসলে আপু ভালোবাসার রং নিজের কাছে। ভালোবাসা যেই যেভাবে নিবে ওইভাবে হবে।
প্রকৃত ভালোবাসার কখনো রং পাল্টায় না,তাই প্রকৃত ভালোবাসার রং হচ্ছে সাদা। অর্থাৎ যারা সাদা মনের মানুষ, তারা মানুষকে প্রকৃত ভাবে ভালোবাসে। আর যেটা নকল ভালোবাসা, তার রং হচ্ছে লাল। তাই নকল ভালোবাসা অর্থাৎ লাল রং বিপজ্জনক।
ভালোয়াসার অনেক রং। পরিস্থিতি অনুযায়ী ঠিক হয় কোন রঙ । ভালোবাসা জীবনে থাকলে সব কিছু রঙিন লাগে তাই না? ভালোবাসার আপডাউনের সাথে সাথে রঙের শেডিংও ওপর নিচ হয়।
হ্যাঁ দিদি, এটা পরিস্থিতি হিসেবে ঠিক হয়।