স্বরচিত কবিতা : অন্ধ বিশ্বাস।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ মঙ্গলবার।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আমার লেখা কবিতা আপনার সাথে শেয়ার করবো। দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে হাজির হলাম। অনেক ভালো লাগলো আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে।
আজকে আমি আপমাদের মাঝে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অন্ধ বিশ্বাস। কবিতাটির মূল বক্তব্য হলো অন্ধ বিশ্বাস মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়। সত্য-মিথ্যা না যাচাই করে যেকোনো কিছু বিশ্বাস করা কখনো কখনো কষ্ট ও প্রতারণার কারণ হয়। মানুষ বারবার প্রতারিত হলেও বিশ্বাস করতে চায়, কারণ তার স্বভাবগত প্রবণতা হলো কারো ওপর নির্ভর করা। তবে অন্ধভাবে নয়, বরং পরিপূর্ণ জ্ঞানের আলোয় বিশ্বাস গড়ে তোলা উচিত, যাতে তা সত্যের ওপর প্রতিষ্ঠিত হয় এবং মানুষকে সঠিক পথ দেখায়।
অন্ধ বিশ্বাস, এক বিষাক্ত ছায়া,
যেখানে সত্যের পথ হারায় নিরালায়।
চোখে থাকে ঢাকনা মোটা,
মনটা বোঝে না কিছুই যথাযথ।
কে আপন কে পর কিছুই না জেনে,
বিশ্বাস রাখি অবলীলায় বেখেয়ালে বয়ে বেড়ে।
একটি কথায় একটি ছলনায়,
ভুলে যাই আপন পরখের দায়।
তবু কেন মন চায় হাত বাড়াতে,
দুঃখের গল্প অজানায় শুনতে?
বিশ্বাস ভেঙে শতবার পড়ি,
তবু ফের চোখ বেঁধে এগিয়ে চলি।
কিন্তু একদিন ধোঁয়া কাটে,
সত্য এসে পাশে দাঁড়ায়।
অন্ধ নয়, হোক সে দীপ্ত,
বিশ্বাস হোক আলোর আশ্রয়।
সমাপ্ত
| পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
|---|---|
| পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
| ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |








বিশ্বাস ভালো তবে অন্ধ বিশ্বাস ভালো না। আর সেই অন্ধবিশ্বাস নিয়ে আপনি বেশ সুন্দর করে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
জ্বি আপু সব কিছুরই একটা সিমা থাকা দরকার অতিরিক্ত কোন কিছুই ভালো না। আপনার গঠন মূলক মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অন্ধবিশ্বাস সত্যি আমাদের জন্য খুব খারাপ। মানুষকে বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস করা মোটেও ভালো না। তবুও আমরা বারবার মানুষকে অন্ধের মত বিশ্বাস করে যাই। অন্ধ বিশ্বাস করলে মানুষ ক্ষতির সম্মুখীন হবেই। কবিতার মাধ্যমে আপনি খুব সুন্দর একটা কথা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার করে আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্টে এসে শেয়ার করার জন্য।
এই অন্ধ বিশ্বাসের কারণেই জীবনে বহুবার আমাদের সুপরিচিত বাশ খেয়েছি এমনকি এখনো খেয়েই যাচ্ছি। যাই হোক অন্ধ বিশ্বাস কে নিয়ে চমৎকার অনুভূতি সম্পন্ন কবিতা লিখেছেন। দারুন হয়েছে আপনার লেখা কবিতার প্রতিটি লাইন। ভীষণ ভালো লাগলো।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় খুশির বিষয়। ধন্যবাদ ভাই আপনার মতামত আমার পোস্ট শেয়ার করার জন্য।
অন্ধ বিশ্বাস মানুষের চিন্তাশক্তিকে গ্রাস করে, সত্য-মিথ্যার পার্থক্য ভুলিয়ে দেয়। আপনি কবিতায় এই বিষয়টি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। যুক্তির আলোয় বিশ্বাস গড়ে তোলার বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে অনেক ভালো লাগলো ভাই ভালো থাকবেন।
আগের মানুষ এবং বর্তমান মানুষের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যদিও আগে বন্ধু বন্ধুকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করতো। কোন মানুষকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করা যেত। তাদের মধ্যে সেই বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ের এই ক্রিটিক্যাল যুগের মানুষগুলো বেশ ক্রিটিক্যাল। তাদেরকে খুব সহজেই বিশ্বাস করা যায় না। যদিও কোন অবস্থাতে মানুষকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করা ভালো নয়। সুন্দর কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।
আপনি সত্যি বলেছেন আপু আগে একে অপরের প্রতি একটা অন্য রকমের বিশ্বাস ছিলো। কিন্তু কালের বিবর্তনে আজ এই বিশ্বাস মানুষ হারাতে বসেছে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
অন্ধ বিশ্বাস নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল
শুকরিয়া জানাচ্ছি ভাই ভালো থাকবেন।
আসলেই কারোর উপর অন্ধ বিশ্বাস করলে মানুষকে একদিন ঠকে যেতে হয়। কারণ সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনা। প্রতিনিয়ত মানুষ প্রতারণা শিকার হচ্ছে। আর আপনি আজকে সেই অন্ধবিশ্বাস নিয়েই অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। অন্ধ বিশ্বাস কবিতাটা পড়তে আমার অনেক ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন সেই কামনাই করছি।