আর্ট পোস্ট: পেনসিল, মোম রঙ দিয়ে ফুলের ডিজাইন আর্ট।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে ফুলের ডিজাইন আর্ট শেয়ার করবো। আমি খুব ভালো আর্ট করতে পারিনা। তবে আর্ট শেখার আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি আর্ট করা শিখতে পারিনি। যাইহোক এসব কথা বাদ দেই, কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় যাওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
ক্লে |
রঙিন কলম |
স্কেল |
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বড় করে ফুল এঁকে নিয়েছি, তবে এটা কি ফুল আমি ঠিক জানিনা।
এবার আমি বড় ফুলের নিচে বড় করে একটি পাতা ও বড় ফুলের উপরে অন্য আরেকটা ফুল এঁকে নিয়েছি।
পাতা ও ফুল এঁকে নেওয়ার পর এবার আমি ছোট ফুলের উপর দুইটি হাতির শুরের মতো করে এঁকে নিয়েছি। শুরের শেষ মাথায় একটি ছোট ফুল এবং শুরের মাথার একটু আগে একটি বড় করে ফুল এঁকে নিয়েছি। এবার বড় শুরের পাশের ছোট শুরে আরেকটি ছোট করে ফুল এঁকে নিয়েছি।
এবার আমি সবুজ মোম রং দিয়ে পাতাটি রঙ করে নিয়েছি। এরপর বড় ফুলের ভেতরের অংশ হলুদ এবং চারিপাশে লাল রঙের মোম রঙ দিয়ে ফুল রঙ করে নিয়েছি। এরপর দ্বিতীয় ফুলটি নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়েছি।
এভাবেই পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন রং দিয়ে সবগুলো ফুল সুন্দর করে রং করে নিয়েছি।
আর এভাবেই আমি পেন্সিল ও মোম রং দিয়ে একটি মেহেদী ডিজাইন আর্ট করেছি।
পোস্টের ধরন | আর্ট পোস্ট |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Done...
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল এর ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি হাতে আঁকার। কিন্তু আমার দ্বারা হয়ে উঠেনা। যাক আপনি খুবই সুন্দর করে একটি ফুল আর্ট করেছেন। আপনার এই আর্ট এর ডিজিটাল ভার্শন করার ইচ্ছা রইলো।
তুমি পেন্সিল ও মোম রং দিয়ে অনেক সুন্দর একটি ফুলের ডিজাইনের আর্ট তৈরি করেছো।আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে। আর্ট এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ
আমার আর্টটি দেখতে তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুকরিয়া অনেক চমৎকার করে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো।
পেনসিল, মোম রঙ দিয়ে ফুলের ডিজাইন আর্ট খুব সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর একটি আর্ট করেছেন। আর্ট পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।
এই লাইনটা ঠিক করে নিবেন আপু।
ছোট্ট পরিসরে আপনি কিন্তু বেশ ভালোই এঁকেছেন ভাইয়া। ফুলের নকশাটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর ডিজাইনটি খুব সুন্দর করে আর্ট করেছেন। রং পেন্সিলের ব্যবহার করাতে দেখতে আরো বেশি ভালো লাগছে।
বাহ আপনি তো পেন্সিল এবং মোম রং দিয়ে চমৎকার ফুলের আর্ট করেছেন। তবে আপনার ফুলের আর্ট অসাধারণ হয়েছে। তবে আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। ধৈর্য ধরে এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছেও ভালো লাগে তবে ভালো আর্ট করতে পারি না। শুকরিয়া আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো।