আর্ট পোস্ট: পেনসিল, মোম রঙ দিয়ে ফুলের ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ17 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ০৮ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ রবিবার ।

বাংলায় ২৩ অগ্রহায়ণ ১৪৩১ খ্রিষ্টাব্দ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে ফুলের ডিজাইন আর্ট শেয়ার করবো। আমি খুব ভালো আর্ট করতে পারিনা। তবে আর্ট শেখার আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি আর্ট করা শিখতে পারিনি। যাইহোক এসব কথা বাদ দেই, কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় যাওয়া যাক।


ফাইনাল লুক

1000008388.jpg

1000008386.jpg

প্রয়োজনীয় উপকরণ
ক্লে
রঙিন কলম
স্কেল

1000008389.jpg

প্রথম ধাপ

1000008376.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বড় করে ফুল এঁকে নিয়েছি, তবে এটা কি ফুল আমি ঠিক জানিনা।

দ্বিতীয় ধাপ

1000008377.jpg

এবার আমি বড় ফুলের নিচে বড় করে একটি পাতা ও বড় ফুলের উপরে অন্য আরেকটা ফুল এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

1000008378.jpg

পাতা ও ফুল এঁকে নেওয়ার পর এবার আমি ছোট ফুলের উপর দুইটি হাতির শুরের মতো করে এঁকে নিয়েছি। শুরের শেষ মাথায় একটি ছোট ফুল এবং শুরের মাথার একটু আগে একটি বড় করে ফুল এঁকে নিয়েছি। এবার বড় শুরের পাশের ছোট শুরে আরেকটি ছোট করে ফুল এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

1000008381.jpg

এবার আমি সবুজ মোম রং দিয়ে পাতাটি রঙ করে নিয়েছি। এরপর বড় ফুলের ভেতরের অংশ হলুদ এবং চারিপাশে লাল রঙের মোম রঙ দিয়ে ফুল রঙ করে নিয়েছি। এরপর দ্বিতীয় ফুলটি নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়েছি।

পঞ্চম ধাপ

1000008385.jpg

এভাবেই পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন রং দিয়ে সবগুলো ফুল সুন্দর করে রং করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

1000008386.jpg

আর এভাবেই আমি পেন্সিল ও মোম রং দিয়ে একটি মেহেদী ডিজাইন আর্ট করেছি।


পোস্টের ধরনআর্ট পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

1000003559.png

1000003224.png

Sort:  
 17 days ago 

Done...

1000008363.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

ফুল এর ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি হাতে আঁকার। কিন্তু আমার দ্বারা হয়ে উঠেনা। যাক আপনি খুবই সুন্দর করে একটি ফুল আর্ট করেছেন। আপনার এই আর্ট এর ডিজিটাল ভার্শন করার ইচ্ছা রইলো।

 17 days ago 

তুমি পেন্সিল ও মোম রং দিয়ে অনেক সুন্দর একটি ফুলের ডিজাইনের আর্ট তৈরি করেছো।আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে। আর্ট এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ

 16 days ago 

আমার আর্টটি দেখতে তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুকরিয়া অনেক চমৎকার করে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

 16 days ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো।

 16 days ago 

পেনসিল, মোম রঙ দিয়ে ফুলের ডিজাইন আর্ট খুব সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর একটি আর্ট করেছেন। আর্ট পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 16 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

এই লাইনটা ঠিক করে নিবেন আপু।

 16 days ago 

ছোট্ট পরিসরে আপনি কিন্তু বেশ ভালোই এঁকেছেন ভাইয়া। ফুলের নকশাটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর ডিজাইনটি খুব সুন্দর করে আর্ট করেছেন। রং পেন্সিলের ব্যবহার করাতে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 15 days ago 

বাহ আপনি তো পেন্সিল এবং মোম রং দিয়ে চমৎকার ফুলের আর্ট করেছেন। তবে আপনার ফুলের আর্ট অসাধারণ হয়েছে। তবে আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। ধৈর্য ধরে এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

আমার কাছেও ভালো লাগে তবে ভালো আর্ট করতে পারি না। শুকরিয়া আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো।