ডাই :- ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আবারো ক্লে দিয়ে খুব সুন্দর ক্লিপ তৈরি করার চেষ্টা করলাম। এখন সবাই বেশ সুন্দর সুন্দর জিনিস চেষ্টা করে ক্লে দিয়ে তৈরি করার জন্য। কারণ ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সহজেই সুন্দর করে ডিজাইন দিয়ে তৈরি করা যায়।
আমি চেষ্টা করলাম আজকে বিভিন্ন রকমের ফেলে দিয়ে কয়েকটি ভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি করার জন্য। সত্যি বলতে এই বিভিন্ন রকমের ফলের ডিজাইন গুলো তৈরি করতে বেশ ভালো লেগেছিল। আমি সব সময় যে কোন জিনিস তৈরি করতে বেশ সুন্দর করে তৈরি করার চেষ্টা করি। কারণ সুন্দর জিনিস গুলো নিজের কাছেও দেখতে বেশ ভালো লাগে। তাই চেষ্টা করলাম সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে তৈরি করা আমার এই সুন্দর ক্লিপ গুলো হয়তো আপনাদের সবার অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ চিকন ক্লিপ
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কিছু বেগুনি কালারের ক্লে নিয়ে ছোট ছোট কয়েকটি বৃত্ত তৈরি করে নিয়ে নিলাম। তারপর বৃত্ত গুলো একসাথে জোড়া লাগিয়ে এবং উপরের অংশে সবুজ রঙের একটি পাতা দিয়ে সুন্দর করে আঙ্গুর তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সবুজ, লাল এবং কালো রঙের ক্লে দিয়ে সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর আবারও কালো এবং লাল রঙের ক্লে দিয়ে একটি ছোট সুন্দর পোকা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর সবুজ আর লাল রঙের ক্লে দিয়ে আবারো সুন্দর করে দুটি চেরি ফল এবং পাতা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কয়েকটি কালার একসাথে মিক্স করে সুন্দর একটি ক্যান্ডি তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর লাল, কালো, সবুজ এবং সাদা রঙের ক্লে দিয়ে এটি তরমুজের টুকরো সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এইভাবে ক্লে দিয়ে বিভিন্ন রকমের ফল এবং আরো অন্যান্য জিনিস সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর বিভিন্ন রকম ফল গুলোর পিছনের অংশে ঘাম লাগিয়ে চিকন ক্লিপ গুলো সুন্দর করে জোড়া লাগিয়ে বিভিন্ন রকমের ডিজাইন ক্লিপ তৈরি করে নিলাম।
ধাপ - ৯ :
তারপর একটি মোটা কাগজের চারপাশে সুন্দর করে এক ক্লিপগুলো লাগিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর করে কয়েকটি ক্লিপ তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ক্লিপগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ডিজাইনটি করেছেন, ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
চেষ্টা করে আমি সব সময় ভালো কিছু তৈরি করার জন্য
https://x.com/bdwomen2/status/1868280505478852839?t=jPTwxnelG6j1IbbRkx9hbQ&s=19
প্রত্যেকটা ক্লিপ খুবই কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি এগুলো তৈরি করেছেন। ভালো লাগলো দেখে। বিশেষ করে চেরি ফলের ক্লিপ টা আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ক্লিপ তৈরি করে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা এই ক্লিপ আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম
ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুবই সুন্দর হয়। বিভিন্ন ধরনের ক্লিপ তৈরি খুবই সুন্দর হয়েছে । মনে হচ্ছে দক্ষ ব্যক্তি যার কোন ভুলের কোন সুযোগ নেই। আপনাদের এই ধরনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি ভালো কিছু তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি করেছেন। আপনার তৈরি করা প্রতিটি ক্লিপ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে তরমুজ ক্লিপ টি একটু বেশি ভালো লেগেছে।
এভাবে ক্লে ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করতে বেশ ভালো লাগার কাছে
প্লে দিয়ে চমৎকার সুন্দর ক্লিপ বানিয়েছেন এই ক্লিপগুলো বাচ্চারা মাথায় দিলে খুব কিউট লাগবে৷ সবকটা ফলই নিখুঁত হয়েছে। আর আইসক্রিম ও লেডি বাগ তো প্রশংসা ঊর্ধ্বে। আমার মেয়েকে দেখালেই বলবে তার জন্য বানিয়ে দিতে ।
আমার তৈরি করা ক্লিপ আপনার মেয়ের ভালো লাগবে যেন খুশি হলাম
ক্লে দিয়ে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ক্লিপ তৈরি করেছেন। আপনার তৈরি করা দেখতে বেশ চমৎকার লাগছে। ক্লে দিয়ে ক্লিপ তৈরির আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ
ক্লে দিয়ে তৈরি করা যেকোন জিনিস দেখতে খুবই ভালো লাগে। আপনি এত সুন্দর স্টাইলের সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করলেন। প্রতিটি ক্লিপ দেখতে অনেক ভালো লাগলো।
পরবর্তীতে আবারো এই ধরনের ক্লিপ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার
এরকম ক্লিপ বাজারে কিনতে পাওয়া যায় অবশ্য সে গুলো ক্লে দিয়ে বানানো নয়।আপনি ক্লে দিয়ে দারুণ সুন্দর ছয় ছয়টি ফলের ক্লিপ বানিয়েছেন। দারুণ বানিয়েছেন। ধাপে ধাপে ক্লে দিয়ে সুন্দর ক্লিপ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে ক্লিপটি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আমার ক্লিপগুলো আপনার কাছে চমৎকার লেগেছে দেখে খুশি হলাম