শৈশবের বনভোজন।।২১ ডিসেম্বর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।
শীত ও শৈশবের গ্রামীণ জীবন এক মায়াবি অধ্যায়।বাংলার গ্রামীণ পরিবেশে শীতকাল যেন প্রকৃতির এক অপূর্ব উপহার।শিশিরভেজা মাঠ, কুয়াশাচ্ছন্ন সকাল,পাখিদের কুজন আর খেজুরের রসের মিষ্টি সুবাস শীতের শৈশবকে স্মৃতিময় করে তোলে।
শৈশবে গ্রামের শীত মানেই ছিল ভোরে ঘুম থেকে উঠে কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ দেখা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর মাটিতে হালকা সাদা কুয়াশা যেন এক মায়াবি দুনিয়া তৈরি করত।খেজুর গাছ থেকে তাজা রস সংগ্রহের উত্তেজনা ছিল অভূতপূর্ব।দাদু-নানুর সঙ্গে মাঠে বসে আগুন পোহানো, হাতে-মুখে খেজুর রসের মিঠাস মেখে নেওয়া আর খোলস ছাড়ানো পিঠার গন্ধে ভরে থাকত শৈশবের শীতের সকাল।
স্কুলের ছুটি থাকলে বা সাপ্তাহিক ছুটির দিনে সকালের পড়া সেরে গ্রামের শিশুরা দল বেঁধে খেলতে বের হতো।গরুর গাড়ি চালানো, পুকুরে মাছ ধরা, কিংবা লুকোচুরি খেলা—সবকিছুতেই শীতকাল যেন আলাদা আনন্দ নিয়ে আসত। সন্ধ্যাবেলায় ঘরে ফিরে মা-চাচিদের সঙ্গে তাপ পোহানোর মজাটাও ছিল অনন্য।
শীতের শৈশব মানেই ছিল পিঠা-পুলির উৎসব। মায়েদের হাতের চিতই পিঠা, ভাপা পিঠা আর নারকেল-গুড় দিয়ে বানানো পুলি খাওয়ার স্মৃতি এখনো মনে করলেই আনন্দে মন ভরে যায়। শীতে নানা ধরনের পিঠা বানানো ছিল গ্রামের ঐতিহ্যের অংশ যা শৈশবকে আরও রঙিন করে তুলত।
গ্রামীণ শীত মানেই কৃষকদের শস্য কাটার উৎসব।শিশুরা তাদের সঙ্গে মাঠে গিয়ে ধান কাটা দেখতে বা মজার গল্প শুনে সময় কাটাত।শীতকালীন মেলা,যাত্রাপালা কিংবা সার্কাস ছিল শৈশবের বাড়তি আনন্দ।
গ্রামীণ জীবনের এই শীত ও শৈশব একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।প্রকৃতি, পরিবার, আর সংস্কৃতির এই মিশেল জীবনের এক অপূর্ব অধ্যায় হয়ে রয়ে যায় স্মৃতির কোষে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
সত্যি কিন্তু তাই। শীতের শৈশব মানে বেশ স্মৃতি বহুল। কোথায় যে গেল সেই শৈশব। বেশ সুন্দর করে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলো তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
শৈশবে তো শীতকালে অনেক মজা করতাম। সবচেয়ে বেশি ভালো লাগতো সকাল বেলা শিশির ভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে। তারপর খেজুরের খাঁটি রস খেতে। পোস্টটি পড়ে শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতকাল মানেই বনভোজনের সময়। এই সময় বনভোজন করতে সব থেকে বেশি আনন্দ হয়। আর আপনি যেভাবে গ্রামীণ দৃশপটের বর্ণনা করলেন এক কথায় অসাধারণ। এমন সুন্দর গ্রামীন পরিবেশে বনভোজন হলে তো আর কথাই নেই।
শৈশবের শীতের ঘটনা যেভাবে বিশ্লেষণ করেছেন দাদা, লেখা পড়ে পুরো বিষয়গুলো যেন চোখের সামনে ভাসছিল । দারুণ উপভোগ করলাম লেখাটা।