প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে পুশের মানে বিড়ালের অবয়ব এঁকে নিয়েছি।
এখন কান এবং কপালের অংশগুলো পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুললাম।
এইধাপে চোখ এঁকে নিলাম।তারপর নাক, মুখ এবং দাড়ি এঁকে নিলাম।
এইধাপে শরীরে কিছু ডিজাইন করলাম।পিঠের দিকের জায়গাটায় পেন্সিল দিয়ে গাড় করে নিলাম।
এই ধাপে যে ডিজাইন গুলো আগে করেছিলাম সেগুলো কালো রং করে নিলাম।
এখন পেছনের অংশ এবং লেজের অংশটা জায়গায় জায়গায় কালো রং করলাম যাতে করে এগুলো ডার্ক শেড বোঝা যায়।
এখন সবদিকের অংশগুলোতে পশমের মতো বাইরে দাগ বের করে দিলাম যাতে করে এটির পশমগুলো বোঝা যায়।
এইতো অবশেষে তৈরি করে ফেললাম পুশের দারুন একটা আর্ট।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
💦
💦 BRISTY 💦
💦
পুশের খুব সুন্দর পেন্সিল স্কেচ করেছেন। খুবই কিউট লাগছে puss কে দেখতে। Puss কে আমরা সবাই বেশ পছন্দ করি। আপনি একদম পারফেক্টলি পেন্সিল স্কেচ করেছেন। এটা করা নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেন্সিল স্কেচ শেয়ার করার জন্য।
জি আপু পেন্সিল স্কেচ করতে বেশ সময় লাগে।ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুশের পেন্সিল স্কেচ খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই চিত্রটি অংকন করলেন।
ধন্যবাদ ভাইয়া,মন্তব্য দেখে ভালো লাগলো।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুশের পেন্সিল স্কেচ আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি পুশের আর্ট দেখে বেশ ভালো লাগলো।পুরো আর্ট টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন । আর্ট টি দেখতে একদম হুবহু পুশের মতোই লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
এটা সত্যি বলেছেন আপু আমাদের কমিউনিটি সবার কাছেই এখন পুশ হোল্ড আছে। আপনি আজকে পেন্সিল দিয়ে অনেক চমৎকার পুশ অংকন করেছেন দেখে খুব ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জি ভাইয়া ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকেও।
আপু আপনি তো দেখছি সত্যিকারের একজন আর্টিস্ট। খুব সুন্দর করে আপনি একটি পুষ এর স্কেচ করেছেন। আপনার স্কেচটি দেখ বেশ মুগ্ধ হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ এমন একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।
হাহাহা,কি যে বলেন না আপু।চেষ্টা করলাম আরকি,অনেক দিন করা হয়না।
আপু আপনার আজ পেন্সিল স্কেচ দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। খুব অসাধারণ ভাবে আপনার চমৎকার প্রতিভার সাথে পুশ একে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের পেন্সিল স্কেচটি দেখে বোঝা যাচ্ছে আপনি একজন দক্ষ ও গুণবতি আর্টিস্ট।
আরে না আপু,দক্ষ আর কই।অনেকদিন হলো পেন্সিল আর্ট করা হয় না।
বাহ! চমৎকার স্কেচ করেছেন তো আপু। পুশকে তো কিউট লাগছে খুব। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন 🌸
অনেকদিন পর আবার চেষ্টা করলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post was upvoted by @supportive.