পুশের পেন্সিল স্কেচ।

in আমার বাংলা ব্লগ9 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241226_212914.jpg

আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশে সুন্দর একটা আর্ট নিয়ে। এই আর্টটা আমার কাছে বেশ ভালো লাগে। পেন্সিল স্কেচ বলা যায়। এটি হলো একটা পুশের পেন্সিল স্কেচ। আমি কিছুদিন আগে এটা করেছিলাম। আসলে পুশ নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা আমাদের দাদা করে রেখেছেন। আর এখন পুশ এতটাই জনপ্রিয় যে আমাদের কমিউনিটির বাইরেও এখন এর বিস্তার হচ্ছে। সবার মাঝে পুশ হোল্ড করা আছে। যাই হোক পুশ নিয়ে বেশি কথা বলবো না। তবে আজকে পুশের আর্টটা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।

20241226_212919.jpg

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • পেন্সিল
  • আর্ট খাতা

20241220_204957.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে পুশের মানে বিড়ালের অবয়ব এঁকে নিয়েছি।

20241220_205443.jpg

20241220_205655.jpg

দ্বিতীয় ধাপ

এখন কান এবং কপালের অংশগুলো পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুললাম।

20241220_210709.jpg

20241220_210958.jpg

তৃতীয় ধাপ

এইধাপে চোখ এঁকে নিলাম।তারপর নাক, মুখ এবং দাড়ি এঁকে নিলাম।

20241220_211356.jpg

20241222_201511.jpg

চতুর্থ ধাপ

এইধাপে শরীরে কিছু ডিজাইন করলাম।পিঠের দিকের জায়গাটায় পেন্সিল দিয়ে গাড় করে নিলাম।

20241222_202415.jpg

20241222_203534.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে যে ডিজাইন গুলো আগে করেছিলাম সেগুলো কালো রং করে নিলাম।

20241222_204212.jpg

20241222_205523.jpg

ষষ্ঠ ধাপ

এখন পেছনের অংশ এবং লেজের অংশটা জায়গায় জায়গায় কালো রং করলাম যাতে করে এগুলো ডার্ক শেড বোঝা যায়।

20241222_205933.jpg

20241222_210030.jpg

সপ্তম ধাপ

এখন সবদিকের অংশগুলোতে পশমের মতো বাইরে দাগ বের করে দিলাম যাতে করে এটির পশমগুলো বোঝা যায়।

20241222_210822.jpg

20241226_212452.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম পুশের দারুন একটা আর্ট।

20241226_212604.jpg

20241226_212551.jpg

20241226_212452.jpg

20241226_212627.jpg

20241226_212633.jpg

20241226_212914.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 9 days ago 

পুশের খুব সুন্দর পেন্সিল স্কেচ করেছেন। খুবই কিউট লাগছে puss কে দেখতে। Puss কে আমরা সবাই বেশ পছন্দ করি। আপনি একদম পারফেক্টলি পেন্সিল স্কেচ করেছেন। এটা করা নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেন্সিল স্কেচ শেয়ার করার জন্য।

 4 days ago 

জি আপু পেন্সিল স্কেচ করতে বেশ সময় লাগে।ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

পুশের পেন্সিল স্কেচ খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই চিত্রটি অংকন করলেন।

 4 days ago 

ধন্যবাদ ভাইয়া,মন্তব্য দেখে ভালো লাগলো।

 9 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুশের পেন্সিল স্কেচ আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি পুশের আর্ট দেখে বেশ ভালো লাগলো।পুরো আর্ট টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন ‌। আর্ট টি দেখতে একদম হুবহু পুশের মতোই লাগছে।

 4 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 9 days ago 

20241230_122212.jpg

Screenshot_20241230-122130_SuperWalk.jpg

 9 days ago 

এটা সত্যি বলেছেন আপু আমাদের কমিউনিটি সবার কাছেই এখন পুশ হোল্ড আছে। আপনি আজকে পেন্সিল দিয়ে অনেক চমৎকার পুশ অংকন করেছেন দেখে খুব ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 

জি ভাইয়া ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকেও।

 9 days ago 

আপু আপনি তো দেখছি সত্যিকারের একজন আর্টিস্ট। খুব সুন্দর করে আপনি একটি পুষ এর স্কেচ করেছেন। আপনার স্কেচটি দেখ বেশ মুগ্ধ হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ এমন একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 4 days ago 

হাহাহা,কি যে বলেন না আপু।চেষ্টা করলাম আরকি,অনেক দিন করা হয়না।

 9 days ago 

আপু আপনার আজ পেন্সিল স্কেচ দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। খুব অসাধারণ ভাবে আপনার চমৎকার প্রতিভার সাথে পুশ একে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের পেন্সিল স্কেচটি দেখে বোঝা যাচ্ছে আপনি একজন দক্ষ ও গুণবতি আর্টিস্ট।

 4 days ago 

আরে না আপু,দক্ষ আর কই।অনেকদিন হলো পেন্সিল আর্ট করা হয় না।

 9 days ago 

বাহ! চমৎকার স্কেচ করেছেন তো আপু। পুশকে তো কিউট লাগছে খুব। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন 🌸

 4 days ago 

অনেকদিন পর আবার চেষ্টা করলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post was upvoted by @supportive.