কবিতা আবৃত্তি ( আকাশলীনা- জীবনানন্দ দাশ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে সবচাইতে কষ্টের অনূভুতি হলো নিজের প্রিয় মানুষ কে অন্যজনের সাথে দেখা। এর চেয়ে কষ্টের হয়তো আর কিছু হতে পারে না। এইরকম মূহূর্ত যাদের জীবনে এসেছে তারাই ভালো বলতে পারবে। আমরা সবসময় চেষ্টা করে যায় নিজের ভালোবাসার মানুষ কে আটকে রাখার জন্য। নিজের ভালোবাসার মানুষ কে আটকে রাখার চেষ্টা যত বেশি হবে সেই মানুষ টার চলে যাওয়ার প্রবণতা হবে দ্বিগুন। স্বয়ং জীবনানন্দ দাশ নিজের কবিতায় তো সেই কথায় বলে গিয়েছেন। সুরঞ্জনা কে তিনি অন্য যুবকের সাথে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু সুরঞ্জনাও শেষ পযর্ন্ত কথা রাখেনি। একবার ভাবুন মেয়ে মানুষ জীবনানন্দ দাশের মতো মানুষের কথা শোনেনি সেখানে আপনি আমি কে যে আমাদের কথা শুনবে হা হা।
একটা সময় আপনি বুঝে যাবেন যার যাওয়ার সে যাবেই তাকে আটকে রেখে আর লাভ নেই। তখন তাকে আর আটকাতে যাবেন না। যেতে দেবেন তাকে। যদিও মানুষ টা শুধু আপনার জীবন থেকে যায় মন এবং মস্তিষ্কে থেকেই যায়। যাইহোক আজ আমি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আকাশলীনা এর আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করে নিব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- আকাশলীনা
- জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে— আরো দূরে
যুবকের সাথে তুমি যেওনাকো আর।
কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ:
তার প্রেম ঘাস হ’য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস—
আকাশের ওপারে আকাশ
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতার আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন, এই অনুভূতিটা আসলেই কষ্টের। জীবনানন্দ দাশের এই কবিতাটা আগে পড়া হয়েছে। আজকে আপনার কন্ঠে আবৃত্তি শুনে ভালো লাগলো। কবিতা যেমন সুন্দর আপনিও খুব সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি যে জীবনানন্দ দাশের গুণমুগ্ধ পাঠক তা বোঝা যায়। কবিতার প্রতি আপনার ভালো লাগা থেকেই পাঠ করেছেন তা আপনার গলায় বোঝা যাচ্ছে। খুব ভালো লাগলো এই দরদী পাঠ।
জীবনানন্দ দাশের কবিতাটি আগে পড়া ছিল, তবে আজ আপনার কন্ঠে আবৃত্তি শুনে নতুন করে এর সৌন্দর্য অনুভব করলাম। কবিতা যেমন গভীর, আপনি তেমনি খুব সুন্দরভাবে তা আবৃত্তি করেছেন। এমন একটি চমৎকার আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবনানন্দ দাশের খুব সুন্দর একটি কবিতা আজ আবৃত্তি করলেন।এই কবিতাটি আমিও নিজে অনেকবার আবৃত্তি করেছি।আপনার কন্ঠে আবৃত্তিটি শুনে আরো বেশী ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।