আর্ট: প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনী রাত দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগ16 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনী রাত দৃশ্য আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000044783.jpg

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব। আজকে আর একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনী রাত দৃশ্য আর্ট করেছি ।একটি প্লাস্টিকের প্লেট ছিল আমার কাছে ভাবলাম এর মধ্যে আর্ট করা যাক। এই প্লাস্টিকের প্লেটের মধ্যে আর্ট করলে দেখতে অনেকটাই সুন্দর হবে এবং ঘরে সাজিয়ে রাখা যাবে। এজন্য প্লাস্টিকের ফেলে দেওয়া এই প্লেটের মধ্যে আমি চাঁদনী রাতে দৃশ্য আর্ট করেছি।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি নীল রং দিয়ে পুরো প্লেটটা আর্ট করে নিলাম।

1000044736.jpg

1000044991.jpg

ধাপ:-২

এরপর আমি সাদা রং দিয়ে চাঁদ আর্ট করেছি।

1000044739.jpg

1000044741.jpg

ধাপ:-৩

এরপর কালো রং দিয়ে পাতা আর্ট করব।

1000044743.jpg

1000044744.jpg

ধাপ:-৪

এখন এরপর আমি একটা লাইট আর্ট করেছি কালো রং দিয়ে।

1000044746.jpg

1000044747.jpg

ধাপ:-৫

কালো রংয়ের উপর এখন আমি সবুজ রং দিয়ে পাতা আর্ট করেছি।

1000044756.jpg

1000044759.jpg

ধাপ:-৬

এখন আমি লাইটের মধ্যে হলুদ রং সাদা রং দিয়ে ডিজাইন করব।

1000044761.jpg

1000044762.jpg

ধাপ:-৭

এরপর আমি সাদা রং দিয়ে ছোট ছোট অনেকগুলো তারা আর্ট করলাম।

1000044764.jpg

1000044765.jpg

শেষ ধাপ:-


আর এভাবেই আমি একটা প্লাস্টিকের প্লেট এর মধ্যে সুন্দর একটি চাঁদনী রাতের দৃশ্য আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই আর্ট টি ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

1000044782.jpg

1000044783.jpg

1000044784.jpg

1000044785.jpg

1000044781.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

হায় হায় প্লাস্টিকের প্লেট এর উপর রং তুলি দিয়ে চাঁদনী রাতের এত সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করে ফেললেন!! আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছি না। আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি। একটানা এক নজরে অনেকক্ষণ তাকিয়েছিলাম আপনার এই পেইন্টিং এর দিক।এক কথায় দুর্দান্ত এবং ফাটাফাটি হয়েছে।

 10 days ago 

আমার এই আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ প্রশংসনীয় একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 15 days ago 

প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনী রাত দৃশ্য আর্ট।চমৎকার সুন্দর হয়েছে আপনার প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনি রাতের দৃশ্য।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে চাঁদনী রাতের দৃশ্য আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

প্লাস্টিকের প্লেটের মধ্যে আর্ট করা এই চাঁদনী রাতের দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 15 days ago 

চাঁদনী রাতের এরকম দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি আজকে প্লাস্টিকের একটা প্লেটের মধ্যে এই পেইন্টিংটা করে নিয়েছেন। আমার করা পেইন্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। কারণ পুরো দৃশ্যটা দারুণভাবে ফুটে উঠেছে, দেখে যেন মনে হচ্ছে বাস্তবিক। কালারটা ও খুব সুন্দর ছিল। আপনার করা এই পেইন্টিং সবার কাছেই ভালো লাগবে দেখতে।

 10 days ago 

আজকের এই আর্ট এর কালার এবং সবকিছু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 16 days ago 

প্লাস্টিকের প্লেটের মধ্যে চাঁদনী রাত দৃশ্য আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন আমার খুবই ভালো লেগেছে।

 10 days ago 

প্লাস্টিকের প্লেট এর মধ্যে চাঁদনী রাতে দৃশ্য আমি আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং সেটি আপনাদের কাছে ভালো লাগবে খুবই ভালো লাগলো।

 15 days ago 

প্লাস্টিকের প্লেটের মধ্যে আপনি অনেক সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার অঙ্কন করা এই দৃশ্যটা দেখতে। দক্ষতাকে কাজে লাগিয়ে এরকম সুন্দর পেইন্টিং গুলো করা লাগে। পুরোটা এতো সুন্দরভাবে ফুটিয়ে তুললেন দেখে খুব ভালো লাগলো। দেখো তো মনে হচ্ছে এটা সত্যি কারের একটা দৃশ্য।

 10 days ago 

প্লাস্টিকের প্লেটের মধ্যে আর্ট করা এই দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 14 days ago 

ক্রিয়েটিভিটি কোথায় পৌঁছালে এরকম একটি চিত্র তৈরি করা যায়। মাঝে মাঝে আমাদের মেম্বারদের ক্রিটিভিটি দেখলে অবাক হয়ে যায়। তাদের চিন্তাধারা এত গভীর। আপনার আজকের চিত্রটি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ।

 10 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার আজকের এই আর্ট পোস্ট দেখে প্রশংসনীয় এবং উৎসাহ মূলক একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 14 days ago 

সব সময় তো আমরা কাগজের উপরে বিভিন্ন ধরনের আর্ট করি। আপনি দেখছি আজকে একেবারে ভিন্ন রকম ভাবে আর্ট করেছেন প্লাস্টিকের প্লেটের উপরে। চমৎকার ফুটে উঠেছে আপনার আজকের আর্টটি। অনেক বেশি কালারফুল তার জন্য এত ভালো লাগছে দেখতে।

 10 days ago 

প্লাস্টিকের প্লেটে করা আর দিয়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 14 days ago 

প্লাস্টিকের প্লেটের উপর খুব সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের এই পেইন্টিং টা দেখে। আপনার আইডিয়া সত্যিই দারুণ। চাঁদনী রাতের দৃশ্য টা অসাধারণ ছিল। গাছের কালার গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আপনার কাছে আমার আজকের এই আর্ট ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু প্লাস্টিকের প্লেটের মধ্যে করা আর্ট টি আপনার ভালো লেগেছে দেখি এবং সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য।