সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000046229.jpg

আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আর্ট পোস্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকে আমাদের কমিউনিটিতে। আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে আর্ট শেয়ার করে থাকি। তবে আজকে আমি একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি আপনাদের মাঝে একটি সূর্যাস্তের দৃশ্য আর্ট করে শেয়ার করব। সূর্যাস্ত অনেক বেশি ভালো লাগে সেজন্য সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে আজকে সূর্যাস্তের দৃশ্য আর্ট করে ফেললাম। আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট পেপার
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

1000046238.jpg

ধাপ:-১

এই প্রাকৃতিক দৃশ্যটি আর্ট করার জন্য আমি আর্ট পেপারের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।

1000046104.jpg

ধাপ:-২

এরপর আমি কমলা রং দিয়ে আকাশ আর্ট করে নিয়েছি।

1000046105.jpg

1000046106.jpg

ধাপ:-৩

আকাশের মধ্যে আমি একটা সূর্য আর্ট করব। হলুদ রং দিয়ে খুবই সুন্দর করে একটা সূর্য আর্ট করে নিয়েছি।

1000046108.jpg

1000046109.jpg

ধাপ:-৪

এখন আমি নীল রং দিয়ে পানি আর্ট করে নিলাম কিছু অংশে।

1000046111.jpg

1000046112.jpg

ধাপ:-৫

এরপর পাহাড় ও বন জঙ্গল আর্ট করার জন্য প্রথমে আমি কালো রং দিয়ে আর্ট করে নিয়েছি।

1000046113.jpg

1000046114.jpg

ধাপ:-৬

এখন আমি কালো রং এর উপর সবুজ রং দিয়ে পাতা আর্ট করে নিয়েছি।

1000046115.jpg

1000046116.jpg

ধাপ:-৭

হালকা সবুজ রং দিয়ে আমি সবুজ রং এর উপর বন জঙ্গলের‌ ডিজাইন আর্ট করেছি।

1000046118.jpg

1000046122.jpg

ধাপ:-৮

এরপর আমি সবুজ ও হলুদ রঙ দিয়ে লম্বা লম্বা করে ঘাস আর্ট করে নিয়েছি।

1000046123.jpg

1000046126.jpg

ধাপ:-৯

তারপর আমি সাদা রং দিয়ে ঘাসের মধ্যে কিছু ঘাসফুল আর্ট করে নিয়েছি।

1000046130.jpg

1000046134.jpg

শেষ ধাপ:-

আর এখানেই আমি আমার আজকের প্রাকৃতিক দৃশ্যের আর্ট সম্পন্ন করেছি। চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট করা এই প্রাকৃতিক দৃশ্যটি ভালো লাগবে।

1000046226.jpg

1000046227.jpg

1000046228.jpg

1000046229.jpg

1000046230.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 8 days ago 

আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। রং তুলির ছোঁয়ায় একেবারে জীবন্ত একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন।আর্ট দেখতে অসম্ভব সুন্দর লাগছে।নিখুঁতভাবে আর্ট করে শেয়ার করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এই আর্ট করতে দেখে ভালো লেগেছে। একদম মনের মত বৃত্তের মাঝে চিত্র অঙ্কন করেছেন। এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

দারুন একটি পেইন্টিং করলেন আপু। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে খুবই ভালো লাগলো। বিশেষ করে আপনি খুব সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন যা প্রতিটি ধাপ বিস্তারিতভাবে শেয়ার করলেন আপনি কিভাবে পেইন্টিং করেছেন।

 8 days ago 

অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য করেছেন আপনি। দৃশ্যটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। অনেক সুন্দর হয়েছে চিত্রের ভেতরের সৌন্দর্য।

 8 days ago 

পোস্টার কালারের আলাদাই উজ্জ্বলতা আছে। পুরো পেইন্টিং টা দেখে মনে হচ্ছিল খুবই কঠিন। কিন্তু ধাপে ধাপে দেখে আর মনে হয়নি। ফ্রি হ্যান্ড পেন্টিং করার জন্য দক্ষতা লাগে৷ আপনার সেই দক্ষতা রয়েছে। অনেক অভিনন্দন জানাই।

 8 days ago 

আপনার আর্ট পোস্ট মানেই দারুন কিছু।
আর প্রতিটি আর্ট এতো নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন দেখে সত্যিই মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। সত্যিই চমৎকার ছিল আজকের অংকন। এভাবেই এগিয়ে যেতে থাকুন।

 8 days ago 

দারুন একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপু। আপনার তৈরি করা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। একটি বৃত্তের মধ্যে যে এত চমৎকার একটি আর্ট করা যায় আপনার আর্ট না দেখলে হয়তো বা জানতেই পারতাম না। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপনি। এই পেইন্টিংটা অনেক বেশি সুন্দর ছিল। আপনার করা এই পেইন্টিং দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। কারণ আপনি পুরোটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশনটা ছিল জাস্ট মনোমুগ্ধকর। এরকম দৃশ্য সরাসরি দেখতেও অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন আপু।

 7 days ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।