এসো নিজে করি -"কিউট পেপার ক্যান্ডি তৈরি"

in আমার বাংলা ব্লগ23 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি diy শেয়ার করতে।

এসো নিজে করি -"কিউট পেপার ক্যান্ডি তৈরি"

IMG_20240511_090829.jpg

যেকোনো diy তৈরি করতে ও দেখতে আমার খুবই ভালো লাগে।যদিও সময়ের অভাবে অনেক দিন ধরেই diy তৈরি করা হয় না।তবুও এই সপ্তাহ জুড়ে diy প্রতিযোগিতার সুবাদে একটি নতুন diy নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ তৈরি করলাম "কিউট পেপার ক্যান্ডি"। ছোটবেলায় আমি খুবই ক্যান্ডি কিনে খেতাম।সবাই তখন দাঁতে পোকা লাগবে এটা বলে ভয় দেখাতো।হয়তো এটা শৈশবে সকলের ক্ষেত্রেই হয়েছে।কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে কম খাওয়া হয়।যদিও এখনো অনেক পছন্দ করি আমি ক্যান্ডি খেতে।যাইহোক আমি ক্যান্ডি প্যাকেটের মধ্যে কিছু সত্যিকারের রংবেরঙের ক্যান্ডি ভরে দিয়েছি।তারপর কিছু ইমোজির ছবি এঁকে এটি তৈরি করেছি।এটা তৈরি করতে যতটা সহজ ভেবেছিলাম ক্যান্ডি প্যাকেটের কুচানো অংশ তৈরি করতে ততটাই কঠিনতর লেগেছে আমার কাছে।এটা তৈরির পর অনেক কিউট দেখতে লাগছিলো। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240511_090852.jpg

■উপকরণসমূহ:

●রঙিন কাগজ
●কিছু রঙিন ক্যান্ডি
●কেচি
●আঠা
●রঙিন পেন

IMG_20240511_090029.jpg

■পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240511_090040.jpg
প্রথমে আমি নীল আকাশি রঙের কাগজ নিয়ে কেচি দিয়ে কেটে নিলাম ছোট যেকোনো পরিমাপে।

ধাপঃ 2

IMG_20240511_090101.jpg
এখন পেপারটির মাঝে আঠা লাগিয়ে ভাঁজ করে জুড়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240511_090120.jpg
এরপর কিছু রঙিন ক্যান্ডি নিয়ে নিলাম।যেগুলো আমরা খেয়ে থাকি।

ধাপঃ 4

IMG_20240511_090134.jpg
তো ক্যান্ডি পেপারের একপাশ আঠা দিয়ে আটকে নিয়ে খোলা মুখ দিয়ে কিছু ক্যান্ডি ভিতরে ভরে দিলাম।

ধাপঃ 5

IMG_20240511_090147.jpg
এখন আবার খোলা মুখটি আঠা দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 6

IMG_20240511_090909.jpg
এরপর কেচির সাহায্যে দুই পাশ সমান করে কেটে নিয়ে কুচি ডিজাইন করে নিতে হবে।যেটা একটু সময়সাপেক্ষ।

ধাপঃ 7

IMG_20240511_090505.jpg
এবারে পেপার ক্যান্ডির উপর রঙ্গিন পেন দিয়ে কিউট একটি ইমোজি একে দিলাম।

ধাপঃ 8

IMG_20240511_090529.jpg
তারপর আঙুলের সাহায্যে পেপার ক্যান্ডির দুইপাশে হালকা চাপ দিয়ে নিলাম।যাতে প্যাকেটটি ফুলে গিয়ে সত্যিকারের ক্যান্ডি প্যাকেটের মতোই দেখতে লাগে।

ধাপঃ 9

IMG_20240511_090556.jpg
একইভাবে আরো কিছু ক্যান্ডি প্যাকেট তৈরি করে নিলাম ভিন্ন ভিন্ন কিউট ইমোজি একে।

শেষ ধাপঃ

IMG_20240511_090638.jpg
সবশেষে ক্যান্ডি প্যাকেটের চারিপাশে কিছু রঙিন খাওয়ার ক্যান্ডি ছড়িয়ে দিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার কিউট পেপার ক্যান্ডি

ছবি উপস্থাপন:

IMG_20240511_090719.jpg

IMG_20240511_090829.jpg
এটা তৈরি করার পর বেশ কিউট ও আকর্ষণীয় লাগছিলো দেখতে।


আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

Thanks.

 23 days ago 

আপনার ক্যান্ডি গুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তব আর এত সুন্দরভাবে পেপার কাটিং করে ক্যান্ডি গুলো তৈরি করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

 21 days ago 

আপু,কিছুটা বাস্তব আর কিছুটা অবাস্তব।☺️☺️ছোট ছোট ক্যান্ডিগুলো সত্যিকারের-ই,ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

আপু আপনার ক্যান্ডি গুলো দেখে আমার ছোট ছেলে খেতে চাচ্ছে। এত সুন্দর করে পেপার ক্যান্ডি তৈরি করে রেখেছেন। বিশেষ করে ভিতরে ছোট ছোট চকলেট গুলো দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। ঠিকই বলেছেন ছোটবেলার বাচ্চাদেরকে পোকার ভয় দেখিয়ে চকলেট খাওয়া থেকে থামানোর চেষ্টা করা হতো। কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। যাইহোক ভালো লাগলো আপনার পেপার ক্যান্ডিটি দেখে।

 21 days ago 

আপনার ছোট ছেলের কথা জেনে ভালো লাগলো, আর আসলেই ভয় দেখালেও সবাই লুকিয়ে লুকিয়ে চকলেট খায়।ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

শেষ পর্যন্ত কি ক্যান্ডি খেতে খেতে আপনার দাঁতে পোকা হয়েছিল নাকি আপু ? যাই হোক আজকে ক্যান্ডি কিন্তু অনেক ভালো বানিয়েছেন । ভেতরে আবার ক্যান্ডি দিয়েও দিয়েছেন । আমি এটা হঠাৎ করে দেখে সত্যিকারের ক্যান্ডি মনে করেছিলাম । ভালো লাগলো আপু আপনার কাজ টি ।

 21 days ago 

না আপু,আমার দাঁতে পোকা লাগেনি।আর এখনো পোকা নেই,☺️☺️ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

ছোটবেলায় কিন্তু candy খেতে সবাই পছন্দ করতো। আমার তো মনে হয় ক্যান্ডি খেতে পছন্দ করত না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আজকে তো দেখছি আপনি অনেক সুন্দর করে পেপার ক্যান্ডি তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা ক্যান্ডি গুলোকে দেখতে কিন্তু সত্যি কিউট লাগতেছে। ছোট বাচ্চাদেরকে যদি আপনি এগুলো দেন তাহলে তো অনেক খুশি হবে। আপনি আবার এগুলোর ভেতর সত্যিকারের ক্যান্ডি ঢুকিয়ে দিয়েছেন, বিষয়টা ভালো লেগেছে। আপনার আইডিয়া কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল।

 20 days ago 

চেষ্টা করেছি একটু ইউনিক ধারায় তৈরি করার,আসলেই বাচ্চাদের দিলে অনেক খুশি হবে।ধন্যবাদ আপু,সুন্দর মতামত জানানোর জন্য।

 23 days ago 

আপনি সত্যিই একজন প্রতিভাবান এবং সৃজনশীল ব্যক্তি। “কিউট পেপার ক্যান্ডি তৈরি” জিনিসটা অনেক কিউট লাগছে আমার কাছে। এটা বেশ অরিজিনাল একটি কাজ, আমি মনে হয় না স্টিমিটে এর আগে এরকম কিছু দেখেছি। এই ধরনের সৃজনশীল কাজ সবসময় অনুপ্রেরণা জোগায় এবং আনন্দ দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

আপনার অসাধারণ মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে,অসংখ্য ধন্যবাদ দাদা।

 23 days ago 

ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় যে ছোটবেলায় ক্যান্ডি পছন্দ করো তো না এরকম মানুষ খুব কমই আছে। তবে আপনার মত আমারও বাসা থেকে ভয় দেখানো হতো দাঁতে পোকা লেগে যাবে। যার কারণে ক্যান্ডি খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম এখন মাঝে মাঝে শখের বসে ক্যান্ডি খাই বেশ ভালই লাগে। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পেপার ক্যান্ডি তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 20 days ago 

আপনি ভয়ে ক্যান্ডি খাওয়া ছেড়ে দিয়েছিলেন জেনে বেশ লাগলো,ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

ক্যান্ডি তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম, খুবই সুন্দর লাগছে। আপনি অসাধারণ এই ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করলেন। দেখতে একদম অরজিনাল লাগছে।

 23 days ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার চমৎকার প্রশংসাভরা মতামতের জন্য।

 23 days ago 

পেপার দিয়ে অনেক সুন্দর ভাবে ক্যান্ডি তৈরি করেছে আপু। আমি ওইভাবে একদিন ক্যান্ডি তৈরি করছিলাম কিন্তু ভেতরে ক্যান্ডি দিয়েছিলাম না। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68504.89
ETH 3816.55
USDT 1.00
SBD 3.51