Diy-"একটি রঙিন পোশাকের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ26 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি।কারন গরম শেষ হয়ে গতকাল রাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে।তাই আবহাওয়া একটু শীতলময়।আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

একটি রঙিন পোশাকের চিত্র অঙ্কন:

IMG_20240507_224519.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি রঙিন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে ছোটবেলায় মোম রং ব্যবহার করে কোনো কিছু আঁকতে আমার খুবই ভালো লাগতো।তবে এখন আমার প্যাস্টেল কালারগুলি ব্যবহার না করার জন্য কিছুটা খারাপ হয়ে গিয়েছে।তারপরও আমি প্যাস্টেল কালার দিয়ে একটি মেয়ের পোশাক অঙ্কনের চেষ্টা করেছি।আর পোশাকের উপরে রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছি।যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240507_224409.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.প্যাস্টেল রং
4.রবার ও
5.কালো বলপেন

IMG_20240507_203118.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240507_203135.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে পোশাকের উপরের দৃশ্য একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240507_203149.jpg
এরপর পোশাকের নিচের দৃশ্য ডিজাইন করে একে নিলাম।

ধাপঃ 3

IMG_20240507_203211.jpg
এখন আমার একটি হাতের ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।আর পেন্সিল দাগের উপর দিয়ে পেন দিয়ে দাগ টেনে নিলাম।

ধাপঃ 4

IMG_20240507_203227.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নেওয়ার পর পেন্সিল দাগগুলো রবারের সাহায্যে মুছে নিলাম।

ধাপঃ 5

IMG_20240507_203240.jpg
এরপর পোশাকের উপরে হলুদ রঙের প্যাস্টেল কালার করে নিলাম।

ধাপঃ 6

IMG_20240507_203254.jpg
এবারে পোশাকের ডিজাইনের মধ্যে হালকা গোলাপি ও গাড় গোলাপি রঙের করে নিলাম দুইপাশে।

ধাপঃ 7

IMG_20240507_203311.jpg
এখন পোশাকের নিচের ডিজাইনের ধাপগুলোতে লাল,কমলা,নীল ও সবুজ রঙের প্যাস্টেল কালার করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240507_224443.jpg
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে পোশাকের উপরে হলুদ রঙের অংশে ছোট ছোট বিন্দু দিয়ে ফুলের ডিজাইন একে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240507_224409.jpg

IMG_20240507_224519.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি রঙিন পোশাকের চিত্র"।এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

Thanks.

 26 days ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি রঙিন পোশাকে চিত্র অঙ্কন করেছেন। এ ধরনের ভিন্ন চিত্র অংকন গুলো দেখতে ভীষণ ভালো লাগে। পোশাকের চিত্র অঙ্কনের প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 22 days ago 

আপনার চমৎকার মন্তব্যের জন্য, ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

বেশ দারুন একটি পোশাকের চিত্র অঙ্কন করেছেন। পোশাকটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। পোশাকের কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 22 days ago 

আপনার দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 26 days ago 

খুবই চমৎকার ভাবে একটি রঙিন পোশাকের চিত্র অংকন করেছেন দেখে খুবই ভাল লাগলো খুব সুন্দর হয়েছে আপু আপনার করা অংকন টা।সুন্দর ভাবে প্রতিটি ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 22 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন স্বার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

দারুণ একটি রঙ্গিন পোষাকের চিত্রাংকন করেছেন দিদি।চমৎকার সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যিকারের ড্রেসটি।ধাপে ধাপে ড্রেসটির অঙ্কন পাদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনালে সুন্দর একটি ড্রেস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 22 days ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

 26 days ago 

খুবই সুন্দর ও দক্ষতার সাথে রঙিন পোশাক তৈরি করেছেন। এই রঙিন পোশাকের কালার কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

ধন্যবাদ ভাইয়া।

 26 days ago 

সুন্দর একটি পোশাকের চিত্রাংকন খুবই ভালো লাগলো দেখে। চিত্র অঙ্কনের কালার কম্বিনেশন টা দারুন ছিল। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন তা বুঝতে সুবিধা হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

আপনার সাবলীল মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 26 days ago 

খুবই চমৎকার একটি পোশাকের চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে চিত্রটি। দুর্দান্ত একটি চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 22 days ago 

আপনার প্রশংসাভরা মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

যে কোন কিছুই ব্যবহার না করলে তা নষ্ট হয়ে যায়। এজন্য আপনার কালার কম্বিনেশনটা ভালো হয় নাই। নতুন মোম রং হলে আরো সুন্দর হতো। কিন্তু পোশাকের ডিজাইন টা আমার অনেক বেশি ভালো লেগেছে। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। অংকন করার পদ্ধতি আপনার অনেক বেশি সুন্দর ছিল।

 22 days ago 

আসলেই কোনো কোনো রং ঝলসে গিয়েছে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68401.94
ETH 3807.69
USDT 1.00
SBD 3.52