অবশেষে আমার বাড়ির কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম🏡

in আমার বাংলা ব্লগ9 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আপনারা অনেকেই আমার বাড়ির লুক দেখার অপেক্ষায় ছিলেন।যদিও অনেক ব্যস্ত ছিলাম তারপর সব কিছু গোছাতে সময় লেগেছে তবে এখনও সেরকম গোছানো হয়নি।তবুও অবশেষে বাসার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।আমি গ্রামে ছোট্ট একটা বাড়ি করেছি এটা আপনারা সবাই জানেন।ইচ্ছে ছিল পুরো বাড়ির ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করব। কিন্তু বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি তাই শুধুমাত্র কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।

1000018005.jpg

আমি শুধু ডাইনিং থেকে রুমের ফটোগ্রাফি করেছি।প্রথমে যে ফটোগ্রাফি টি শেয়ার করেছি সেটি হচ্ছে আমার ডাইনিং রুমের। এটা ডাইনিং প্লাস ড্রয়িং বানিয়েছি। এরপর প্রথমে যে রুমের ফটোগ্রাফি শেয়ার করছি সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস রুম। আপনাদের ভাইয়ার অফিস রুমে খুব বেশি ফার্নিচার রাখিনি।কম্পিউটার টেবিল একটি বেড এবং একটি সোফা সেট রেখেছি। এবং পাশের রুমে বড় বড় ফার্নিচার গুলো রেখেছি। যেটা আমাদের মাস্টার বেডরুম।

1000018011.jpg

1000018010.jpg

পাশে আরেকটি বড় রুম আছে সেটাতে মেহমান ছিল তাই আর ফটোগ্রাফি করা হয়নি। আমি মাস্টার বেডরুমে জাজিম রেখেছি আপনারা ফটোগ্রাফিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ছেলে কতটা দুষ্টুমি করে। এত শীতকাল চলছে ও পুরো বাসা জুড়ে খেলাধুলা করে। তাই যাতে ঠান্ডা না লাগে মেঝেতে প্লাস্টিকের বিছানা এবং একটি জাজিম রেখেছি।

1000018007.jpg

1000018006.jpg

1000018008.jpg

1000018009.jpg

আসলে যেহেতু গ্রামের বাড়ি তাই খুব বেশি জমজমা করিনি খুবই সিম্পল রেখেছি। আর রান্নাঘরটা একটু নিজের মত করে গুছিয়ে নিয়েছি যদিও গ্রামের বাড়ি খুব বেশি জিনিসপত্র দিয়ে ভরা। সময় করে একদিন পুরো বাড়ির ভিডিওগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো।আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 8 days ago 

আপু আপনি নতুন বাড়ি করে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন দেখি। আপনার বাড়িটি দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। শীতকালে বাবু ঠান্ডা লাগবে বলে অনেক সুন্দরভাবে প্লাস্টিকের পার্টি ও জাজিম রেখেছেন। ভালো লাগলো আপু আপনার সুন্দর বাড়িটি দেখে ধন্যবাদ।

 5 days ago 

বাবু তো এক জায়গায় বসে থাকে না।ওর যাতে ঠান্ডা না লাগে তাই এই ব্যবস্থা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

যাক আমরাও শেষ পর্যন্ত আপনার বাড়ীটি দেখে নিলাম। খুব ছিমছাম একটি বাড়ী তৈরি করেছেন। বাড়ীর সাজ সজ্জাও দারুন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। রুচি আছে বলতে হয় আপু। ধন্যবাদ আমাদের সাথে আপনার বাড়ীর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 days ago 

বেশ কিছুদিন আগে শুনেছিলাম আপনারা নতুন বাড়ি তৈরি করেছেন। আজকে আপনি খুবই সুন্দর করে আপনার নতুন বাড়ির কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। বাড়িটি বেশ গোছানো এবং সুন্দর।

 5 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটি মন্তব্যের জন্য। বাড়িটি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 8 days ago 

গ্রামের বাড়ি হলেও খুবই চমৎকারভাবে সাজিয়েছেন আপনাদের বাড়িটা। ফটোগ্রাফির মাধ্যমেই যা দেখলাম তাতেই মনে হচ্ছে আউটলুক এবং ভিতর দুটোই চমৎকারভাবে সাজিয়েছেন। প্রার্থনা করছি আপনাদের বাড়ির বাকি কাজটুকুও যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারেন। সেই সাথে আপনার বাড়ির ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম আপু।

 5 days ago 

হ্যাঁ ভাইয়া চেষ্টা করব বাড়ির পুরো কাজ শেষ করে আবারো সম্পূর্ণ বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 9 days ago 

যাক আমরাও শেষ পর্যন্ত আপনার বাড়ীটি দেখে নিলাম। খুব ছিমছাম একটি বাড়ী তৈরি করেছেন। বাড়ীর সাজ সজ্জাও দারুন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। রুচি আছে বলতে হয় আপু। ধন্যবাদ আমাদের সাথে আপনার বাড়ীর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 days ago 

সিম্পল ভাবে সবকিছু সাজিয়ে রাখার চেষ্টা করি আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

আপনার বাড়ির সাজসজ্জা খুব সিম্পল কখনোই নয়। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন সবকিছু তো। শীতের দিন বলে আবার প্লাস্টিকও পেতেছেন। সুন্দর করে গুছিয়ে সবকিছু রাখেন বোঝাই যাচ্ছে৷ আর মনে হয় শুভ ভাই সবকিছু ঘেঁটে দেয়, আর আপনি সেগুলো আবার গুছিয়ে রাখেন। হা হা হা।

 5 days ago 

না ভাইয়া আপনার ভাইয়া ওমন না। আমার থেকে ও আরও বেশি গুছিয়ে রাখে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

আপু আপনার সাজানো গোছানো সংসার দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এরকম সাজানো গোছানো ঘর দেখতেও ভালো লাগে। আপনার নতুন সংসারের প্রত্যেকটা জায়গা অনেক ভালো লেগেছে আপু। বাসাটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। আর অনেক গুছিয়ে রেখেছেন আপনি।

 5 days ago 

চেষ্টা করেছি আপু সবকিছু গুছিয়ে রাখার। আপনার কাছে ভালো লেগেছে যেন আমারও খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 8 days ago 

আপনার বাড়ির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো আপু। আপনার বাড়ির প্রত্যেকটা রুম আর ডেকোরেশন দেখে বুঝাই যাচ্ছে আপনি খুবি গোছালো। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার বাড়ির রুমগুলোর পরিবেশটি। নিশ্চয়ই বাড়িটিও অনেক সুন্দর করে করেছেন।

 5 days ago 

গ্রামে যেহেতু বাড়িটা করেছি তাই অনেকটা জায়গা জুড়ে বাড়িটা। তাইতো সবকিছু একটু সুন্দর করে করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 7 days ago 

হ্যাঁ আপু আমরা সবাই মোটামুটি জানি আপনারা নতুন বাড়ি করেছেন। তবে আপনাদের বাড়ির চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। এবং ঘরে বিভিন্ন ধরনের ফার্নিচারের ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগলো। এবং অপেক্ষা রইলাম আপু পুরো বাড়ির ভিডিও দেখতে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে সত্যি।

 5 days ago 

সময় করে অবশ্যই একদিন ভিডিওগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করব আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।