ইফতার পার্টির কিছু ফটোগ্রাফি 10% লাজুক শেয়াল ও 5% এবিবি স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

সুপ্রিয় "আমার বাংলা ব্লগের" বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।

আজ আমি আপনাদের সাথে আমার আজকের কিছুটা মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এখন রমজান মাস তাই পুরোদমে চলছে বিভিন্ন স্থানে ইফতার পার্টি। প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও ইফতার পার্টির আয়োজন হচ্ছে এবং প্রতিনিয়ত এই ইফতার পার্টির দাওয়াত এ অংশগ্রহণ করতে হচ্ছে। আপনারা সবাই জানেন আমি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। তাই সময় স্বল্পতার দরুন সব সময় ইফতার পার্টিতে যাওয়া হয়ে ওঠে না । আজ আমাদের ব্যাংকের গ্রাহক ব্রাক এনজিওর ইফতার পার্টি ছিল। বিশেষ করে তারা আমাদের কে উদ্দেশ্য করে ইফতার পার্টির আয়োজন করেছিল। তাই তাদের অনুরোধে আজকের ইফতার পার্টিতে যাওয়া মিস করতে পারলাম না।

যথারীতি অফিস শেষ করে আমরা রওনা হলাম ইফতার পার্টিতে যোগদানের উদ্দেশ্যে আজকের এই ইফতার পার্টি ছিল গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী ইউনিয়ন এর স্থানীয় ব্র্যাক অফিসে।

আমরা অফিস শেষ করে প্রায় সাড়ে পাঁচটায় পায়ে হেঁটে চলে যাই গ্রামের ভেতরে থাকা এনজিও ব্রাক এর অফিসে। যেহেতু তাদের ব্যাংক একাউন্ট আমার ব্যাংকে এবং সব লেনদেনগুলো আমাদের মাধ্যমে সম্পন্ন করে সেহেতু আমাদের জন্যই তাদের আজকের এই বিশেষ করে ইফতার পার্টি ছিল। তো যথারীতি আমরা সেখানে পৌছালাম প্রায় ৬ টার সময়। আজকে ইফতারের সময় ছিল ছয়টা বেজে ২৮ মিনিটে। ইফতারের ৫ মিনিট পূর্বে মৌলভী সাহেব মোনাজাতের জন্য হাত তুলেন। আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করি ও মোনাজাত শেষে যথাসময়ে আমরা ইফতার সম্পন্ন করি। ইফতার শেষে তাদের কাছ থেকে বিদায় নিয়ে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ি এবং পরবর্তীতে সবাই নিজ নিজ গৃহে উদ্দেশ্যে চলে আসি।

আসলে এরকম ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে ভালোই লাগে। অনেকের সাথে পরিচিত হওয়া যায় এবং একে অপরের সাথে সম্পর্কের বন্ধন অধিকতর মজবুত হয়। আমরা সবাই জানি যে কাউকে ইফতার করালে রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়। তাই আমরাও চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী যথাসম্ভব অপরকে ইফতার করানোর জন্য । এতে মনে একপ্রকার অন্যরকম আনন্দ ও প্রশান্তি অনুভূত হয়। যাইহোক আজ আর কথা না বাড়িয়ে আজ আমার ইফতার পার্টিতে যোগদানের কিছু ফটোগ্রাফি আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি।

.
IMG_20220424_181951243.jpg

IMG_20220424_182142212_AI.jpg

IMG_20220424_182047694_AI.jpg

IMG_20220424_182037511_AI.jpg

IMG_20220424_182014505_AI.jpg

IMG_20220424_182010291_AI.jpg

IMG_20220424_181923872_AI.jpg

IMG_20220424_181903364_AI.jpg

ইফতার পার্টি এনজিও ব্রাক অফিস , বর্মী শ্রীপুর গাজীপুর

IMG_20220408_163659841_AI.jpg

IMG_20220408_163657893_AI.jpg

IMG_20220408_163654185_AI.jpg

IMG_20220408_154942401_AI.jpg

IMG_20220408_154940122_AI.jpg

ইফতার পার্টিতে যাওয়ার মুহূর্তে গ্রামের কিছু প্রাকৃতিক মনোরম দৃশ্যের ফটোগ্রাফ। লোকেশন: বর্মী শ্রীপুর গাজীপুর

আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হবো ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ এ পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফটোগ্রাফার : @hsiddiqui79 ফটোগ্রাফি স্মার্ট ফোন : SYMPHONY Z30

স্থান: সোর্স

আল্লাহ হাফেজ

আমি @hsiddiqui79 "আমার বাংলা ব্লগের"একজন সদস্য এবং পেশায় একজন ব্যাংকার। সবার একান্ত স্নেহ ও ভালবাসাই আমার কাম্য।

Sort:  
 2 years ago 

ইফতার পার্টির সাথে সাথে সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুন ছিল। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । সম্মিলিতভাবে এভাবে ইফতার করতে সবাই পছন্দ করে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া, ইফতার অনুষ্ঠান ও আশেপাশের পরিবেশ গুলো আকর্ষণীয় ছিল। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য, শুভকামনা রইল ।

 2 years ago 

কাউকে ইফতারি করানোর পর মনের ভিতর যে প্রশান্তি আসে এটা অন্য কোন কাজে কখনো আসেনা, আমি এটি অনেক বার ট্রাই করার পরেই কথাটি বললাম, যাই হোক আপনার ইফতার পার্টি যেনো আল্লাহ তায়ালার কাছে কবুল হয়, সেই ব্যক্তির মনের আশা পুরনো হয়, আপনার ইফতারের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার কথা একদম ঠিক। অনেক ধন্যবাদ এত সুন্দর করে মতামত প্রদর্শনের জন্য আপনার জন্যও দোয়া ও শুভকামনা রইল ।

 2 years ago 

ইফতার পার্টির ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ইফতার পার্টির তুলে ধরেছেন। তবে মেঠোপথের পাশ দিয়ে তালগাছের এই ফটোগ্রাফিগুলো আমার বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আমার ছবিগুলোর প্রশংসা করার জন্য । প্রকৃতপক্ষেই ছবিগুলা এবং দৃশ্যগুলো খুব আকর্ষণীয় ছিল ।

 2 years ago 

সারা মুসলিম জাহান জুড়ে চলছে এখন রমজানের ইমেজ। আর সেই সুন্দর ইমেজ গুলো আজ যে যার মনের মতো করে প্রকাশ করার চেষ্টা করছে। ঠিক তেমনি আপনি আপনাদের সাথে থাকা মানুষগুলো নিয়ে সুন্দর ইফতারের আয়োজন করে, সেই খন আমাদের মধ্যে উপস্থাপন করেছেন ফটোগ্রাফির মধ্য দিয়ে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর পোস্ট পড়ে।

 2 years ago 

জি ভাইয়া, ইফতার পার্টিটি আসলে অনেক আনন্দঘনপূর্ণ ছিল এবং আমরা ইনজয় করেছি খুব । অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য ।

 2 years ago 

আপনার কাটানো ইফতার পার্টি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা। সবাই মিলে একসঙ্গে ইফতার পার্টি করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ইফতার পার্টিতে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। মাঝে মাঝে এরকম সকলের সঙ্গে ইফতার পার্টি করতে অনেক বেশি ভালো লাগে। সেইসাথে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত প্রদর্শনেব জন্য সেই সাথে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ।

 2 years ago 

ইফতার পার্টি শুধুমাত্র একটি আয়োজন।তবে এই আয়োজনের পিছনে সকলের মধ্যে যে সুন্দর সম্পর্ক এবং সুন্দর সময়টা একসাথে কাটানো হয় আমি মনে করি সেটাই সবচেয়ে আসল।আশেপাশের দৃশ্য গুলো সত্যিই দারুণ।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু , আমি যে এলাকায় থাকি সেখানকার গ্রাম্য পরিবেশগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করে । দৃশ্যগুলোও অনেক মনোরম । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ।

 2 years ago 

আসলে পরিচিত মানুষের সাথে ইফতার করার মজাই অন্যরকম ।।দেখে বোঝা যাচ্ছে আপনারা খুবই সুন্দর ভাবে ইফতারে মজা করেছেন এবং সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

জি ভাইয়া, ইফতার পার্টিতে অনেক ইনজয় করেছিলাম বিশেষ করে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি অনেক আকর্ষণীয় ছিল । ধন্যবাদ আপনার মতামতের জন্য ।

 2 years ago 

ইফতারের ৫ মিনিট পূর্বে মৌলভী সাহেব মোনাজাতের জন্য হাত তুলেন।

লম্বা সময় মোনাজাত করলে বেশি সওয়াব পাওয়া যায়। আগে মসজিদে ইফতার করার সময় এমন ভাবে ৫ মিনিট আগে মোনাজাত ধরতাম।
আপনার ইফতার পার্টির বর্ণানা পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন ,ইফতারের আগ মুহূর্তে ইফতার কে সামনে নিয়ে দোয়া আল্লাহর কাছে অতি প্রিয় এবং সাথে সাথে তা কবুল হয় । আমরা সবাই যেন এই সময়টাতে আল্লাহর নিকট প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুণ। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67768.16
ETH 3769.63
USDT 1.00
SBD 3.48