পুজো পরিক্রমা ২০২৪: বালিগঞ্জ সমাজসেবী সংঘ
নমস্কার বন্ধুরা,
বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশনের ঠিক পাশেই সমাজসেবী সংঘ। ২০২৩ সালের পুজো পরিক্রমায় বেরিয়ে প্রথমে সমাজসেবী সংঘে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন যাওয়ার পথ ছিলো অনেকটা ঘুরে। মাত্র ৫০ মিটার পথ ঘুরিয়ে কিলোমিটার খানেক বানানো হয়েছিল। তাই এইবার ভুল করিনি। শুরুতে যাই বালিগঞ্জ কালচারাল, সেখানের বাহির পথের সরু গলি দিয়ে চলে গেলাম সমাজসেবী সংঘের পুজোতে। দক্ষিণ কলকাতার সুপরিচিত পুজো সমিতির অন্যতম হলো বালিগঞ্জ সমাজসেবী সংঘ। প্রতিবছর সৃজনশীল ভাবনা ও সামাজিক বার্তা দিয়ে দর্শকদের টেনে আনে। বিগত বছরের পুজোর থিম ছিলো, দুর্গা পুজোর সাথে জড়িয়ে থাকা অর্থনীতি। ২০২৪ সালে ৭৯-তম বর্ষে পদার্পণ করে তাদের থিম, 'কর্ষণ'।
মানুষ যখন ক্রমশ উন্নতি করে উচ্চতার শিখরে পৌঁছে গিয়ে তখন আমরা কৃষিকাজ থেকে সরে গেছি বহু দূরে। বিশ্বায়নের সাথে পাল্লা দিয়ে মাটি থেকে সরে এখন আমাদের জায়গা হয়েছে বড়ো বড়ো বহুতলের শীতলতায়। যুগের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা মাটির সাথে সর্ম্পক ভেঙে ফেলেছি, যদিও কৃষিই হলো আমাদের সভ্যতার প্রাণ। বস্তুসুখের লোভে চাষবাসের সাথে বাড়িয়ে ফেলা দূরত্ব ঘুচিয়ে ফের ভূমির সাথে সর্ম্পক গড়ে তুলতে হবে। কারণ কৃষি কাজ হলো সভ্যতার রসদ। আর কর্ষণ হলো রসদের পাথেয়।
সমাজসেবী সংঘের মূল ভাবনা, মানব সভ্যতার জন্য কৃষিকাজের গুরুত্ব তুলে ধরা। থিমের সাথে সামঞ্জস্য রেখে পুরো পুজোর মণ্ডপ সবুজ ধান ক্ষেতের আদলে তৈরি করা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী লাঙল জায়গা পেয়েছে মন্ডপের ঢোকার মুখেই। মণ্ডপের দেওয়ালে কৃষিকাজের সাথে জড়িয়ে থাকা নামান জিনিস দিয়ে কৃষিকাজের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। কৃষকদের জীবনযাত্রা, তাদের সংগ্রাম ও শোষণের সব দিককেই মন্ডপের বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপে সুন্দর আলোকসজ্জার মণ্ডপ সজ্জা দারুন ভাবে ফুটে উঠেছে।
কৃষি আর দুর্গা পূজার মধ্যে এক সুন্দর মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্যে সমাজসেবী সংঘের ভাবনা কর্ষণ। প্রকৃতি মাতৃকা রূপে গড়ে তোলা হয়েছে মাতৃ-বিগ্রহ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS












Upvoted! Thank you for supporting witness @jswit.