আমার লেখা কবিতা // মাহে রমজানের ভালোবাসা।।

in আমার বাংলা ব্লগ10 months ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝

আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20250305_120936~2.jpg

***আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে রমজানের আনন্দময় মুহূর্ত নিয়ে একটি কবিতা লিখে শেয়ার করলাম। আসলে রমজানের এই মুহূর্তগুলো আমাদের মাঝে এসেছে একটি বছর পরে। এই রমজানের মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের, পরিবারের সবার মাঝে আনন্দ দেখা দেয়। আর এই রমজানের শেষে ঈদের জন্য সকলেই ব্যস্ত থাকে কেনাকাটা করতে, পরিবারের সবার জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। তাইতো আমি পরিবারের সবার জন্য কেনাকাটার অনুভূতি এবং মাহে রমজানের অনুভূতি নিয়ে লিখেছি এই কবিতাটি। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

মাহে রমজানের ভালোবাসা
মোঃ মাহফুজুর রহমান


মাহে রমজানের ভালবাসা,
ছড়িয়ে পড়েছে।
চারি দিকে তাই তো,
আজ আনন্দের জোয়ার উঠেছে।

এই মাহে রমজানকে কেন্দ্র করে,
সকলেই একসাথে খাবার খাই,
মোরা আজানের তালে তালে।
মাহে রমজানের আনন্দ,
আজ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

সবাই এখন মার্কেটে দিকে,
ভির জমিয়েছে।
কেনাকাটায় ব্যস্ত সবাই,
পরিবারের মুখে হাসি ফুঁটেছে।

পরিবারের সবার মাঝে,
নতুন কাপড়ের আনন্দ,
দেখলেই লাগে ভালো।
তাইতো আমি মার্কেট করি,
আনন্দের সাথে আরো।

মাহে রমজানের আনন্দেকে,
আগলে রেখেছি সবার মাঝে।
ভালোবাসার এই মাহে রমজান,
মাস এসেছে আমাদের মাঝে।

তাই তো মোরা আনন্দের সাথে,
বরণ করে নিয়েছি হাসিমুখে।
সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে,
ঈদের নামাজ পড়বো মোরা রমজানেরই শেষে।

সবাই মিলে আনন্দের সাথে,
মাহে রমজানের ভালোবাসা,
ছড়িয়ে দেবো আমরা,
এই ভুবন মাঝে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

মাহে রমজানের ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

রমজানের অনেক সুন্দর অনুভূতি গুলোকে আপনি এই কবিতার মাধ্যমে তুলে ধরলেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা আজকের কবিতাটা পড়তে। খুব সুন্দর একটা টপিক নিয়ে লেখা হয়েছে পুরো কবিতা। রমজান মাস রহমতের মাস। কেনাকাটার মুহূর্তটাও অনেক সুন্দর করে তুলে ধরলেন কবিতা মধ্যে।

 9 months ago 

রমজান মাস পবিত্র এবং বরকত পূর্ণ মাস। রমজান মাস উপলক্ষে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। এ ধরনের কবিতাগুলো পড়তে খুবই ভালো। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন লাইনগুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 9 months ago 

সবার মনে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে কখন আমরা বছর পেরিয়ে আবার রমজান মাস পাবো। কারণ রমজান মাস আমাদের জন্য খুবই আনন্দের মাস ফজিলতের মাস। আমরা চেষ্টা করি রমজান মাসে এবাদতে নিজেদেরকে মগ্ন রাখার জন্য। সুন্দর কবিতা লিখলেন পড়ে খুবই ভালো লেগেছে।

 9 months ago 

ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। মাহে রমজানের ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। রমজান একটি বছর পর আসে সবার জীবনে। আর আপনি কিনা কাটা এবং রমজান নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ কবিতাটি উপস্থাপনা করার জন্য।

 9 months ago 

আপনার কবিতাটি সত্যিই অনেক সুন্দর। মাহে রমজানের আনন্দ, একতা, এবং ভালোবাসার কথা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষত, ঈদের প্রস্তুতি ও পরিবারে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার যে অনুভূতি আপনি ব্যাখ্যা করেছেন, তা খুবই হৃদয়স্পর্শী। একসাথে খাবার খাওয়ার মুহূর্ত থেকে শুরু করে ঈদের নামাজে অংশগ্রহণের সেই শুভ অনুভূতিটুকু খুবই প্রীতিকর। আপনার কবিতাটি রমজানের প্রকৃত সৌন্দর্য এবং আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে, তা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এই সুন্দর অনুভূতিগুলো আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক।