DIY-(এসো নিজে করি)// সুপার ক্লে দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং লাইট তৈরি ।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা,প্রতিদিনের মতো আপনাদের সবার মাঝে হাজির হলাম নতুন আরো একটি পোস্ট নিয়ে । আজকে যে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলাম সুপার ক্লে দিয়ে। গতকাল অফিস থেকে এসে সুপার ক্লে দিয়ে একটি হ্যাঙ্গিং লাইট তৈরি করেছিলাম। কিন্তুু ভিতরে থাকা বেলুনটি হঠাৎ ফেটে যায়। যার ফলে আমার হ্যাঙ্গিং লাইটটি নষ্ট হয়ে যায়। তখন আমার কাছে থাকা একটি অণু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। এবং সেই রাতেই পুনরায় আবার হ্যাঙ্গিং লাইট টি তৈরি করে ফেলি। এবং আজকে অফিস থেকে এসে বাকি কাজটুকু করে এই হ্যাঙ্গিং লাইটটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দ্বিতীয়বারের মতো তৈরি করে, আপনাদের মাঝে এই হ্যাঙ্গিং লাইটটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই হ্যাঙ্গিং লাইটটি দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক সুপার ক্লে দিয়ে কিভাবে আমি হ্যাঙ্গিং লাইটটি তৈরি করেছিলাম।
সুপার ক্লে দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং লাইট কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। সুপার ক্লে।
২। ক্লে টুলস ।
৩। এলইডি লাইট ।
৪। গাম।
৫। বেলুন।
প্রথমে আমি ১০ টি কালারের ক্লে নিয়ে নিলাম এবং সবগুলো ক্লে একই পরিমাপের জন্য ওয়ান পয়েন্ট টু গ্রামের মাপনি ব্যবহার করে ভাগ ভাগ করে নিলাম। এখানে শুধু একটি ক্লে ব্যবহার করা হয়েছে আপনাদের বোঝানোর জন্য। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার পরিমাপ করে রাখা প্রত্যেক টুকরো ক্লে প্রথমে লম্বা করে নিলাম। পরে গোলাকার করে রিং তৈরি করে নিলাম । যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার একটি বেলুন ফুলিয়ে নিলাম। এবং সুপার ক্লে দিয়ে তৈরি করা রিংগুলো বেলুনের উপরে গাম দিয়ে একটার সাথে আরেকটি লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার একে একে সমস্ত রিংগুলো লাগিয়ে সবার উপরে একটি বড় রিং লাগিয়ে দিলাম। এবং বড় রিংয়ের নিচের দিকে গ্যাপ গুলো আরো কিছু ছোট রিং লাগিয়ে গ্যাপগুলো পূরণ করে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
এরপর বেলুনে থাকা অবস্থায় ছয় ঘন্টা শুকিয়ে নিয়েছিলাম। এবং ছয় ঘন্টা পরে দেখি গামগুলো শুকিয়ে শক্ত হয়ে গেছে। যখন ক্লেগুলো শক্ত হয়ে গেছে তখন বেলুন থেকে আস্তে আস্তে করে হাওয়া গুলো ছেড়ে দিলাম। এবং হ্যাঙ্গিং লাইট টি তৈরি করে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে ঝুলিয়ে রাখার জন্য কিছু সুতা লাগিয়ে দিলাম। হ্যাঙ্গিং লাইট এর ভিতরে আলোকিত করে রাখার জন্য কিছু এলইডি বাল্বের তার ছড়িয়ে দিলাম। এবং সুইচ এর সাহায্যে লাইট গুলো জ্বালিয়ে দিলাম।আর এর মাধ্যমেই সুপার ক্লে দিয়ে হ্যাঙ্গিং লাইট তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে দ্বিতীয়বারের মতো হ্যাঙ্গিং লাইটটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। যদিও এই হ্যাঙ্গিং লাইটটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। আমি আশা নয় বিশ্বাস করি এই হ্যাঙ্গিং লাইটটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
ক্লে দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন, দেখতে খুব সুন্দর লাগে। আজ ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা এই হ্যাঙ্গিং লাইট টাও দেখতে সুন্দর লাগছে। প্রথমে আমি মনে করেছিলাম আপনি হয়তো হ্যাঙ্গিং লাইট এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু পরে বুঝতে পারলাম এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন।
জি ভাই এটা আপনি একদম ঠিক বলেছেন ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়। যাইহোক অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
https://x.com/mahfuzur888/status/1851668300566327467?t=rN--aQTZh9gWa5r6z_PnIg&s=19
সুপার ক্লে দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং লাইট তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা হ্যাঙ্গিং লাইট টি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার হ্যাঙ্গিং লাইটটি তৈরি করার সার্থকতা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
হ্যাঙ্গিং লাইট তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার ডাই পোস্ট গুলো যত দেখি ততই ভালো লাগে।
আমার হ্যাঙ্গিং লাইটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার হ্যাঙ্গিং লাইট তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
দুর্দান্ত, মুগ্ধ হয়ে গেলাম ভাই ক্লে দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং লাইট তৈরি করেছেন।একদম ১০০ তে ১০০। দেখতে অসাধারণ হয়েছে। আপনার ঘরের সুন্দর্য আরো অনেক বৃদ্ধি করেছে।ক্লে দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং লাইট তৈরি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
সুপার ক্লে দিয়ে তৈরি করা হ্যাঙ্গিং লাইটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার অনেক ভালো লাগলো।আর এটাই আমার হ্যাঙ্গিং লাইটটি তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
আপনার আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনার আইডিয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আপনি ক্লে ব্যবহার করে দারুণ একটা হ্যাঙ্গিং লাইট তৈরি করেছেন। বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করায়, এই হ্যাঙ্গিং লাইট দেখতে বেশি সুন্দর লাগছে। খুবই দুর্দান্তভাবে তৈরি করেছেন এটি। এটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।
আমার হ্যাঙ্গিং লাইট তৈরি করার আইডিয়া আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর ভাবে হ্যাঙ্গিং লাইক তৈরি করে দেখিয়েছেন ক্লে দিয়ে। অনেক অনেক ভালো লাগলো আপনার এই দক্ষতা দেখে। বেশি দারুণ দক্ষতা নিয়ে আপনি তৈরি করেছেন এটা। তাই বেশ ভালো লাগলো দেখতে।
আমার সম্পূর্ণ্য পোস্টটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে খুবই চমৎকার হ্যাঙ্গিং লাইট তৈরি করেছেন ভাইয়া। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ছোট ছোট মাথার ব্যান্ড দিয়ে এগুলো তৈরি করেছেন। পরে দেখলাম যে ক্লে দিয়ে তৈরি করেছেন। অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে। প্রথম দিন ব্যর্থ হওয়ার পরও দ্বিতীয় দিন আবার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। সবশেষে কিন্তু অসম্ভব ভালো লাগছে দেখতে।
জি আপু আপনি একদম ঠিক বলেছেন আপনার মত অনেকেই এরকম বলেছিল যে মাথার ব্যান্ড দিয়ে এই হ্যাঙ্গিং লাইট তৈরি করেছিলাম। যাইহোক আপু অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই হ্যাঙ্গিং লাইট টা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তবে এটা দেখে আমার কাছে খুবই ঝামেলার মনে হয়েছে তাই আমি এটা তৈরি করার চেষ্টা করিনি। আপনি অনেক ধৈর্য সহকারে এটা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দারুন হয়েছে এই হ্যাঙ্গিং লাইট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। মুগ্ধ হয়ে গেলাম আপনার এই কাজ দেখে।
সুপার ক্লে দিয়ে তৈরি এই হ্যাঙ্গিং লাইটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত্য সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।