হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করা শেয়ার করব ।ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে ।আজকে যখন সন্ধ্যা বেলায় আমি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে বসেছিলাম, মনে হয়েছিল খুব তাড়াতাড়ি ওয়ালমেটটি তৈরি করে ফেলব। কিন্তু যখন আমি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করছিলাম তখন দেখলাম ওয়ালমেটটি তৈরি করতে আসলেই অনেক সময় লাগলো ।ওয়ালমেট তৈরি করতে আমি তিনটি কালারের ক্লে ব্যবহার করেছি। একটা সবুজ, হালকা গোলাপি ও পেস্ট কালার। এই তিনটা কালার আমার অনেক ভালো লাগে ।তাই এই তিনটা কালার দিয়ে আমি ওয়ালমেট তৈরি করেছি ।তৈরি করার পর আমার অনেক ভালো লাগছিল। এমন ধরনের ওয়ালমেট ঘড়ের সাথে লাগিয়ে থুলে দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছি।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | সবুজ কালারের ক্লে | এক প্যাকেট |
২ | গোলাপি কালারের ক্লে | এক প্যাকেট |
৩ | পেস্ট কালারের ক্লে | এক প্যাকেট |
৪ | কার্ড | একটি |
৫ | গাম আঠা | পরিমাণমতো |
৬ | কালার পেপার | একটি |
৭ | কালার পেন | একটি |
| |
প্রথমে আমি তিন প্যাকেট ক্লে নিয়ে নিয়েছি ।তিন প্যাকেট ক্লে নেওয়া পর আমি টিয়া কালারের কালার পেপার নিয়ে একটা কার্ডের ওপর গাম আঠা দিয়ে অনেক সুন্দরভাবে লাগিয়ে নিব ।লাগানো হয়ে গেলে চারদিক অনেক সুন্দর ভাবে সাইজ করে কেটে নিব ।আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে সাইজ করে কেটে নিবেন।
| |
এবার আমি পেস্ট কালার ক্লে নিয়ে নিব ।নেওয়া হয়ে গেলে ক্লেটি আমি সমানভাবে পাঁচটা ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেলে তার ভেতর থেকে একটা ক্লে হাতের তালুর সাহায্যে চাপ দিব। চাপ দেয়া হয়ে গেলে অল্প একটু হালকা গোলাপি রঙের ক্লে দিয়ে দিব দিয়ে আবারো নখ দিয়ে চাপ দিব যাতে দেখতে কিছুটা রুটির মতো মনে হয়।
| |
নখ দিয়ে চাপ দেওয়ার পর যখন রুটির মতো দেখতে হবে তখন আমি দুই দিক থেকে ক্লে গুছিয়ে নিব ।যাতে দেখতে ফুলের পাপড়ির মতো লাগে ।যখন অনেকগুলো ফুলের পাপড়ি তৈরি করা হয়ে যাবে তখন আমি সব পাপড়িগুলো একসঙ্গে লাগিয়ে ফুল বানিয়ে নব এবং মাঝখানে অল্প একটু হালকা গোলাপি রঙের ক্লে দিয়ে তার ওপর কালার পেন দিয়ে কালি করে নিব যাতে দেখতে অনেক সুন্দর লাগে ।
| |
আবারো আমি পেস্ট কালারের ক্লে নিয়ে নিব । নিয়ে সমানভাবে ছোট ছোট করে কেটে নিব ।কাটা হয়ে গেলে আবার রুটির মতো করে ফুলের পাপড়ি তৈরি করে নিব ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ।
| |
ফুলের পাপড়ি তৈরি করা হয়ে গেলে আবারো আমি পাপড়িগুলো একসঙ্গে গুছিয়ে ফুল তৈরি করে নিব। তারপর আবারো তিনটি পাপড়ি তৈরি করে নিয়ে একসঙ্গে ফুল তৈরি করে নিব ।তার মাঝখানে গোলাপী কালারের ক্লে বসিয়ে একটু কলি মতো তৈরি করে নিব
ফুলগুলো তৈরি করা হয়ে গেলে আবারো আমি সবুজ কালারের ক্লে দিয়ে ফুলের ডান্টি তৈরি করে নিব। ডানটি তৈরি করা হয়ে গেলে ফুলের পাতা তৈরি করে নিব । পাতা তৈরি করা হয়ে গেলে সবুজ কালারের কালার পেন দিয়ে আমি পাতার উপর কালি করে নিয়েছি যাতে দেখতে অনেক ভালো লাগে ।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আশা করি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | vivo y 12a |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
দিনে দিনে ক্লে দিয়ে অনেকেই অনেক কিছু তৈরি করছেন আমাদের কমিউনিটিতে।আসলে এটি দিয়ে তৈরির পর একদম বাস্তবের মতো ফুটে ওঠে।তেমনি আপনার ফুলগুলিও সুন্দর হয়েছে, তবে মাঝে আরো দুই একটি পাতা যুক্ত করলে আরো সুন্দর হতো দেখতে।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বাস্তবের মতো ফুটে ওঠে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ক্লে দিয়ে দেখছি সবাই চমৎকার সব পোস্ট উপহার দিয়ে যাচ্ছেন। এধরনের পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ফুল গুলো চমৎকার ফুটে উঠেছে। কালার কম্বিনেশন দারুন ছিলো ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া ক্লে ব্যবহার করে আসলেই অনেক সুন্দর কিছু জিনিস তৈরি করা যায়।
ক্লে ব্যবহার করে তৈরি করা জিনিসগুলো দেখতে অসাধারণ লাগে। আজ আপনি ক্লে দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের কালার গুলো দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। বিস্তারিতভাবে প্রত্যেকটি ধাপ বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেচে বেচে এই তিনটে কালার চয়েজ করে আমি ওয়ালমেট তৈরি করেছি আপু।
আমাদের কমিউনিটির চমৎকার এবং জনপ্রিয় পোস্ট হচ্ছে এই ক্লে দিয়ে বানানো ওভালমেট বা অন্য কিছু। আপনিও বেশ চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন। ফুলের রংটা বেশ সুন্দর লাগছে। সবুজের উপর নীলসাদা আশা করি দেওয়ালে লাগালে বেশ ভালো লাগবে।
ঠিক বলেছেন আপু আমাদের কমিউনিটিতে চমৎকার এবং জনপ্রিয় পোস্ট হচ্ছে ক্লে দিয়ে ওয়ালমেট বা অন্য কিছু ।এগুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ওয়ালমেট তৈরি করলেন। ধাপে ধাপে দেখতে পেয়ে শিখে নিলাম।
জি ভাইয়া ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই ওয়ালমেটটি তৈরি করতে পারবেন।
ক্লে ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে আমার কাছে খুবই সুন্দর লাগে দেখতে। আপনি খুব চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে নীল এবং সাদা রংয়ের কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। এই কারণে ফুলগুলো আকর্ষণীয় লাগছে দেখতে। সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
নীল এবং হালকা গোলাপী কালার দুটাই অনেক বেশি ভালো লাগছিল ।তাই এই দুইটি কালার আমি চয়েজ করেছি আপু।
বাহ বেশ সুন্দর লাগছে তো। বেশ দারুণ তৈরি করেছেন। ক্লে দিয়ে ওয়ালমেট টা চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আরে বাহ্ আপনি তো দেখছি ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা এই ওয়ালমেট পুরোটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। নিশ্চয়ই অনেক সময় ব্যবহার করে ওয়ালমেটটি আপনি তৈরি করেছেন। এটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
জি আপু ওয়ালমেট তৈরি করতে আসলেই অনেক সময় লেগেছে।
যেকোনো কাজ দেখলে খুব সহজ মনে হয়। কিন্তু করতে গেলে বোঝা যায় আসলে কতটা কঠিন। ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলগুলো দুই কালারের দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ডটা অবশ্য অন্য কালার হলে আরো বেশি ফুটতো মনে হয়। যাই হোক ভালো লাগলো আপনার ওয়ালমেটটি দেখে।
জি আপু দুই কালারের ক্লে দেওয়ার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে।