DIY-রঙিন কাগজ দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু তৈরি করি। আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি:

IMG_20241229_144229.jpg
Device-OPPO-A15


ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন নতুন ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে ছোট ছোট ওয়ালমেট তৈরি করতে বেশি ভালো লাগে। ওয়ালমেট তৈরি করে যখন ঘরে সাজিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে চেষ্টা করি নতুন ধরনের ওয়ালমেট তৈরি করার। আজকে হঠাৎ করেই মনে হলো নতুন কিছু করি। আর সেই ভাবনা থেকেই সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। কাগজ দিয়ে ফুল পাতার নকশা তৈরি করেছি আর সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছি। আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20241229120658.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241229120809.jpg
Device-OPPO-A15
IMG20241229120921.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কাগজ সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। এরপর অন্যান্য কাগজ প্রস্তুত করেছি। এবার সুন্দর করে একটি ফুলদানির মত তৈরি করেছি।


ধাপ-২

IMG20241229121021.jpg
Device-OPPO-A15
IMG20241229121030.jpg
Device-OPPO-A15


এবার ফুলদানির অংশটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর কলম দিয়ে কিছু নকশা করে নিয়েছি।


ধাপ-৩

IMG20241229121120.jpg
Device-OPPO-A15
IMG20241229121134.jpg
Device-OPPO-A15


এবার কিছু ফুল তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। আর ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241229121210.jpg
Device-OPPO-A15
IMG20241229121531.jpg
Device-OPPO-A15


এভাবে বিভিন্ন রকমের কাগজের মাধ্যমে ফুল তৈরি করেছি। আর সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৫

IMG20241229121612.jpg
Device-OPPO-A15
IMG20241229121802.jpg
Device-OPPO-A15


এবার ফুলের সাথে আরো কিছু পাতা তৈরি করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20241229121830.jpg
Device-OPPO-A15
IMG20241229121918.jpg
Device-OPPO-A15


এবার ফুল পাতার ডেকোরেশন সুন্দর করে করার চেষ্টা করেছি আর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20241229122006.jpg
Device-OPPO-A15


বিভিন্ন অংশের ডিজাইন করার চেষ্টা করেছি এবং ওয়ালমেট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241229_122627.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি সিম্পল ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। সিম্পল ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20241227_064108.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 25 days ago 

IMG_20241229_162904.jpg

IMG_20241229_162919.jpg

IMG_20241229_162926.jpg
IMG_20241229_163123.jpg

 25 days ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছেন। এবং তৈরির ধাপ সমূহ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন৷ তবে পাতা গুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

 24 days ago 

মাঝে মাঝে কাগজের ব্যবহার করে ওয়ালমেট তৈরি করি। আর এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। তাই তো ওয়ালমেট তৈরির পদ্ধতি উপস্থাপন করেছি ভাইয়া।

 25 days ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজ আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই । যেটা নিজের দক্ষতার অনেক বড় পরিচয়। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 24 days ago 

বিভিন্ন রকমের কাগজ দিয়ে সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে আর প্রশংসা করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 25 days ago 

আপনি আজকের রঙিন কাগজে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। রঙিন কাগজের এসব ওয়ালমেট গুলো ঘরে রাখলে দেখতে চমৎকার লাগে। প্রতিটিতে আবার অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 24 days ago 

ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে আমি সুন্দর ওয়ালমেট তৈরি করেছি ভাইয়া।

 25 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে কাগজগুলোকে ছোট ছোট করে কেটে আলাদা আলাদা রঙের অনেকগুলো ফুল তৈরি করেছেন যেটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 24 days ago 

কাগজ ছোট ছোট করে কেটে ফুলের নকশাগুলো করেছি আর ওয়ালমেট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 25 days ago 

রঙিন কাগজের ওয়ালমেট এর তুলনা হয় না। আপনার ওয়ালমেট তৈরি দেখে অনেক ভালো লাগলো। ওয়ালমেট এর কালারটা দারুণ হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের ওয়ালমেট এর তুলনা হয়না। এই ওয়ালমেট গুলো দেখতে ভালো লাগে। তাই মাঝে মাঝে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

সিম্পল জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আপনি সিম্পল ওয়ালমেট করেছেন রঙিন কাগজ দিয়ে। আর রঙিন কাগজের দিয়ে তৈরি যে কোন জিনিসই খুব সুন্দর হয়। আর সিম্পল জিনিসগুলো একটু বেশি সুন্দর হয় কাগজের ওয়ালমেটটি হয়েছে।

 24 days ago 

এটা ঠিক বলেছেন আপু সিম্পল জিনিস গুলো দেখতে বেশি ভালো লাগে। তাই সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 25 days ago 

বাহ্ আপু চমৎকার একটি সিম্পল ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি সিম্পল ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 24 days ago 

ওয়ালমেট তৈরির পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে আর সুন্দর মন্তব্য করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 25 days ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার ধাপ গুলো দেখে শিখে নিলাম।

 24 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। তাই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।