DIY-ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সবার ভালো লাগবে।
ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি:
ক্লে ব্যবহার করে কোনোকিছু তৈরি করে সবাই বিভিন্ন রকমের পোস্ট প্রতিনিয়ত শেয়ার করে চলেছেন। তাই আমিও ভাবলাম একটি ওয়ালমেট তৈরি করি। হঠাৎ করে মনে হলো যদি আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করি তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তাই আমি সেই ভাবনা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করেছি। আর একটু ডেকোরেশন করার জন্য ক্লে ব্যবহার করেছি। ক্লে দিয়ে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খুব সহজেই তৈরি করা যায়। আর সুন্দর এই ওয়ালমেট তৈরি করতেও আমার অনেক ভালো লেগেছিল। কিছুটা সময় নিয়ে কাজ করতে হয়েছে। তবে দেখতে বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. ক্লে।
৩. কলম।
ধাপ সমূহ:
ধাপ-১
এই ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। এবার কলম দিয়ে লিখে নেওয়ার চেষ্টা।
ধাপ-২
আমার বাংলা ব্লগ লিখাটি সুন্দর করে লিখে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৩
এবার ক্লে দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সবুজ ক্লেগুলো প্রথমে ব্যবহার করেছি।
ধাপ-৪
সুন্দর করে পাতা তৈরি করেছি যাতে করে দেখতে ভালো লাগে। এবার ডেকোরেশনটা আরো সুন্দর করার জন্য বিভিন্ন কালারের ক্লে গোল গোল করে দিয়েছি।
ধাপ-৫
এবার ফুলের ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ফুলের ডিজাইন দেখতে ভালো লাগে।
ধাপ-৬
এবার সুন্দর করে ফুলগুলো উপস্থাপনের জন্য কাজ করে নিয়েছি যাতে করে ফুলের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়।
ধাপ-৭
বিভিন্ন অংশের কাজ করেছি আর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:
আমার বাংলা ব্লগের এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে আর সবার মাঝে উপস্থাপন করতে পেরে আরো বেশি ভালো লাগছে। এই ধরনের হাতের কাজগুলো করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে শেয়ার করতেও ভালো লাগে। আমি অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। সত্যি প্রতিনিয়ত আপনার ইউনিক কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই এই সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
https://x.com/Monira93732137/status/1853983274160493005?t=7ayB2z-UOhJr0Xy5dULObg&s=19
অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে অনেক সুন্দর একটি আইডিয়া নিয়ে ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এবং আপনার হাতের তৈরি ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেটটির কালার কম্বিনেশনটাও অনেক ভালো ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সময় নিয়ে সবকিছু করতে হয় ভাইয়া। তাহলে দেখতে ভালো লাগে। আমি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।
ক্লে দিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। আমার বাংলা ব্লগের এই ওয়ালমেট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। নিশ্চয়ই অনেক সময়ের প্রয়োজন হয়েছিল পুরোটা করতে। লেখাটা আপনি অনেক সুন্দর করে লিখেছেন, যা আরো বেশি ভালো লাগছিল। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালেও সুন্দর লাগবে দেখতে।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। সময় নিয়ে কাজ করার চেষ্টা করেছি।
আমায়ার বাংলা ব্লগকে ঘিরে আপনার হাতের কাজ অপূর্ব লাগল। ক্লে দিয়ে কত সহজেই আপনি চমৎকার দেখতে এই ওয়ালমেটটি বানিয়েছেন৷ রংগুলো দারুণ চয়েস করেছেন৷ বেশ উজ্জ্বল লাগছে দেখতে৷
আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে অপূর্ব লেগেছে জেনে খুবই ভালো লাগলো। সহজ পদ্ধতিতে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।
ক্লে দিয়ে কত সুন্দর আমার বাংলা ব্লগের নাম লিখে একটি ওয়ালমেট তৈরি করলেন আপু৷ ভীষণ সুন্দর ও অভিনব চিন্তাভাবনার প্রকাশ ফুটে উঠলো৷ সমগ্র কাজটির সুখ্যাতি করতেই হয়৷ অসাধারণ একটি হাতের কাজ বানিয়ে শেয়ার করলেন আমাদের সঙ্গে।
সুন্দর কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি নিজের মতো করে এই ওয়ালমেট তৈরি করেছি ভাইয়া।
আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।ডাইকেলে দিয়ে আমার বাংলা ব্লগের দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন ভীষণ সুন্দর হয়েছে। কে দিয়ে আমি তো কোন কিছু তৈরি করতেই পারি না। খুব দক্ষতার সাথে আপনি জিনিসটি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার তৈরি করা এই ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
কাগজ এবং ক্লে দিয়ে এককথায় দুর্দান্ত একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আমার বাংলা ব্লগের ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ডিজাইনগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাগজ এবং ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে ভাইয়া।
ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি দেখে খুবই ভালো লাগলো। এখল দেখছি সবাই ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। পাতার ডিজাইন ও কালার কম্বিনেশন ভীষণ ভালো লেগেছে আপু। সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।
ক্লে দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি করলেন। ধাপে ধাপে দেখতে পেয়ে শিখে নিলাম।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লেগেছে। আপনি দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।