ফটোগ্রাফি-কয়েকটি ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তবে বর্তমানে ব্যস্ততার কারণে বাহিরে যাওয়ার সময় কিংবা সুযোগ কোনটাই হয়ে উঠছেনা। তাই আমার গাছের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। কিছু কিছু ফুল অবশ্য বাহিরের ছিল। তবে বেশিরভাগ গুলোই আমার গাছের। আশা করছি আমার শেয়ার করার ফটোগ্রাফি সবার ভালো লাগবে।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি:
Location
সুন্দর কোন কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আপনারা হয়তো অনেকেই জানেন সাদা গোলাপ আমার ভীষণ প্রিয়। সাদা গোলাপের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ছোটবেলা থেকে কেন জানি সাদা গোলাপের প্রতি আমার অন্য রকমের ভালো কাজ করে। আর সুন্দর সাদা গোলাপ যদি নিজের গাছের হয় তাহলে তো কথাই নেই। আপনাদের হয়তো এর আগেও বলেছিলাম আমার সাদা গোলাপের গাছ আছে। আর এই সাদা গোলাপের একপাশে সাদা গোলাপ ফুল ফোটে অন্য পাশে লাল গোলাপ ফুল ফোটে।
Location
Location
এর আগেও আপনাদের মাঝে রেইন লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। এই ফুলগুলো আমার ভীষণ প্রিয়। একটি বছর অপেক্ষার পর যখন গাছে ফুল আসতে শুরু করে তখন খুবই ভালো লাগে। সেই ফুলের গাছগুলো আমি প্রায় দু বছর আগে রোপন করেছিলাম। সারা বছর ফুলের দেখা না পেলেও বর্ষাকালে এই ফুল নিজের সৌন্দর্য বিলিয়ে দিতে আমাদের মাঝে হাজির হয়। আর আমিও সুযোগ পেয়ে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। এছাড়া এই ফুলগুলো আমার ভীষণ প্রিয়। আর ফুলের সৌন্দর্য আমার অনেক ভালো লাগে।
Location
আমার গোলাপ গাছের লাল গোলাপের সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল। মজার ব্যাপার হলো একই গাছে যখন দুই রকমের ফুল ফোটে তখন দেখতে অনেক ভালো লাগে। ব্যাপারটি আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই সিক্রেটটি হলো এখানে সাদা গোলাপ এবং লাল গোলাপ দুটো গাছের ডাল একসাথে রোপন করা হয়েছিল। আমি যখন নার্সারি থেকে এই গাছটি কিনে এনেছিলাম তখনই এই বিষয়টা জানতে পেরেছিলাম। যেহেতু লাল গোলাপ এবং সাদা গোলাপ দুটো গাছের চারা একই প্যাকেটে রোপন করা হয়েছিল তাই এই দুটো গাছ একসাথে হয়ে গেছে। আর দুই ডালে দুই রকমের ফুল ফুটতে দেখা যায়।
Location
পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে যখন ফোনের গ্যালারি দেখছিলাম তখন হঠাৎ করে এই সুন্দর ফটোগ্রাফি সামনে চলে এলো। আর ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই ফটোগ্রাফি বেশ কিছুদিন আগে করা হয়েছিল। আসলে অনেকদিন থেকে বাইরে কোথাও সেভাবে যাওয়ার সুযোগ হয় না। বেশ কিছুদিন আগে যখন বাহিরে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি করা হয়েছিল। এর আগে এরকম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আর সুন্দর এই ফটোগ্রাফি আজকে নতুন ভাবে আবারো উপস্থাপন করলাম।
Location
হালকা গোলাপি রঙের এই ফুলের কলিটা দেখতে সুন্দর লাগছিল। এটাও আমার গাছের গোলাপ। যখন নিজের কাছে ফুল ফুটতে দেখি তখন খুবই ভালো লাগে। আর ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সেই সৌন্দর্য দেখে মনে হয় যেন মনের সব কষ্ট গুলো বিলীন হয়ে গেছে। মনের সব কষ্টের মাঝেও যখন একটুখানি প্রশান্তি খুঁজে নিতে ফুল গাছগুলোর যত্ন করি তখন সত্যি অনেক ভালো লাগে। আর যত্নের পর যখন সুন্দর ফুল ফোটে তখন মন আনন্দে নেচে ওঠে। আর নিজের কাছেও অনেক ভালো লাগে।
Location
ওয়ালের পাশ দিয়ে বেড়ে ওঠা এই সুন্দর ফুল গাছটি দেখেই তো বেশ ভালো লেগেছিল। সম্ভবত এটা তেলা কচু নামক গাছের ফুল। নামটা আমি খুব ভালোভাবে বলতে পারছি না। তবে সাদা রঙের এই সুন্দর ফুলটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সাদা যে কোনো ফুল দেখলে আমার ভালো লাগে। আমি সুন্দর এই ফুল দেখে হাতে তুলে নিয়েছিলাম। অপরূপ সৌন্দর্য ভরা এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আপনারা যেই ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে বেশিরভাগ ফুল আমার নিজের গাছের। আপনারা হয়তো অনেকেই জানেন বাগান করা আমার খুবই শখের কাজ। আর নিজের গাছের ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমি অনেক ভালোবাসি। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট মুগ্ধ হয়েছি। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। গোলাপ ফুল কয়েক কালারের হওয়াতে বেশি সুন্দর লাগতেছে। আর রেইন লিলি ফুলের ফটোগ্রাফি টাও আমার কাছে ভালো লেগেছে। হালকা গোলাপি কালারের যে গোলাপ ফুলটা ছিল এটা সবথেকে বেশি সুন্দর।
সুন্দর কোন কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। তাইতো আমি সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করেছি আপু। ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
https://x.com/Monira93732137/status/1812387759455412234?t=xxxHBhflZiTSvOCS51afzw&s=19
আপনার বাড়িতে থাকা গাছের এবং বাহিরের মিলিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। প্রায় প্রতিটা ফটোর ফ্রেম সাধারণ ছিল তবে ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
ফটোগ্রাফি দেখতে এবং করতে দুটোই আমার কাছে বেশি ভালো লাগে।আর আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল প্রতিটি ফটোগ্রাফি এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি ভাইয়া।
বাহ দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন চোখ একদম জুড়িয়ে গেল। সত্যি আপু এত সুন্দর যদি ফটোগ্রাফি হয় তাহলে অনেক আনন্দ পাই। পৃথিবীতে মানুষ জাতিরা অনেক বেশি সৌন্দর্যের পূজারী। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে কি মনকে থেমে রাখা যায়। মনটা কেমন জানি উচকুচ করে আপু। যাক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে।
সত্যি আপু ফুলের সৌন্দর্য যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
ফুল দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর আজকে আপনি যত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন যা বলার মত।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আপু।প্রত্যেকটা ফটোগ্রাফি ১০ এ ১০।
সত্যি ভাইয়া ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। আর ফুলের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
জাস্ট অসাধারণ হয়েছে আপু। দুই বছর পর রেইন লিলি ফুলের দেখা পেলেন তাহলে। বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও ভাবছিলাম এগুলোর চারা কিনব। গোলাপ ফুলের ফটোগ্রাফিও অসাধারণ ছিল আপু। অনেক ধন্যবাদ আপু এত মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেকদিন পর রেইন লিলি ফুলের দেখা পেয়েছিলাম আপু। এই গাছগুলো কিনতে পারেন আপু। ফুল ফুটলে অনেক ভালো লাগে।
আসলে ফুল মানেই সুন্দর। তার মধ্যে গোলাপ আরো ভীষন সুন্দর। আপনার কাছে ভালো লাগে সাদা গোালাপ আর আমার কাছে ভালো লাগে টকটকে লাল গোলাপ।আপনার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। ধন্যবাদ
সাদা গোলাপ আমার ছবি প্রিয় আর আপনি লাল গোলাপ পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
অও,অসাধারণ কয়েকটি ফুলের ছবি শেয়ার করেছেন আপু।যেগুলো দেখে মন জুড়িয়ে গেল,আর প্রতিটি ছবি বেশ স্পষ্ট ছিল।গোলাপের ছবিগুলো দেখতে বরাবরই ভালো লাগে।আর রেইন লিলি ফুলকে আমরা পেঁয়াজ ফুল বলি।ধন্যবাদ আপু।
জ্বী আপু এই ফুল অনেকের কাছেই পেঁয়াজফুল নামে পরিচিত। অনেকে তো আবার রসুন ফুল বলে আপু। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপনি আজকে বেশ কয়েকটি জনপ্রিয় ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা লাল গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল।
দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। লাল গোলাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।