আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
"সকলে সুস্বাস্থ্য কামনা করছি"

আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র (1).png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শুভ দুপুর,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমি অনেক খুশি। আমাদের দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, সবকিছু আগের মতো চলমান হচ্ছে। আমি যেহেতু এটিএম মেশিন নিয়ে কাজ করি, তাই আবারো আগের মতো ব্যস্ত হয়ে পড়েছি নিজের কর্মস্থলে। আশা করছি সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। যাইহোক আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমার দুই চোখে যা কিছু ভালো লাগে তাই আমি ফটোগ্রাফি করে থাকি। "আমার বাংলা ব্লগের" প্রতিটি সদস্য খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে থাকেন। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তাদের পোস্ট গুলো নিয়মিত ভিজিট করি এবং অনুপ্রাণিত হয়ে আমিও বিভিন্ন জায়গায় থেকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি করি। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই বেশ কিছুদিন আগের তোলা কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।


IMG_20240725_140046.jpg

IMG_20240725_140048.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

রঙ্গন ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। তবে এই ধরনের রঙ্গল ফুল অনেক কম দেখা যায়। ফুলের প্রতিটি পাপড়ি ছোট থাকায় দেখতে ভীষণ ভালো লেগেছিল। লাল রঙের মাঝে এই ফুলগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সকলেই সৌন্দর্যের পূজারী। আমি বেশ কিছুদিন আগে, বাংলাদেশ ব্যাংকের এটিএম বুথে কাজ করতে গিয়েছিলাম, সেখানে বেশ কিছু ফুল গাছ ছিল। রাস্তার পাশে রঙ্গন ফুল গাছটি আমি দেখতে পাই, তাই আমি ফটোগ্রাফি করে নিয়ে ছিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_20240808_075236.jpg

IMG_20240808_075234.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

হলদে রাঙা অলকানন্দা ফুল আমার ভীষণ পছন্দ। এই ফুলের নাম আমি আগে জানতাম না। তবে গুগল সার্চ করে এই ফুলের নামটি জানতে পারি। গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica এবং ইংরেজিতে এই ফুলকে 'Golden Trumpet' বা 'Yellow Bell' নামে ডাকা হয়। হলুদ রঙের পাপড়ি গুলো এই ফুলের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। আমার কাছে ভালো লাগে তাই আমি ক্যামেরা বন্দি করি।


IMG_20240808_075302.jpg

IMG_20240808_075259.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

অচেনা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার কাছে পাতার মতো মনে হচ্ছিল। গোলাপি রঙের পাপড়ি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুলের গাছ গুলো অনেক বড় হয়। এই ফুলের ফটোগ্রাফিও আমি বাংলাদেশ ব্যাংক থেকে করেছিলাম।


IMG_20240808_075251.jpg

IMG_20240808_075249.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ভিন্ন ধরনের জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমার অনেক পছন্দ। এই জবা ফুলের পাপড়িগুলো কোঁকড়ানো ছিল। প্রথমে আমি চিনতে পারিনি। লাল গোলাপি রঙের জবা ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। লাল, হলুদ, সাদা এই তিন ধরনের জবা ফুল বর্তমান সময়ে বেশি দেখা যায়। আমার চোখে ভালো লাগে তাই ক্যামেরা বন্দী করি। আশাকরি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে।

IMG_20240728_190051.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

বোগেনভিলিয়া অথবা কাগজফুলের সঙ্গে আমরা সকলেই পরিচিত। অনেকেই এই ফুলকে বাগানবিলাস নামে ডেকে থাকে। এই ফুলের পাপড়ি গুলো পাতলা কাগজের মতো হয়ে থাকে। বাসার ছাদে কিংবা বাসা বাড়ির গেটের সামনে এই ফুলগুলো বেশি দেখা যায়। বাগানবিলাস ফুল দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আমি গত সপ্তাহে নার্সারিতে ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগআলোকচিত্র।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 3 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ফুল খুবই পছন্দ করি। তাই আপনার ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।

 3 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে, সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে দারুণ লাগে।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 months ago 

সুস্বাগতম ভাই

 3 months ago 

রঙ্গন ফুল আমার কাছেও বেশ ভালো লাগে। তবে আজকে প্রথম এই ধরনের রঙ্গন ফুল দেখলাম। ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে একদম টকটকে লাল রঙের। আর পাপড়ি গুলো ভীষণ সুন্দর। আজকে প্রথম আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই ফুলগুলো দেখে ভালো লাগলো। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। জবা ফুলের ফটোগ্রাফিও ভীষণ দারুন হয়েছে।

 3 months ago 

আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আজকে আপনার মাধ্যম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, তাইতো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সুন্দর ভাবে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 months ago 

ফুল এমন এক জিনিস যে কেউ দেখলে চোখ সরাতে পারেনা ফুলের প্রেমে মুগ্ধ হয়ে যায়। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে দেখে। অনেক ধন্যবাদ আপনাকে ফুল গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 months ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে যেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 months ago 

আপনার মত আমারও একই অবস্থা দুই চোখ দিয়ে যা দেখি তাই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আর সামনে যদি এত সুন্দর ফুল ফুল দেখা যায় তাহলে তো আরো বেশি ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আপনার আজকের সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। অলকানন্দ ফুলগুলো ইদানিং খুব দেখা যায়। খুব ভালো লাগে দেখতে।

 3 months ago 

জি আপু আপনি ঠিক বলছেন অলকানন্দ ফুলগুলো বর্তমানে বেশি দেখা যায়। আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুশি হলাম আপু, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিও বেশ চমৎকার হয়েছে। সত্যি বলতে চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। জবা ফুলের সৌন্দর্য বেশ দারুণ। হলুদ পাপড়ির ফুলগুলো সৌন্দর্য অসাধারণ। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে গুছিয়ে কমেন্ট করার জন্য।