বুন্দিয়া বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

বুন্দিয়া বানানোর রেসিপি

1000023868.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে রমজান মাস অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর যতই ব্যস্ততায় থাকি না কেন আপনাদের মাঝে না আসলে সত্যি ভালো লাগেনা। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আর রমজানে বুরিন্দা একটা জনপ্রিয় খাবার। আসলে ইফতারির সময় যদি একটু মিষ্টি না খাওয়া যায় তাহলে আর ভালো লাগে না। যদিও সব সময় কিনে আনা হয়। তবে আজ হঠাৎ বুরিন্দা শেষ হয়ে যাওয়াতে মেয়ে বাইনা ধরলো সে বুরিন্দা ছাড়া ইফতার করবে না।তারজন্য আমি এই বুরিন্দা গুলো বানিয়ে দিয়েছি।তবে সত্যি বুরিন্দা গুলো খেতে অনেক মজা হয়েছিল।সবাই বলেছে বেশ ভালো লেগেছে খেতে।আসলে নিজের হাতে তৈরি জিনিস এর মজাই আলাদা। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000023791.jpg
উপকরণ
১।বেসন
২.বেকিং পাউডার
৩.চিনি
৪.তেল
৫.ঘি
৬.লেবু

1000000390.png

1000023791.jpg

1000023792.jpg
প্রথমে আমি এক কাপ বেসন ও এক কাপ নিয়ে মিশিয়ে নিয়েছি।
1000023793.jpg

1000023794.jpg
এখন বুরিন্দা তৈরির জন্য ভালো একটা বেটার তৈরি করে নিয়েছি। একটার ভিতরে একটু ফুড কালার দিয়েছি।(যদিও আমার কাছে ফুড কালার বেশি ছিল না)
1000023797.jpg

1000023798.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।

1000023799.jpg

1000023802.jpg

1000023808.jpg

এখন একটা জালির ভিতরে বেটার দিয়ে দিয়েছি।তারপর এভাবে বুরিন্দা গুলো ভেজে তুলে নিয়েছি।

1000023804.jpg

1000023806.jpg
একই ভাবে আমি ফুড কালারের বুরিন্দা গুলো ভেজে নিয়েছি।

1000023810.jpg

এখন সব গুলো বুরিন্দা আমি একসাথে মিশিয়ে নিয়েছি।

1000023812.jpg

1000023813.jpg

এখন চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।

1000023814.jpg

1000023815.jpg
চিনির পানি ফুটে আসলে আমি এক চামচ ঘি ও লেবুর রস দিয়ে দিলাম। আসলে ঘি দিলে অন্য রকম একটা ঘ্রাণ হয়।

1000023818.jpg

1000023819.jpg
চিনির সিরা গরম থাকা অবস্থায় বানিয়ে রাখা বুরিন্দা গুলো ঢেলে দিলাম।
1000023822.jpg

1000023826.jpg
এভাবে আমি সব গুলো বুরিন্দা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব।তারপর ঢাকনা খুলে বুরিন্দা গুলো তুলে নেব।

1000023868.jpg
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার বুরিন্দা বানানোর রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

অনেকেই মুড়ি মাখার সাথে বুন্দিয়া খেতে পছন্দ করে। তবে আমার তেমন একটা ভালো লাগে না। আমিও কয়েকবার বাসায় বানিয়ে ছিলাম। বাকি সবাই খেয়েছে। আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। একদম পারফেক্টলি তৈরি করেছেন। বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় তৈরি করা অনেক ভালো। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 9 months ago 

দারুন একটি রেসিপি শেয়ার করলে না তো। ইফতারিতে অনেকেই বুন্দিয়া খেতে খুব পছন্দ করে।আমার কাছেও ইফতারিতে বিভিন্ন ভাজাপোড়ার সাথে বুন্দিয়া দিয়ে মুড়ি মাখা করে খেতে দারুন লাগে। তবে বাসায় কখনো বুন্দিয়া তৈরি করে খাওয়া হয়নি। কিনে খাওয়া হয়েছে সব সময়। আপনার বুন্দিয়া তৈরি করা রেসিপিটি দেখে আজ শিখে নিলাম। রেসিপিটি বেশ ভালো লাগলো। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 9 months ago 

@parul19, বুরিন্দা শব্দটা ঠিক করে নেবেন এডিট করে। বুন্দিয়া হবে শব্দটা।

 9 months ago 

দুঃখিত দাদা, বলার জন্য ধন্যবাদ।