আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩২অংশগ্রহণের জন্য আমার বানানো কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট তৈরি করেছি। । কিছুই পারি না পারি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ ভালো লাগে।অনেক ভেবে চিন্তে আজকে লাগিয়ে আমি DIY প্রজেক্ট তৈরি করেছি। আমি আজকে DIY প্রজেক্টটি থিম তৈরি করেছি। আজকে বিশেষ দিন আজ নারী দিবস , তাই আমি চেষ্টা করেছি এই নিয়ে একটি প্রজেক্ট তৈরি করার জন্য ।
নারীর অধিকার রক্ষা আর সহিংসতা বন্ধে এই দিবস পালিত হয়ে আসছে। আমি diy প্রজেক্টে চেষ্টা করেছি বেগুনি রং ব্যবহার করতে। কারণ নারী দিবসের প্রতীক হচ্ছে বেগুনি রং কারণ বেগুনি নির্দেশ করে সুবিচার এবং মর্যাদা। যা দৃঢ় ভাবে নারী সমতায়নে যুক্ত। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে বেগুনি রং এখন নারীবাদীদের বেগুনি রং প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সাল থেকে থিম কালার হিসেবে বেগুনি রং স্থান করে নিয়েছে। বেগুনি দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মি বুঝানো হয়। অর্থাৎ সূর্যের বেগুনি রশ্মির মত নারীরাও শক্তি শালী হবে। ১৮৫৭ সালে যুক্তরাষ্টে নারী শ্রমিকের হাত ধরে এই দিবসের সূচনা ঘটে। নারীরা একসাথে অনেক কিছু সামলাতে পারে। নারীরা হয় ডাক্তার ,নারীরা হয় সেবিকা ,নারীরা হয় পাইলট ,নারীরা হয় ক্যাপ্টেন নিজেদের সংসার সামলানো আরো কত কি। যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।
কার্ড বোর্ড দিয়ে নারী দিবসের DIY প্রজেক্টটি দেখে খুবি ভালো লাগলো।ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি নারী দিবসকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
কার্ড বোর্ড দিয়ে ডিআইওয়াই প্রোজেক্টটি খুব সুন্দর হয়েছে । একদিক থেকে যেমন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ফেলেছেন তেমনি নারী দিবসের উদযাপনটা ও একই সাথে সম্পন্ন হয়ে গেল ।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কার্ড বোর্ড দিয়ে আপনার বানানো নারী দিবসের ডায় প্রজেক্ট টি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে বিশেষ করে একটু পরিশ্রম বেশি হয়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। খুব ভাল লাগলো আপু। আপনাকে অভিনন্দন জানাই। আপনি নারী দিবস কে কেন্দ্র করে খুব সুন্দর ডাই পোস্ট শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।
অনেক সুন্দর ছিল আপু কার্ড বোর্ড দিয়ে আমার বানানো নারী দিবসের DIY প্রজেক্ট টি ৷ অনেক পরিশ্রম করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা ৷
প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নারী দিবস কে কেন্দ্র করে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার এই গায়ে প্রজেক্ট আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। এখানে আপনি এক ঢিলে দুই পাখি মারলেন।প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আবার নারী দিবসও পালন করে ফেললেন।
কার্ড বোর্ড দিয়ে নারী দিবসের ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হলাম। আপনার সময় উপযোগী ডাই পোস্টটি সতি অসাধারণ। ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সত্যি আপু নারীরা ডাক্তার, নারীরা ইঞ্জিনিয়ার, নারীরা পাইলট, আবার নারীরাই সংসার সামলায়। নারীরা সবদিকেই সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছে। নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আপু দেখে অনেক ভালো লাগলো।নারী দিবস উপলক্ষে নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।