কাগজের নকশা
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগের বিষয় কাগজ দিয়ে তৈরি কাগজের নকশা।কাগজের নকশা অনেকদিন পর তৈরি করার জন্য প্রথম নকশাটি কাটতে গিয়ে ভুল করে ফেলেছিলাম।তাই আবার দ্বিতীয়বারের মত তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি।এই নকশাগুলো কাটিং এর সময় একটু ভুল হলেই পুরো নকশাটি নষ্ট হয়ে যায়।যেহেতু অনেক দিন নকশা পোস্ট গুলো করা হয়না তাই ভাবলাম পোস্টে ভিন্নতা আনতে আজ একটু শেয়ার করি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার ফুলের নকশা তৈরির ধাপগুলো ।
কাগজের নকশা
উপকরণসমূহ-
- কাগজ
- পেন্সিল
- কেচি
আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
ধাপ-১
প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর কোনাকুনি তিনটি ভাজ দিয়ে নিয়েছি একইভাবে।
ধাপ-২
এবার সর্বশেষ ভাজটি দিয়ে বাড়তি অংশ কেটে নিয়েছি।এবং ডিজাইন বরাবর কেচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-৩
এবার ডিজাইন এঁকে নিয়েছি ।
ধাপ-৪
এবার ডিজাইন বরাবর কেটে নিয়েছি ।
ধাপ-৫
এবার একটি করে ভাজ খুললে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
|---|---|
| ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
| ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
| লোকেশন | নিজ বাসভবন |
Date-23th November,2024
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness















বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কাগজের নকশা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে এ ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে কাগজ কেটে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
X-Promotion
ওয়াও চমৎকার ভাবে কাগজ কেটে নকশা ডিজাইন তৈরি করছেন। এইরকম কাগজের তৈরি নকশা গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপু সাদা কাগজ কেটে লাভ শেপের খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ থেকে সাদা কাগজের নকশা কাটিং করা একটু সহজ। কারণ রঙিন কাগজ ভাঁজ করলে অনেক মোটা হয়ে যায় তখন কাঁচি দিয়ে কাটতে বেশ সমস্যায় পড়তে হয়। তবে সাদা কাগজ দিয়ে করলে সেই সমস্যাটা খুব কম হয়। যাই হোক আপনি খুব সুন্দর নকশা বানিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেপার কাটিং নকশা শেয়ার করার জন্য।
আপনার তৈরি করা কাগজের নকশা টা দেখে ভালো লাগলো। একদম ভিন্ন ধরনের একটা কাগজের নকশা তৈরি করেছেন আপনি। দারুন হয়েছে আপনার এই নকশাটা। ভালো লাগলো দেখে। আপনাকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কাগজের নকশা তৈরি করে শেয়ার করার জন্য।
চমৎকার একটি ডাই তৈরি করেছেন।এরকম ডাই গুলো তৈরি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখায়।তবে হ্যাঁ এগুলো তৈরি করতে বেজায় সময় দিতে হয় এবং মাপ,কাটিং ঠিক করে করতে হয় তবেই সুন্দর হয়।।যাইহোক আপনার তৈরি করা কাগজের নকশাটি ভীষণ সুন্দর হয়েছে,শেয়ার করার জন্যে ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু কাগজের নকশাগুলো কাটার ক্ষেত্রে একটু ভুল হলেই আর নকশাটি সুন্দরভাবে ফুটে ওঠে না। আপনার আজকের কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে। ডিজাইনটি ইউনিক লেগেছে আমার কাছে। আপনি খুব নিখুঁতভাবে কাগজটি কেটেছেন যার কারণে এত সুন্দর লাগছে দেখতে।
চমৎকার কাগজের নকশা করেছেন আপু।দারুণ হয়েছে আপনার কাগজের নকশা টি।কাজ কেটে কেটে নকশা করতে চমৎকার সুন্দর লাগে।খুব সবধরনের সাথে কাগজ কাটতে হয় কারণ একটু কাটার সমস্যা হলেই পুরা ফুলের নকশা নষ্ট হয়ে যায়।ধাপে ধাপে নকশা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।