আমার ছোট সুপারির বাগান:

in Incredible India3 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ,সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম। আমার বাড়ির পাশে ফাঁকা জমিতে আমার নিজ হাতে তৈরি করা একটি ছোট সুপারির বাগান এর ফটোগ্রাফি ও দৃশ্য নিয়ে।

img_1676700498086_1.jpg

আমার এই ছোট সুপারির বাগানটি আমি গত ছয় মাস আগে শুরু করেছিলাম। মাত্র চল্লিশটি সুপারির চারা দিয়ে। আমি এই সুপারির বাগানটি করেছি। এই চারা গুলো আমার বাড়ির পাশের এক চাচার কাছ থেকে কিনে নিয়েছিলাম।

IMG_20230216_125321_187.jpg

কিনে নিয়ে আমার বাড়ির ফাঁকা জায়গায় রোপন করেছিলাম। সুপারি চারাগুলো আমি যেদিন আমার চাচার কাছ থেকে কিনে নিয়ে এলাম।সেদিন কিভাবে চারা গুলো রোপন করব ভেবে পাচ্ছিলাম না।

IMG_20230216_125225_279.jpg

পরে ওই চাচাকে ডেকে নিয়ে এসে। কিভাবে চারাগুলো রোপন করব, যত্ন করব তা ভালোভাবে জেনে নিলাম। সেই থেকে আমার সুপারিশ বাগানটির যাত্রা শুরু।

IMG_20230216_125255_698.jpg

আমার ছোট সুপারির বাগানটি প্রথম চল্লিশটি চারা নিয়ে যাত্রা শুরু। তারপর থেকেই আমি আস্তে আস্তে সুপারিশ চারা বাড়াইতে থাকি। সুপারি চারা রোপণ করতে করতে। আজ আমার ছোট বাগানটিতে মোট ৮০টি সুপারির চারা রয়েছে।

IMG_20230216_125333_687.jpg

সুপারিশ চারা গুলো চার হাত পর পর লাগানো হয়েছে। সুপারি চারা রোপন করার পর কিছুদিন যত্ন নেওয়া লাগে। তারপর সুপারির চারা গুলোর যত্ন না নিলেও সমস্যা হয় না।

IMG_20230216_125246_628.jpg

আমার সুপারির চারা গুলোর বয়স এখন ৬ মাস পার হয়ে গেছে। সুপারির গাছ গুলো বেশ বড় ও মোটা হয়ে গেছে। আশা করি আর পাঁচ থেকে ছয় মাস পর সুপারির গাছ গুলোতে সুপারি ধরা শুরু করবে।

IMG_20230216_125245_297.jpg

সুপারির বাগানটি আমি খুব যত্ন সহকারে তৈরি করেছি। আমি বাড়িতে বেশি সময় দিতে পারি না।প্রাইভেট, কলেজ এ বেশি সময় কেটে যায়। তার ফাঁকেও আমি এই ছোট সুপারির বাগানটি তৈরি করেছি। আশা করি এই সুপারির বাগান থেকে আমি কিছু উপার্জন করতে পারব। আমার সুপারির বাগানের পাশে একটি পেঁপের ও ছোট বাগান রয়েছে। আরেকদিন আমি আপনাদের আমার পেঁপের বাগান সম্পর্কে বলবো।

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনদিন,অন্য কোন প্রসঙ্গ নিয়ে। আশা করি আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

আরে বাহ আপনি ছোট ছোট সুপরে গাছ কিনে এনে কিভাবে সেটাকে রোপন করবেন। এবং তার পরিচর্যা করবেন। সে বিষয়ে আপনার চাচার কাছ থেকে জেনে নিয়েছিলেন। আপনি এরপরে এই সুপারি গাছগুলো রোপন করেছেন।

আপনার সুপারি গাছগুলোর বয়স বর্তমানে পাঁচ থেকে ছয় মাস।দেখে মনে হচ্ছে এক বছরের সুপারি গাছ। বোঝা যাচ্ছে আপনি বেশ ভালোই যত্ন নিয়েছেন,আপনার সুপারি গাছগুলোর।

  • আপনি খুব সঠিক নিয়মে সুপারি গাছ রোপন করেছেন। একটা সুপারি গাছের পরে চার হাত পাক রেখেছেন। আসলে যে কোন কিছুরই খুব একটা জায়গার প্রয়োজন হয়। আর আপনি সেটা ভেবেই সুপার এই কাজগুলোকে,একটু ফাক ফাক করে রোপন করেছেন।

বৃক্ষ বর্তমানে সবাই কেটে ফেলে, কিন্তু বৃক্ষ লাগানোর আপনার এই উদ্যোগ দেখে, আমার কাছে খুবই ভালো লাগলো।

ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি এর সঠিক পরিচর্যা শেষ পর্যন্ত করে যেতে পারেন।

খুবই ভালো লাগলো আপনার সুপারি গাছের পরিচর্যা এবং তার সাথে সুপারি গাছের ফটোগ্রাফি গুলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট, আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Loading...

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts, and good comments anywhere, with any tags.

Saturday, February 18, 2023


PicsArt_01-31-10.21.11.png
Curated by :@afrizalbinalka

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

সত্যি ভাই আমি আপনার কাজ দেখে তো প্রায়ই হতবাক হয়ে পড়েছি আপনি খুবই সুন্দর একটি কার্যক্রম স্টার্ট করেছেন আপনার লাইফে যেটা আসলে অন্য-শূন্য মানুষ খুব একটা বেশি করতে পারে না এই বয়সে তো তারপরও আপনি সাহস যুগিয়ে আপনি চল্লিশটি সুপারি গাছ লাগিয়েছেন এবং ছয় মাস পরে সেই সুপারি গাছ গুলো দেখতে কি সুন্দর না দেখাচ্ছে এবং অবশ্যই আমি দোয়া করি আপনি এই গাছগুলো থেকে ভালো ফলন পাবেন এবং অবশ্যই আপনি যে উদ্যোগ নিয়ে এই কাজটি স্টার্ট করেছেন সেটা আপনার সম্পূর্ণভাবে সফল হবে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্টটিতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এবং আমার কাজ বিষয় এতো সুন্দর করে একটি মন্তব্য করার জন্য। দোয়া করিয়েন ভাই আমি যেন এরকম কাজ আরো ভালো ভাবে করতে পারি। এগুলো কাজ করতে আমার খুবই ভালো লাগে ভাই। তাই পড়ালেখার পাশাপাশি আমি এগুলো কাজ করে থাকি।

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @adeljose