সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের হাসি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
দেখতে দেখতে মাহে রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া শুরু করে দিয়েছে। মাহে রমজানের শেষের দিকে এসে যেন অনেক খারাপ লাগছে, কারণ দীর্ঘ একটি বছর পর আমরা এই মাহে রমজান মাস পেয়েছিলাম। এই মাসে মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়। মানুষের কথাবার্তা আচার-আচরণ এবং ব্যবহারের দিক দিয়ে অনেকটাই পরিবর্তন হয়। এই মাসেই মানুষ খুবই ভালোভাবে চলার চেষ্টা করে। ছোট বড় সকলের সাথে মিলে মিশে থাকার চেষ্টা করে। কিন্তু এই মাহে রমজান মাস শেষে আমাদের ঈদের আনন্দে ছড়িয়ে পড়ে সবার মাঝে। ঈদের খুশিতে আমরা যেন পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে অনেক আনন্দের সাথে এই দিনটি উপভোগ করিয়ে। দীর্ঘ একটি বছর আমরা অপেক্ষায় থাকি এই আনন্দময় দিনের জন্য। আর এই দিনকে কেন্দ্র করে সবার মাঝে যেন আনন্দ হাসি ছড়িয়ে পড়ুক এটাই আমরা কামনা করি।
আসলে আমরা পরিবারের সকলের জন্য নতুন কাপড় কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে যায়। কারণ ঈদের আনন্দময় দিন আমরা উপভোগ করব, তাই পরিবারের সকলের মাঝে নতুন কাপড় কেনা কাটার ধুম পড়ে যায়। সবাই নতুন নতুন পোশাক এবং অনেক আনন্দের সাথে দিনটি পার করে, বিশেষ করে শহর থেকে সকলেই গ্রামে আসে, পরিবারের সাথে এই দিনটি পার করার জন্য। তবে আমাদের বাড়ির আশেপাশে আমাদের মহল্লায় বা আমাদের গ্রামে বা আমাদের সমাজ মাঝে অনেক গরীব দুঃখী মানুষ রয়েছে। যারা নিজেদের পরিবারের কাছে এবং নিজেদের সন্তানদের কাছে হাসি আনন্দ নিয়ে আসতে পারেনা। তারা পরিবারের মাঝে এবং সন্তানদের জন্য নতুন পোশাক কিনে দিতে পারেনা। আর এই সকল মানুষের মনে কষ্ট থাকে। একটি বছর পরে ঈদ এসেছে, তখনই যদি তাদের মনে কষ্ট থাকে তাহলে পুরো সমাজ আমরা দায়ী থাকবো। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের অবস্থান থেকে এবং যে যতটুকু পারি গরিব দুঃখীর মাঝে সাহায্য করা।
প্রতিবছর আমরা বন্ধুরা মিলে এবং আমাদের সমাজের যুব সমাজরা মিলে আমাদের গ্রামে বা আমাদের মহল্লায় যারা গরিব রয়েছে, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা সর্বশেষ চেষ্টা করি। যাদের কাপড় নেই এবং যাদের ঈদের কেনাকাটার কিছুটা অভাব থাকে, তাদের আমরা এই অভাব দূর করার চেষ্টা করি। আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই কার্যকম চালিয়ে যাচ্ছি, বেশ কিছু বছর হলো। এবারও তাই আমরা বন্ধুরা মিলে পরিকল্পনা করেছি আমাদের সমাজে যারা যুবকরা রয়েছে, তারা কিছু অর্থ দেবে এবং আমাদের গ্রামে যারা প্রবাসীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু অর্থ উঠাবো এবং সমাজে যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে কিছু অর্থ উঠাবো, বেশ ভালো একটা অর্থ আমাদের হবে। আর এই অর্থ দিয়ে আমাদের সমাজে যারা গরিব দুঃখী রয়েছে তাদের অল্প কিছু আমরা কিনে দিবো। অর্থাৎ ঈদের দিন যেন কোন পরিবার কোন পরিবারের সন্তানেরা পুরনো কাপড় পড়ে না থাকে। তাদের মুখে একটু হলেও হাসি ফুটানোর চেষ্টা করব।
আসলে আমরা বন্ধুরা মিলে এই পরিকল্পনাটি করেছিলাম গত তিন চার বছর হলো আমরা এই পরিকল্পনাটি যথাসাধ্য পালন করার চেষ্টা করে যাচ্ছি। তবে আমাদের এই পরিকল্পনা আমাদের সমাজে যারা বড়রা রয়েছে এবং যারা প্রবাসীরা রয়েছে তারা ভালোভাবে সাপোর্ট দিয়ে যায়। যার কারণে তাদের সহায়তায় আমরা এই কার্যটি ভালোভাবে পালন করে যাচ্ছি। আসলে সমাজের বেশ কিছু মানুষের নিজেদের প্রতি দায়িত্ব থাকে, সমাজের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সেই দায়িত্ববোধ থেকে যদি আমরা একে অপরের পাশে থাকি। তাহলে এই সমাজ শান্তিময় হবে, সমাজের সুখ আসবে, আসলে সমাজের মানুষ আমাদের জন্য অনেক উপকার করে। আমরা যদি বিপদে পড়ি তখন তারা এসে ঝাঁপিয়ে পড়ে। তাই সমাজের মানুষদের আমরা মিলেমিশে একসাথে চলার চেষ্টা করব। তাহলে সমাজটা শক্তিশালী হবে এবং নিজেদের বন্ধনটা শক্তিশালী হবে।
তাই আমরা বন্ধুরা মিলে পরিকল্পনা করেছি, ২৭ রোজার পরেই গ্রামে সকল বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনরা চলে আসবে। তখন আমরা তাদের কাছ থেকে ভালো একটা অর্থ জোগাড় করবো। আমরা বন্ধুরা মিলে সেই অর্থ যোগাড় করা শুরু করে দিয়েছি এবং আমাদের গ্রামে যারা প্রবাসী বড় ভাইরা রয়েছে তাদের আমরা বিষয়টি জানিয়েছি। তারাও তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে অর্থ দেওয়ার জন্য এবং আমরা বন্ধুরা মিলেও কিছু অর্থ যোগিয়েছি। আমরা একটা সংস্থা করেছিলাম সেখানে মাসে মাসে কিছু টাকা জোগাড় করার জন্য, সেই সংস্থা থেকে এবং বড় ভাইদের পরিকল্পনা মতে আমরা কেনাকাটা শুরু করে দেবো এবং ঈদের আগে আমরা এই পোশাকগুলো যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি, আল্লাহ ভরসা আমাদের এই পরিকল্পনাটি যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি।



https://x.com/rayhan111s/status/1904585471910699257?t=Q7ECr5q6p_8UkQYJQZJlWQ&s=19
https://x.com/rayhan111s/status/1904585808964968858?t=QYuvDAg30rkpr5m5oiBsAg&s=19
https://x.com/rayhan111s/status/1904586241452237093?t=Dspl679HiOL8H1YG6JNEpA&s=19
https://x.com/rayhan111s/status/1904586751668347238?t=rAykGLj8xAvDl0KCMpyFNA&s=19
https://x.com/rayhan111s/status/1904587049048694867?t=MH0MQPvwj11bvDyTjH_Y5A&s=19
https://x.com/rayhan111s/status/1904587349356601664?t=D9hla8du6zwRnpmHjJ_pkQ&s=19
https://x.com/rayhan111s/status/1904587598238224469?t=hBjDg1hQw9ocBHSnCFrHjw&s=19
