কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি// পর্ব-৫
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে কক্সবাজার ভ্রমণের পঞ্চম পর্বের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে এই ভ্রমণের মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমি আমার খালাতো ভাই মোহাম্মদকে সাথে নিয়ে ভ্রমণ করেছি তো আজকে আমি আপনাদের মাঝে কলাতলী সমুদ্রের পারের দৃশ্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টের ভিতর কলাতলী পয়েন্ট অন্যতম। আর এই কলাতলীতে এসে অনেক বেশি ভালো লেগেছে। তাই কিছু মুহূর্ত উপভোগ করেছি এবং গোসল করার সেই মুহূর্তগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ। আর এই মানুষের ভিড়ের মাঝে মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করেছি। আসলে আমি সকাল ১১ টার দিকে এই সমুদ্রের পাড়ে এসেছিলাম। আর সমুদ্রের পাড়ে এসে এত মানুষের ভিড়ে যেন আমি অবাক দৃষ্টিতে সমুদ্রের পাড়ের দৃশ্যগুলো দেখতে লাগলাম। আর ফটোগ্রাফি করতে লাগলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে মোহাম্মদ বলল যে সুগন্ধা পয়েন্ট কলাতলী পয়েন্ট এর চাইতে অনেক ভালো। আমরা সেখানে যাই। তাই সেই পয়েন্টের কিছু মুহূর্ত উপভোগ করেই। আমরা সুগন্ধা পয়েন্টে চলে আসি। আর সমুদ্রের পাড়ের এই সুগন্ধা পয়েন্টে এসে মুহাম্মদ যেন ফটোগ্রাফি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আমি চারপাশের দৃশ্য দেখতে ছিলাম আর ফটোগ্রাফি করতেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড় দিয়ে অনেক সুন্দর সুন্দর বড় বড় ঘোড়া দেখতে পেলাম। এই ঘোড়ার উপরে উঠে সমুদ্রের পাড় দিয়ে ভ্রমণের মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের। ঘোড়াতে উঠলে যেন রাজা-বাদশাদের সেই পুরনো স্মৃতিময়ম কথা মনে পড়ে যায়। যারা ঘোড়াতে করে যুদ্ধ করতো। এরকম একটা ভাব চলে আসে। তাই ঘোড়াতে ওঠার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। তবে ঘোড়ায় উঠতে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, যার কারণে সেই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করতে পারেনি। তবে ঘোড়াগুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। খুবই ভালো লেগেছিল এই ঘোড়াগুলো দেখে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপর আমি আর মোহাম্মদ সিদ্ধান্ত নিলাম আমরা সমুদ্রে পানিতে গোসল করব। আর স্মৃতির পাতায় এই দৃশ্যগুলো রেখে দেওয়ার জন্যই ফটোগ্রাফি করবো। কিন্তু আমরা একটা ক্যামেরাম্যানের সাথে কথা বললাম। প্রত্যেকটা ছবি ৫ টাকা করে চাইলেও। তো আমরা বললাম যে চার টাকা করে দেবো। তো 100 এর বেশি ছবি উঠাবেন না। আসলে ক্যামেরা ম্যানগুলো কথাই শুনেনা। ১০০ ছবি উঠাতে বললে তারা ৫০০ ৬০০ ছবি উঠিয়ে থাকে। তাই তাদের সাথে ভালোভাবে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমরা দেখতে পেলাম সমুদ্রের পাড়ে অনেক স্পিড মোটর বাইক রয়েছে। এই বাইকগুলোতে উঠে সমুদ্রের পাড়ে দিয়ে ভ্রমণের মুহূর্ত অসাধারণ। আমি প্রথমে ভয় পেয়েছিলাম তবে আমরা সিদ্ধান্ত নিলাম এই স্পিড বাইকে উঠবো। যার কারণে আমরা একটি স্পিড বাই ঠিক করলাম। আসলে এই স্পিড বাইকে ২০০ টাকা দিয়ে উঠতে হয়। দুই ভাই মিলে আনন্দের সাথে সেই মুহূর্তটা উপভোগ করব।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
কক্সবাজারের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। কক্সবাজারের সৌন্দর্য আমাদেরকে বরাবর মুগ্ধ করে। আপনারা সমুদ্রে গিয়ে দারুন সময় উপভোগ করেছেন। স্পিড বাইকে উঠে দারুন একটি মুহূর্ত উপভোগ করেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
https://x.com/rayhan111s/status/1857345840722932090?t=nmQ7AIVnBBEzRf7yyCKQ-A&s=19
কক্সবাজারের সৌন্দর্যময় ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া সমুদ্র সৈকতের ফটোগ্রাফি এর তুলনা হয় না। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। প্রত্যেক ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।
আপনার পোস্টের মধ্যে দিয়ে আমার কক্সবাজার ভ্রমণ হয়ে গেল।আমাদের ও কক্সবাজার ট্যুর দেওয়ার কথা ছিল,কিন্তু এই অতিরিক্ত মানুষের জন্য পরে ক্যান্সেল করি। বেশ উপভোগ করলাম আপনার পোস্ট। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের মুহূর্ত গুলোর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আপনারা দুই ভাই মিলে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। এবং সাগর পাড়ে দেখি হাজার হাজার মানুষ। যাই হোক পরবর্তী পর্বের ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে শেয়ার করেছেন কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি তবে কক্সবাজার এখনো আমার যাওয়া হয়নি চেষ্টা করব এবার শীতের মধ্যে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
কক্সবাজার সমুদ্র সৈকতে অধিকাংশ সময় মানুষের এমন ভীড় থাকে। আর ছুটির সময় তো এই ভীড় অতিরিক্ত হয়ে যায়। কক্সবাজার ভ্রমণের এই পর্বের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ভাই। চমৎকার লাগল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমরা ইতোমধ্যে আপনার মাধ্যমে কক্সবাজার ভ্রমনের বেশ কয়েকটি পর্ব দেখতে পারছি। আপনি আজকে নতুন একটি পর্ব শেয়ার করেছেন। আপনি এই পর্বের মধ্যে কক্সবাজারের বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কক্সবাজার এখন পর্যন্ত কোন দিন যাওয়া হয়নি। খুবই তাড়াতাড়ি আমি ও যাবো।
কক্সবাজার ভ্রমণের সুন্দর মুহূর্তের ফটোকপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷