গ্রাম্য মেলায় কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে গ্রাম্য মেলার কিছু দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে এখন ডিসেম্বর মাস, আর এই শীতের শুরুতে গ্রাম অঞ্চলে মাহফিলের আয়োজন করা হয়। আর এখুন ছুটি রয়েছে, তাই সকল বন্ধু-বান্ধবরা মিলে এই মেলাতে অনেক আয়োজন করা হয়। আর সেই মেলাকে কেন্দ্র করে গ্রামে যেন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আর আমাদের গ্রামেও ঠিক তাই হয়েছিল। তাই গ্রামে এই ছোট মেলার দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। জন্যই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম, সেই ফটোগ্রাফি গুলো এখন শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20241227_130403.jpg

আমাদের বাড়ির পাশেই ফসলের মাঠের মাঝে এই মেলার আয়োজন করা হয়ে ছিলো। তাই আমি বিকেল বেলা মেলাতে আসলাম। আসলে আমার বাড়িতে ছোট ছোট অনেক বাচ্চারা এসেছিল, খালাতো ভাই মামাতো ভাই এবং আপুদের ছেলেমেয়ে এসেছিল। তাই এই ছোটদের নিয়ে আমি মেলাতে এসেছি কিছু মুহূর্ত উপভোগ করার জন্য।
ফটোগ্রাফি-২👇

IMG_20241227_130434.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20241227_130531.jpg

মেলাতে দেখতে পেলাম ছোটদের খেলাধুলার অনেক ব্যবস্থা রয়েছে। ট্রেন রয়েছে গাড়ি রয়েছে, ছোট বাচ্চারা এগুলো দেখেই তারা ওঠার জন্য বায়না শুরু করে দিল। তাই আমি ছোটদের এই রেলগাড়িতে চড়িয়ে দিলাম, আর ফটোগ্রাফি করতে লাগলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20241227_130543.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20241227_130422.jpg

তারপরে ছোট বাচ্চাদের লাফালাফি করার জন্য সুন্দর একটি খেলা দেখতে পেলাম। এখানে 10 টাকা দিয়ে উঠতে হয়। বাচ্চারা অনেক আনন্দের সাথে লাফালাফি করল। এই দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছে, তারপরে নাগরদোলা ছিল। আসলে গ্রামের পোলাপান এই নাগরদোলা দেখতে পেয়ে তারা যেন ওঠার জন্য অনেক আগ্রহ হয়েছিল। তাই দৃশ্যগুলো দেখে ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20241227_130448.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20241227_130459.jpg

মেলাতে দেখতে পেলাম অনেক গ্যাস বেলুন রয়েছে। এই গ্যাস বেলুন গুলোর চাহিদা অনেক বেশি। কারণ ছোট বাচ্চারা এই বেলুনগুলো নিয়ে খেলাধুলা করে। আকাশে যত উঁচুতেই সুতা দিয়ে উঠানো হোক না কেন এই বেলুন উড়তে থাকে। তাই এই গ্যাসের বেলুন গুলো দেখতে পেয়ে আমিও কিছু বেলুন কিনে ছোটদের দিয়েছিলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20241227_130510.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20241227_130323.jpg

তারপরে দেখতে পেলাম মেলাতে এক জায়গায় লটারি ব্যবস্থা করা হয়েছে। আর ছোট ছোট বাচ্চারা এখানে লটারি ধরছে। আসলে এই লটারি দৃশ্যটা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ছোটবেলা আমিও অনেক লটারি এভাবে মেলাতে এসে ধরতাম। আর মেলাতে অনেক খেলনার দোকানগুলো ছিল, এই দৃশ্যগুলো দেখে যেন ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20241227_130347.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20241227_130307.jpg

মেলাতে দেখতে পেলাম অনেক ফুচকার দোকান রয়েছে। এই ফুচকার দোকানে এসে আমার অনেক ভালো লাগলো। কারণ বাড়ির সবাই ফুচকা খেতে চেয়েছিল। তাই আমি এই মেলার ফুচকা কিনে বাড়ির দিকে রওনা দিলাম।
ফটোগ্রাফি-১২👇

IMG_20241227_130332.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

গ্রামের এই মেলাতে ছোটদের নিয়ে ভ্রমণ করার মজাটা আমার কাছে দারুন ছিল। ওদের নিয়ে আমি সুন্দর কিছু সময় পার করেছি। আর ওরা অনেক আনন্দিত হয়েছিল। তাই ওদের সাথে কাটানো মুহূর্তটা আমার ভালো লেগেছে আর ফটোগ্রাফি করে রেখেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকে এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 12 days ago 

GridArt_20241227_235718698.jpg

 12 days ago 

শীতকাল আসলেই গ্রামে চলে এ ধরনের মেলার আয়োজন। তবে গ্রামের মেলাগুলোয় অনেক আনন্দ হয়।গ্রাম্য মেলার সুন্দর মুহূর্ত অতিক্রম করেছেন দেখে খুব ভালো লাগলো। মেলায় বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। মেলায় সুন্দর মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে ।

 12 days ago 

গ্রাম্য মেলায় কিছু সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্ৰাফি এবং আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি সুন্দর কিছু মূহূর্ত পার করেছেন। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ

 12 days ago 

ছোটবেলায় এরকম মেলায় কত গিয়েছি। মেলার পাপড় ভাজি এবং গরম গরম গুড়ের জিলাপি সাথে নাগরদোলা কত আনন্দ কত উল্লাস ছিল। বড় হওয়ার সাথে সাথে এরকম আনন্দ আর করতে পারিনা। তবে আপনার পোষ্টের মাধ্যমে সেই ছোটবেলার স্মৃতি চারণ করলাম। আপনার পোস্ট দেখে ফিরে গেলাম সেই ছোটবেলায়। আপনি নিশ্চয়ই বেশ উপভোগ করেছেন আপনার ছোট ভাই বোনদের সাথে গ্রাম্য মেলাটা।

 12 days ago 

শীতকাল চলে আসলেই আমাদেরকে দেশের প্রতিটি গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। তবে, বিশেষ করে ওয়াজ মাহফিলের মেলা গুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে।ওয়াজ মাহফিলের মেলায় এখন সব ধরনের দোকান বসে। আপনি দেখছি মেলার মধ্যে দারুন একটি সময় উপভোগ করেছেন।

 12 days ago 

শীত কাল মানেই নানা জায়গায় মাহফিলের আয়োজন সাথে ছোট করে মেলার ও আয়োজন করা হয় ।গ্রাম্য অঞ্চলে নিত্য নতুন জায়গায় এখন এই মাহফিল অনুষ্ঠিন হচ্ছে।ওয়াজ মাহফিল সুনার পাশাপাশি এই মেলায় ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে ।

 12 days ago 

অনেকদিন হয়ে গেল এরকম গ্রাম্য মেলায় যাওয়া হয় না।গ্রাম্য মেলার সেই ঐতিহ্য আগের মত না থাকলেও এখনো গ্রামে অনেক জাঁকজমক ভাবে মেলার আয়োজন করা হয়।মেলার সংখ্যা অনেক কম হয়ে গেছে,ইসলামিক জলসার সময় বেশিরভাগ মেলাগুলো হয়ে থাকে।যাই হোক আজকে আপনার শেয়ার করা আপনার গ্রামের মেলার ফটোগ্রাফি গুলো দেখে অনেক কিছুটা হলেও তৃপ্তি পেলাম।আমারো তো আপনাদের এই গ্রামের মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু আমার পরীক্ষার কারণে যেতে পারলাম না দেখে অনেক খারাপ লেগেছিল।

 12 days ago 

গ্রাম্য মেলায় কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে মেলাতে আপনি অনেক আনন্দ করেছেন ছোটদের নিয়ে। এই দৃশ্যগুলো দেখতে পেয়ে ভালো লাগলো।