কবিতা আবৃত্তি- ফিরে এসো// Poetry by @mohamad786

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250319_153356.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় @mohamad786 ভাইয়ের একটি সুন্দর ভালোবাসার কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আর মোহাম্মদ ভাইয়ের এই কবিতাটির নাম হল ফিরে এসো। আসলে মোহাম্মদ ভাই এই কবিতার মাধ্যমে তার ভালোবাসার প্রিয় মানুষটিকে ফিরিয়ে আসার জন্য আহ্বান করেছেন। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে ছাড়া যেন জীবনটা মরুভূমির মতো। ভালোবাসার প্রিয় মানুষটা ছাড়া জীবনে সুখ-শান্তি আনন্দ খুঁজে পাওয়া যায় না। সেই প্রিয় মানুষটি যদি হারিয়ে যায় এবং সে যদি ফিরে না আসে, তাহলে মনের ভিতর হাজারো কষ্ট দিন যেন দিন কাটে হয়। মনের এই অনুভূতি, মনের আবেগও কষ্ট নিয়েই যেন মোহাম্মদ ভাই ভালোবাসার কবিতাটি লিখেছেন। তার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মধ্যে যেন বাস্তবতার আলো ফুটে উঠেছে। তাইতো এই কবিতাটি দেখে আমি আবৃত্তি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে তাই ফিরে এসো কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আবৃত্তি আপনাদের কাছে ভালো লাগবে।


কবিতার নাম -ফিরে এসো
কবিতার লেখক @mohamad786👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

দিন যায়, দিন আসে,
তবুও কেন আসো না?
তোমার পথ চেয়ে বসে থাকি,
তুমি কি তা জানো না?

বাতাসে ভাসে স্মৃতির সুর,
তবু তুমি শোনো না কেন?
চাঁদ জেগে থাকে একলা রাতে,
তবুও তুমি দেখো না কেন?

বলেছিলে আমায় ছাড়া
যাবে না কোথাও দূরে,
তবে ঠিকই চলে গেলে
আমায় একলা করে!

বাতাস বলে, নদী বলে,
তুমি নাকি আসবে ফিরে?
আমি বলি, ছলনা সবই,
তুমি কি ফিরবে কভু নিরবে?

আকাশ জুড়ে অন্ধকার,
তবুও আমি জ্বালাই আলো,
আসবে তুমি এই আশাতে
রেখেছি হৃদয়ের দ্বার খুলে।

আচ্ছা হয়েছে, অনেক হলো,
এবার তো ফিরে এসো,
তোমার ছোঁয়ায় বাঁচতে চাই,
এই মনটাকে সুধা দিও।

তোমায় ছাড়া একলা আমি,
জীবনটা যে হাহাকার,
ফিরে এসো, স্পর্শ দাও,
ফিরিয়ে দাও আমার সুখ!

কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


ভালোবাসার মায়া সত্যিই অসাধারণ। এই ভালোবাসার মায়া যার প্রতি তৈরি হয় তাকে ছাড়া যেন ভালই লাগে না। ভালোবাসার মায়া এবং মহব্বত নিয়ে যেন সুন্দর একটি জীবন সাজানো সম্ভব। ভালোবাসার প্রিয় মানুষটিকে ছাড়া জীবনের শান্তি জীবনের সুখ ফিরে আসে না। তাইতো প্রিয় মানুষটিকে নিয়ে মনের অনুভূতি এবং মনের আবেগ আমরা সুন্দরভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি, প্রিয় মানুষের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটানোর খুব ইচ্ছা। এই প্রিয় মানুষটি যখনই আমাদের কাছ থেকে চলে যায় তখন তার অভাব যে আমাদের মনে কতটুকু সেটা আমরা উপলব্ধি করতে পারি। তাই তো ভালোবাসার প্রিয় মানুষটিকে ফিরিয়ে আসার জন্য বারবার আমরা আবেদন জানাই। এই অনুভূতি নিয়েই লেখা এই কবিতাটি। তাই আমি কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের এই কবিতা আবৃত্তি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা আবৃতি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল। 🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আমার লেখা ফিরে এসো, কবিতাটি আপনি আবৃত্তি করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই।কবিতার আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আমার কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 10 months ago 

কবিতা টা সত্যিই খুব সুন্দর। আপনি প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ভালো লাগলো আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি দেখছি আমাদের প্রিয় মোহাম্মদ ভাইয়ের লেখা কবিতাটি আবৃত্তি করেছেন।ফিরে এসো কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ পাশে না থাকলে সবকিছু এমনিতে মরুভূমি লাগে। ধৈর্য ধরে সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।