আমার তোলা ফুলের কিছু রেনডম ফটোগ্রাফি ||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম, ☺️ আপনারা সবাই কেমন আছেন ?প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজের ফটোগ্রাফির দক্ষতা বাড়ানোর জন্য। আজকেও চেষ্টা করেছি সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করব।প্রতিনিয়ত ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে তারপর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ আনন্দিত।সব সময় চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দারুণ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে আমি রেনডম ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। ফুল আমাদের মনকে আলোকিত করে ফুলগুলো বেশ দারুন ছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।আশা করি দেখবেন আস্তে আস্তে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো।
🛤️পিকচার-১🛤️

IMG20250227150025.jpg

Location
Device : Reamle 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এই ফুলটির নাম গাঁদা ফুল।এটি আপনাদের সকলেরই সুপরিচিত ফুল এর আগেও আমি বেশ দারুন দারুন ফটোগ্রাফি করতাম আবারও আপনাদের মাঝে বেশ সুন্দর সুন্দর ফটো নিয়ে হাজির হব।ফুল প্রতিটা মানুষ পছন্দ করে এবং ফুলের সৌন্দর্য বেশ সুন্দর ছিল।

🛤️পিকচার-২🛤️

IMG20250227150044.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এই ফুলটার নাম আমি অনুসন্ধান করে জানতে পারলাম মিষ্টি উইলিয়াম বাংলা নাম আওয়ারা জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন এই ফুলটা বেশ অনেক ভালো লাগছিল আমার কাছে অনেক সুন্দর ও চমৎকারভাবে ফুটে উঠেছে।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার-৩🛤️

IMG20250227150030.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এই ফুলটির সাথে আপনারা সকলেই পরিচিত এই ফুলটির নাম হচ্ছে ডালিয়া ফুল।এটা সাদা বর্ণের ফুল দেখতে অনেকটাই ভালো লাগতেছে। গোলাপি এই কালারটা আমার অনেক ভালো লাগে। ফুলটি এখনো সম্পূর্ণ ফোটে নাই যখন বড় আকারে রূপ ধারণ করে ডালিয়া ফুলগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগে ।আশা করি ভাল লাগবে আপনাদের।

🛤️পিকচার--৪🛤️

IMG20250227150046.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

উপরে যে ফুলটি দেখালাম এটা একই ধরনের শুধু বর্ণটা আলাদা। এর সঠিক নাম আমার জানা নাই এই প্রজাতে ফুল অনেক আছে শুধু বর্ণটা আলাদা ।ফুল এতটাই সুন্দর দেখতেও যেমন ভালো লাগে।মনের ভিতর অনেক ভালো লাগা কাজ করে অপরূপ সুন্দরভাবে তৈরি হয়েছে ফুলগুলো।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৫🛤️

IMG20250227150050.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped
এই ফুলটি ও একই রকম কিন্তু কালারটা ভিন্ন এ ফুলগুলি বেশ চমৎকার দেখাচ্ছিল আমার তো নিয়মিত কাজ করা হয় না তাও আমি ফুলগুলি তুলে রাখলাম যে পোস্ট করা হবে। নিয়মিত হব খুব শীঘ্রই দোকানের কথাবার্তা চলছে দোকানটা ফাইনাল হয়ে গেলে বাড়ির সমস্যাটা দূর হয়ে যাবে। তখন একদম শান্তভাবে ওখানে বসে কাজ করতে পারব ।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফি পর্ব এবং আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।আমি সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার জন্য।সবসময়ই ভালো লাগে ফুলের ফটোগ্রাফি ও পশুপাখি ফটোগ্রাফি করতে।আজকে কিছু ভিন্নমাত্রার ফটোগ্রাফি করার চেষ্টা করেছি সাধারণ মানুষের কর্ম জীবন নিয়ে। সামনে আরো সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য।

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

এই ফুলটার নাম আমি অনুসন্ধান করে জানতে পারলাম মিষ্টি উইলিয়াম

এই ফুলগুলো হচ্ছে ডায়ান্থাস ফুল। এই ফুলগুলো অনেকগুলোর কালারের হয়ে থাকে। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার ক্যাপচার করা প্রতিটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

ভাই আপনি আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য কিংবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ফুলকে সবাই আমরা অনেক বেশি ভালোবাসি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

ভালো লাগলো ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সাদা রঙের ডালিয়া ফুলটি বেশি চমৎকার লাগলো। প্রত্যেকটি ফুলের এত সুন্দর নজর কারো ফটোগ্রাফি সহ চমৎকার ভাষায় বর্ণনা করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 9 months ago 

অনেক ভালো লাগলো আপু। আপনার বর্ণনা দেখে আশা করি পাশেই থাকবেন সব সময়।

 9 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

বেশ দারুন মন্তব্য করেছেন ভাইয়া। আশা করি এভাবেই পাশে থাকবেন।

 9 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। ডায়ান্থাস ফুলগুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।

 9 months ago 

ভাইয়া, আপনার ফুলের ফটোগ্রাফি দেখে সত্যিই অবাক হলাম।প্রতিটি ফুলের ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাদা রঙের ডালিয়া ফুলটি সত্যিই অসাধারণ দেখাচ্ছে। আপনি শুধু ছবি তুলেই থেমে যাননি, ফুলগুলোকে এত সুন্দরভাবে ভাষায় বর্ণনা করেছেন যে, একে দেখতে না পারলেও মনে হয়েছে যেন সে সময়টা আমি অনুভব করতে পারছি। আপনার পোস্টটা পড়তে খুব ভালো লাগলো। সত্যিই, এই ধরনের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন।

 9 months ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 9 months ago 

অনেক ভালো ছিল মন্তব্যটি ভাই।

 9 months ago 

ভাইয়া আজকে আপনি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম লাগে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। যদিও আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ভালো লাগার মত পছন্দের কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 9 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু ভালো লাগলো।

 9 months ago 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর পোস্ট শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে ক্যাপচার করেছেন৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনাও দিয়ে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা দেখে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।