দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১২ (বিবিধ)
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
কুইজ : (বিবিধ)
০১. পিজারো কে ছিলেন ? তিনি কেন একই সাথে কুখ্যাত এবং বিখ্যাত ইতিহাসে ?
০২. ইউরোপে আলু দক্ষিণ আমেরিকা থেকে সর্বপ্রথম কার হাত ধরে প্রবেশ করে ? এই আলুর জন্যই তিনি নাইটহুড স্যার উপাধি লাভ করেন, আবার এই আলুর জন্যই শেষমেশ তাঁর শিরোচ্ছেদ করা হয় ।
০৩. "Troy" হলিউড মুভিটি কোন বইয়ের গল্প থেকে নিয়ে তৈরী করা হয়েছে ? লেখক কে ?
০৪. কোনটির জন্ম আগে হয়েছে ? পৃথিবী নাকি চাঁদের ?
০৫. পৃথিবীতে প্রাপ্ত একমাত্র শীতল (খুবই কম তাপ, একরকম তাপহীনই বলা চলে) বায়ো-লাইট কোথায় পাওয়া যায়?
০৬. টিনটিন কমিক্সে ভারতে টিনটিন এসেছিলো মোট ক'বার ?
০৭. এস্টেরিক্স কমিক্সে কার গান শুনলে সবাই ভয়ে পালাতো ?
০৮. সমুদ্রের গভীরে পাওয়া কোন মাছকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে ?
০৯. সাপের মানুষ গিলে নেয়ার কথা বইতে পড়া ছাড়া তেমন কোনো বাস্তব প্রমান পাওয়া যায়নি । এ ব্যাপারে একটি মাত্র প্রমাণ (তাও প্রচুর বিতর্ক আছে) কোন দ্বীপে পাওয়া গিয়েছিলো ?
১০. এ পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীরাই একমাত্র তাদের দেহের ওজনের ৩০০ গুণ অব্দি বেশি ওজনের ভার বহন করতে সক্ষম ?
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩
টাস্ক ১৬৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 5932bed43785e29fff7750290d42bb892edafa295ad52c67402de3563dadb7e5
টাস্ক ১৬৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
@fabiha - 08
@yolvijrm - 07
@anisshamim - 07
@shyamshundor - 06
@monira999 - 05
@emranhasan - 06
@nasir04 - 05
@joniprins - 05
@aaliarubab - 09
Selected Winners :
Soon, All the winners will get upvotes to their active posts
প্রতিযোগিতায় বিজয়ী না হতে পেরেও, মনে মনে আমি বিজয়ী। কারন আপনার পোস্টে নিজের নাম মেনশন করাটাই আমার কাছে অনেক বড় বিজয় দাদা।
Thank you very much honorable @rme for this result. I'm sure you will organize such an amazing and informative contests for all of us.
Best Regards,
Aalia Rubab
Francisco Pizarro was a Spanish conquistador who led during the first half of the 16th century the expedition that would begin the conquest of Peru. He is recognized for having taken over the Inca empire, and for the level of mistreatment and subjugation to which he exposed the indigenous people.
It is believed that the person who introduced potatoes to Europe was Sir Walter Raleigh, to whom the English repaid the favor by beheading him in 1618.
Troy is a 2004 American-British epic film based on the Greek epic poem The Iliad by Homer, but also includes material from its sequel, The Odyssey, also by Homer, and The Aeneid by Virgil, as well as other sources.
The Moon was formed some 30 million years after the formation of the Earth, as a result of a colossal collision between a protoplanet and the Earth.
Bioluminescence is the process by which living organisms produce light; it is therefore a widespread phenomenon at all biological levels: bacteria, fungi, unicellular protists, coelenterates, worms, mollusks, cephalopods, crustaceans, insects, echinoderms, fish, jellyfish.
Tintin traveled alone once to India, chasing opium traffickers.
In the Asterix the Gaul comics, Asurancetrix is the village bard, who is a controversial artist, since his singing is horrible, to the point of scaring everyone away.
The coelacanth, which is a fish that was thought to have become extinct along with the dinosaurs 66 million years ago, but was unexpectedly found alive in 1938. This species lives in ocean depths of up to 800 meters, and is believed to live up to 100 years.
Although there is no solid evidence that snakes swallow people, some evidence of this was found on the island of Fiji in the southern Pacific Ocean.
Ants are known for their extraordinary power, their strength varying among different species. It is believed that weaver ants can lift up to 300 times their own weight.
I guess the answer you give to number 2 is the one looked for by the quiz maker, but actually I tend to think potatoes must have been taken to Europe by the Spanish who where the ones who conquered South America which is where potatoes are from.
এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে
আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem
উত্তরঃ
১.পিসার্রো ছিলেন একজন স্পেনীয় দখলদার (Spanish conquistador) যিনি ষোড়শ শতাব্দীতে স্পেনের রাজা প্রথম চার্লসের জন্য ইনকা সাম্রাজ্য দখল করেন এবং ১৫৩৫ সালে পেরুর রাজধানী, লিমা আবিষ্কার করেন।তিনি বিখ্যাত এবং কুখ্যাত উভয়ই কারণ, যদিও তিনি সাম্রাজ্য দখলে সফল হয়েছিলেন, তিনি আদিবাসীদের সাথে খুব খারাপ আচরণ করেছিলেন।
২.ওয়াল্টার রেলে ই প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে আলু নিয়ে আসেন। তাকে স্যার উপাধিতে ভূষিত করা হলেও পরে রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
৩."ট্রয়" সিনেমাটি "দ্য ইলিয়াড" বইয়ের গল্পের উপর ভিত্তি করে নির্মিত।লেখক-হোমার।
৪.চাঁদের আগে পৃথিবী হয়েছিল।
৫.বায়ো-লাইট,যা জীবিত জিনিস দ্বারা উৎপাদিত আলো, কিছু ধরণের মাছ এবং জেলিফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীতে পাওয়া যায়।
৬.টিনটিন কমিক্সে ভারতে টিনটিন মাত্র একবার সফর করেছিলেন।
৭.এস্টেরিক্স কমিক্সে, অ্যাসুরেন্সট্রিক্স হল গ্রামের বার্ড, যিনি একজন বিতর্কিত শিল্পী, যেহেতু তার গাওয়া ভয়ঙ্কর, সবাইকে ভয় দেখানোর মতো।
৮.কোয়েলাক্যান্থ হল এমন একটি মাছ যা ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরের সাথে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয়েছিল, কিন্তু ১৯৩৮ সালে অপ্রত্যাশিতভাবে জীবিত পাওয়া গিয়েছিল। এই প্রজাতিটি ৮০০ মিটার পর্যন্ত সমুদ্রের গভীরতায় বাস করে।
৯.দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপে এর কিছু প্রমাণ পাওয়া গেছে।
১০.তাঁতি পিঁপড়া তাদের নিজের ওজন ৩০০ গুণ পর্যন্ত তুলতে পারে।
১.পিজারো একজন ফ্রেন্স দখলদার।তিনি ইনকাদের পরাজিত করার জন্য বিখ্যাত এবং একই সাথে তাদের সাথে নির্মম আচরণ করার জন্য কুখ্যাত।
২. ওয়াল্টার রেলে।
৩.বইয়ের নাম"ইলিয়াড"।লেখক মহাকবি হোমার।
৪.পৃথিবীর জন্ম আগে।
৫.সমুদ্রের অনেক গভীরে।
৬.একবার।
৭.গ্রাম্য শিল্পী যার ফ্রেন্স নাম assurancetourix
৮. হ্যাগ ফিস।
৯.ফিজি দ্বীপে।
১০.পতঙ্গ শ্রেণীর প্রাণী।যেমন:পিপড়া।
১. পিজারো একজন স্প্যানিশ দখলদার ছিলেন। তিনি ইনকাদের পরাজিত করার জন্য যেমন বিখ্যাত হয়েছিলেন তেমনি তাদের উপর নির্মম অত্যাচার করার জন্য কুখ্যাত হয়েছিলেন। দুই দিক থেকেই উনার পরিচিতি ছিল।
২. ওয়াল্টার রেলে।
৩."Troy" হলিউড মুভিটি গ্রীক এপিক পয়েম " দ্য ইলিয়াড"এর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। লেখক মহাকবি হোমার।
৪. চাঁদের আগে পৃথিবীর জন্ম হয়েছিল।
৫. সমুদ্রের গভীরে থাকা কিছু প্রাণীর শরীরে পাওয়া যায়।
৬. ১ বার সফল হয়েছিল।
৭. অ্যাসুরেন্সট্রিক্স।
৮. প্রশান্ত মহাসাগরের সমুদ্রের শীতল পানিতে পাওয়া হ্যাগফিসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে।
৯. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপে এরকম ঘটনার কিছু আভাস পাওয়া গেছে।
১০.পিঁপড়া।
Pizarro was a Spanish explorer who led a group of men to conquer the Inca Empire in South America. He is both famous and infamous because, although he was successful in taking over the empire, he also treated the indigenous people very badly.
Walter Raleigh was the first person to bring potatoes from South America to Europe. He was honored with the title of Sir, but was later executed for treason.
The movie "Troy" is based on the story in the book "The Iliad", written by Homer.
The Earth was formed before the moon.
Bioluminescence, which is light produced by living things, can be found in deep sea creatures like some types of fish and jellyfish.
Tintin only visited India once in the comic book series.
In the Asterix comics, the song of a bard named Assurancetourix would make everyone run away in fear.
A type of fish called the coelacanth is called a living fossil because it has been around for a very long time.
There is no solid evidence of snakes swallowing people, but some evidence was found on the island of Fiji.
Ants are the only animals that can carry more than 300 times their own weight.
CC: @rme
উত্তর:
১.পিজারো একজন ফ্রেন্স দখলদার। তিনি ইনকাদের পরাজিত করায় বিখ্যাত হয়ে ওঠেন। তবে তিনি নির্মমতা থেকে দূরে থাকেননি। পিজারো একজন ধর্ষক না হলেও তিনি ইনকা সেনাপতিসহ অন্যন্যদের সাথে নির্মম আচরণ করার জন্য কুখ্যাত হয়ে ওঠেন।
২. ওয়াল্টার রেলে।
৩. ট্রয় হলিউড মুভিটি দ্য ইলিয়াড বইয়ের গল্প থেকে নেয়া এবং বইটির লেখক ছিলেন মহাকবি হোমার।
৪. পৃথিবীর জন্ম আগে হয়েছে।
৫. গভীর সমুদ্রে কিছু মাছ বা প্রানীর শরীরে এধরনের আলো দেখতে পাওয়া যায়।
৬. টিনটিন কমিক্সে ভারতে টিনটিন এসেছিলো মাত্র একবার।
৭. এস্যুরেন্সটোরেক্স
৮. হ্যাগফিস। প্রাণীটি জন্মান্ধ।
৯. ফিজি দ্বীপে কিছুটা প্রমান পাওয়া গিয়েছে।
১০. পিঁপড়া।
১.পিজারো।তিনি স্প্যানিসদের সম্রাজ্য দখল করার জন্য বিখ্যাত আর আদিবাসীদের ওপর খারাপ ব্যাবহারের জন্য কুখ্যাত।
২.ওয়াল্টার রেলে।
৩.ট্রয় সিনেমাটি, "দ্য ইলিয়াড" বই থেকে নেওয়া আর বইয়ের লেখক,"মহাকবি হোমার"।
৪.পৃথিবী আগে সৃষ্টি হয়েছে।
৫.গভীর সমুদ্রে বায়োলাইট পাওয়া যায়।
৬.মাত্র একবার।
৭. আ্যাসুরেন্সটৌরিক্স নাম বার্ড।
৮.হ্যাগ ফিস নামক মাছ।
৯.ফিজি দ্বীপ এ।
১০.পতঙ্গ শ্রেণীর প্রাণীরা।