দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৩

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :


০১. কোন পদ্ধতিতে বিনা তারে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব ?

০২. কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।

০৩. স্টিমিটে উইটনেস এর ভূমিকা কি ? কেন এদেরকে স্টিমিট ইকো সিস্টেমে সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে ?

০৪. ব্যাঙ বৃষ্টি, মাছ বৃষ্টি, মটরশুঁটি বৃষ্টি, পাখি বৃষ্টি । এগুলো অত্যাশ্চর্য ঘটনা হলেও একেবারেই কোনো বিরল ঘটনা নয় । এর পেছনের আসল কারণটা কি ?

০৫. মানুষের চোখ একটি অত্যাশ্চর্য বস্তু । ঠিক যেন একটা ক্যামেরা । আমাদের চোখের রেটিনায় রড ও কোন কোষের পরিমাণের তারতম্য ঘটিয়ে যে কোন দৃশ্য সেখানে বেশ কিছুক্ষন স্থায়ী করে রাখা যায় । এবং ফিল্মের নেগেটিভ ডেভেলপ করার মতো সেটাকে দৃশ্যমান বোধগম্য ছবিতে রূপান্তর করা যায় । বায়ো-কেমিস্ট্রির এই অদ্ভুত বিদ্যার নামটি কি ?

০৬. ইতিহাস বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার কে গুপ্ত হত্যা করেন তাঁরই সেনেটররা । কোন অস্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয় ?

০৭. জগদ্বিখ্যাত কোন কমিক্স বই পৃথিবীতে সর্বাধিক বেশি ভাষায় অনূদিত হয়েছে ?

০৮. আমাদের খুবই পরিচিত একটি প্রাণী যার জীন সিকুয়েন্স এর সাথে আমাদের পৃথিবীর কোনো প্রাণীর মিল নেই । এ জন্যই এই প্রাণীটিকে অনেক জীববিজ্ঞানীই পৃথিবীর বাইরে থেকে আসা কোনো প্রাণী বলে অভিহিত করেন ।

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৭১ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 8ed860c98b70199856945b6a8f979f7a22833d0ebb93a2bad5a8d7394e9d6c30

টাস্ক ৭১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Sort:  
 2 years ago 

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.শুকর
৩.স্ট্রিম ব্লকচেইনে যত কার্যক্রম হচ্ছে অর্থাৎ পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে যারা ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় উইটনেস (Witnesses বা স্বাক্ষীবৃন্দ)
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উড়ে চলে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে বৃষ্টি আকারে নেমে আসে।
৫.optography
৬. ২৩ টি ছুরিকাঘাতে
৭. The adventures of asterix
৮. অক্টোপাস
৯. মাউন্ট ভিসুভিয়াস থেকে ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে তিনি স্টেরিকস গ্রামের একমাত্র ছিলেন যিনি অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

 2 years ago 

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.টিকটিকি
৩.পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করাই উইটনেসের কাজ।
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উপরে উড়ে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে সেগুলো বৃষ্টি আকারে নেমে আসে।
৫.অপটোগ্রাফি
৬. ছুরিকাঘাতে
৭. The adventures of asterix
৮. অক্টোপাস
৯. মাউন্ট ভিসুভিয়াস থেকে ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

 2 years ago 

১. তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২.টিকটিকি
৩.পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করা উইটনেস এর কাজ।এসব কাজ করার জন্যই স্টিমিট ইকো সিস্টেমকে সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়।
৪. টর্নেডোর সময় মাছ বা অন্যান্য প্রাণী পানির সাথে উড়ে চলে যায় এবং পরবর্তীতে মেঘের মধ্যে জমা হয়ে থাকে। পরে বৃষ্টি আকারে নেমে আসে।
৫.অপটোগ্রাফি
৬. ২৩ টি ছুরিকাঘাতে
৭. দি এডভেঞ্চার অফ এস্টেরিক্স
৮. অক্টোপাস
৯. ৭৯ খৃস্টাব্দে অগ্নুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল
১০. তিনি যখন শিশু ছিলেন তখন তিনি গলদের জাদুর ওষুধের কড়াইতে পড়েছিলেন। যার ফলে তিনি স্টেরিকস গ্রামের একমাত্র ছিলেন যিনি অতি মানবীয় শক্তির স্থায়ী অবস্থায় রয়েছেন।

 2 years ago 

প্রশ্নগুলোর উত্তর দেওয়া হল👇

১)উত্তর:তার বিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
২)উত্তর:টিকটিকি
৩)উত্তর:পোস্ট, কমেন্ট, আপভোট, ট্রান্সফার ইত্যাদি সবগুলোকে ভেরিফাই করে ব্লক প্রোডাকশনে অংশগ্রহণ করাই উইটনেসের কাজ।
৪)উত্তর:শক্তিশালী টর্নেডোর কারণে।
৫)উত্তর:photogene
৬)উত্তর:ছুরিকাঘাতে
৭)উত্তর:The adventures of asterix
৮)উত্তর:অক্টোপাস
৯)উত্তর :আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
১০)উত্তর:জাদুর ওষুধের কড়াইতে পড়ে গেছিলো।

 2 years ago 

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

উওরঃ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলো। ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামা পাথর এর নিচে শহরটি চাপা পড়ে যায়।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

১.তারহীন বিদ্যুৎ প্রবাহ

 2 years ago 

1st : Witricity মাধ্যমে মূলত তার বিহীন বিদ্যুৎ সংযোগ তৈরী করা যাবে। এটি মূলত চৌম্বক ক্ষেত্রে মাদ্ধমে বিদ্যৎ প্রবাহিত করবে।
2nd : ax-oh-lot-el
3rd : উইটনেস মূলত স্টিমিট ব্লক চেইন এর সকল ব্লক গুলো প্রডিউস করে থাকে। সেই জন্যই ওদেরকে স্টিমিট ইকো সিস্টেম এর সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়।
5th : photogene ;
6th : ছুরিকাঘাতে নিহত হন ;
7th : the holly bible
8th : পানিভল্লুক
9th : পম্পেই 24 আগস্ট, 79 সিইতে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হয়েছিল .

 2 years ago 

০১. কোন পদ্ধতিতে বিনা তারে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব ?

উত্তর: তারহীন বিদ্যুৎ প্রবাহ