শেষমেশ || নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।

২৪শে এপ্রিল, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ একটা নাটক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আমার রিভিউ পোষ্ট করার মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগেবে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


📋 নাটকের তথ্য


পরিচালককাজল আরেফিন ওমে
লেখককাজল আরেফিন ওমে
অভিনয়েজিয়াউল হক পলাশ, পার্স ইভানা, মনিরা আক্তার মিঠু, তানজিম হাসান অনিক, সাইদুর রহমান পাভেল, ইশরাত জাহীন আহমেদ, সাদিয়া তানজিন, জিল্লুর রহমান।
প্রকাশিত১৩ এপ্রিল, 2024 ২০২৪
সময়১ ঘন্টা ৫৭ মিনিট

115.png


শেষমেশ

এই ঈদে দুটি চমৎকার নাটক রিলিজ করা হয়েছে, তার মধ্যে এটি বেশ অন্যতম। এই ওয়ার্ড উচ্চারণ করেছি নাটক রিভিউ এর ক্ষেত্রে এটা মনে হয় না হয়েছে কিংবা হবে। ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না তবে একটু অবসর পেয়েই ছুটে আসলাম আপনাদের কাছে একটা নতুন নাটক রিভিউ করতে।

ইভানা অর্থাৎ এই নাটকের যে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি তার জীবনের বেস্ট কাজ করেছেন তিনি যদি আর কোনদিন অভিনয় না করেন তাও তার কষ্ট হবে না। খানিকটা এমন ছিল তার ফেসবুকের পোস্ট, আমি খুবই কৌতুহলী ছিলাম নাটকটি দেখার জন্য, তবে নাটকের থাম্বেল দেখে খুব একটা পছন্দ হয়নি আমার। কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম যখন নাটকটার মধ্যে আমি ক্লিক করলাম।


Screenshot_1.png

Screenshot_2.png

Screenshot_3.png


জাস্ট ২ মিনিটের মাথায় গল্পটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেল আপনি দেখতে বাধ্য, প্রায় এক ঘন্টা খানিকের একটা নাটক আপনি বেশ ইনজয় করবেন। নাটক বললে ভুল হবে কেননা এখানে অভিনয়ের থেকে ইমোশন বেশি প্রকাশ করা হয়েছে। এখানে যতজন অভিনয় করেছে তারা প্রত্যেকেই আমাদের পরিচিত, আমি জানি তারা আরো অনেক কঠিন কঠিন ক্যারেক্টার অভিনয় করেছেন বিগত সময়। সেই তুলনায় এখানে অভিনয় যে খুব কঠিন ছিল এমনটা নয় তবে এই নাটকের ইমোশনটা বেশি ছিল।

ইমোশনের জন্য এই নাটকটা এতটাই পপুলার হয়েছে, যাই হোক নায়িকা ফেসবুকে এমন পোস্ট দেখে নাটকটি দেখা শুরু করলাম, দুর্দান্ত একটা বন্ধু মহল এনজয় করছিল পলাশের মা এসে পার্টিটা ভেসে দিল, মজার একটা পরিস্থিতির মধ্যেই হঠাৎ চমকে উঠে দেখতে পেলাম পলাশের মা অসুস্থ অর্থাৎ আমরা ছিলাম স্বপ্নে।


Screenshot_6.png

Screenshot_4.png

Screenshot_5.png


বলেছি আমরা দুই মিনিটের মাথায় এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাবে আপনাকে নাটক দেখতে হবে তাই ঘটেছে। সব থেকে বেশি ইমোশন কাজ করেছে এখানে আমাদের অনেকের বাবা আমায় বয়স হতে হতে অসুস্থ হয়ে যায় অনেকে আবার স্ট্রোক করে থাকেন, এ সময় তারা আসলে বাচ্চা হয়ে যায় তাদেরকে দেখভাল করার জন্য লোক প্রয়োজন।


Screenshot_9.png

Screenshot_7.png

Screenshot_8.png


অসম্ভব সুন্দরভাবে মা এবং ছেলের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এখানে, এই নাটকের বেশ কয়েকটি লাইন স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটা ডায়লগ বেশ ভালোই লেগেছে, ‘‘তুমি তো ছোটবেলা আমাকে গোসল করিয়ে দিতে আজকে আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছে এতে লজ্জা পাওয়ার কি আছে’’ এ লাইনটা যখন বলবেন নাটকের মধ্যে আপনার মধ্যে একটা অন্যরকম মায়া চলে আসবে।


Screenshot_10.png

Screenshot_11.png

Screenshot_12.png


বলতে হবে এই নাটকের মিউজিক বেশ দুর্দান্ত, কেননা একটা গান ছিল সেখানেও চমৎকার লিরিক্স এবং কোরিওগ্রাফি ছিল এবং ইমোশনের প্রত্যেকটা জায়গায় এত চমৎকার ব্যাকগ্রাউন্ড প্লে হয় যেটা আপনাকে কানেক্ট করবে।

মায়ের সুস্থতার জন্য ছেলে মিথ্যে কথা বলে একজন ডিরেক্টর এর কাছ থেকে নায়িকা ভাড়া করে নিয়ে আসে নিজের প্রেমিকা হিসাবে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায় মায়ের এতই পছন্দ হয়ে যায় যে এই মেয়েকেই সে তার পুত্রবধূ করতে চায়। কথায় আছে একটা মিথ্যে কথা কভার করতে দশটা মিথ্যে কথা বলতে হয়।


Screenshot_13.png

Screenshot_14.png

Screenshot_15.png


গার্লফ্রেন্ডের অভিনয় করতে এসে শেষ পর্যন্ত মিথ্যে বিয়ে পর্যন্ত যেতে হয়, মায়ের খুশির জন্য ছেলে মিথ্যে বিয়ে পর্যন্ত করে। পুরো সময়টা এত পরিমাণ ইমোশন কাজ করবে এত পরিমান কানেক্টেড হতে পারবেন যেন ক্যারেক্টারের মধ্যে আপনি ঢুকে যাবেন। মায়ের সুস্থতার জন্য গার্লফ্রেন্ড এবং তার পরিবার ভাড়া করে নিয়ে আসে শুধুমাত্র তার খুশির জন্য, এত কিছু করার পর যেদিন বিয়ে হয় তার পরের দিনই তার মা মারা যায়। মায়ের সাময়িক খুশির জন্য ছেলের এতটা সেক্রিফাইস যেন দর্শকের মনে দাগ কেটেছে। এ নাটকের গল্প দিয়ে নয় এ নাটকের ইমোশন দিয়ে জর্জ করতে হবে, আমরা বাঙালি বেশি ইমোশনাল এবং এবছরের এটা বেস্ট ইমোশনাল নাটক বলে আমি দাবি করতে পারি।

মায়ের এবং ছেলের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এখানে, সাবজেক্ট টা অনেক পুরনো তবে এটা নিয়ে খুব একটা কাজ করা হয় না। পুরনো একটা সাবজেক্টকে নতুন ডিরেক্টর নতুন কাস্টিং নতুন ভাবে ফুটিয়ে তুলেছে আপডেট ভার্সন। সাধারণত বর্তমানে নাটকের মধ্যে প্রেম ভালোবাসাটাই প্রাধান্য দেয়া হয় এখানে খানিকটা ব্যতিক্রম হয়েছে। মায়ের জন্য ছেলেরা তো সেক্রিফাইস দর্শকের মনে দাগ কেটেছে, গল্প দিয়ে নয় নাটকটাকে দেখতে হবে ইমোশনের চোখ থেকে, আমিও তাই গল্প কিংবা অভিনয় দেখে বিচার করছি না ইমোশনের জায়গা থেকে আমি এই নাটকে ১০/১০ মার্ক দিতে চাই, এবং এ বছরের বেস্ট ইমোশনাল নাটক হিসেবে আখ্যায়িত করতে চাই।

নাটকটির ইউটিউব লিংক

আপনি চাইলে নাটকটি ইউটিউব থেকে দেখে নিতে পারেন।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

নাটকটি আমি দেখেছি ভাই। নাটকটি সত্যি সমাজের বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে অনেকটা।তাই আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে নাটকটিতে যখন মা অসুস্থ হয়ে যাওয়ার পর গোসল করানো হয়, এই দৃশ্যটি দেখে যেন চোখ দিয়ে পানি বের হয়েছিল। সত্যিই আপনার আজকের রিভিউটা পরে আরো ভালো লাগলো।

 last month 

শেষমেষ নাটকটি আমি কালকেই দেখলাম ভাইয়া অসাধারণ একটি নাটক। পলাশ তার অসুস্থ মায়ের প্রতি অনেক যত্নশীল। তার মাকে সুস্থ করার জন্য সে অভিনেত্রী কে নিয়ে এলো। এবং তার মা যখন বিয়ের পাকা কথা বলতে চাই তার জন্য সে অভিনয় করা বাবা মাকে নিয়ে এলো। এবং একটি মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিল তার মাকে। সব থেকে খারাপ লাগে যখন তার মা মারা যায়। শেষমেষ নাটকটি আমার দেখা একদম সেরা নাটক। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার নাটক রিভিউ পড়ে।

 last month 

আপনি সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। শেষমেশ নাটকটি এখনো দেখি নাই তবে তার কিছু অংশ দেখছি।নাটকটি খুবই ভালো ছিল,পুরোপুরি নাটকটি দেখলে আরো বেশি ভালো লাগবে।যাইহোক আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

অনেক দিন নাটক দেখা হয় না।আপনার আজকের নাটকের রিভিউ পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। এই নাটকটি আরো কয়েকজন রিভিউ করেছে।আপনি সুন্দর রিভিউ করলেন।মা ও ছেলের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।সময় সুযোগ মতো দেখবো নাটকটি আশাকরি।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

ইদানিং কাজল আরেফিন অমি দারুণ দারুণ কিছু কাজ করছে। শেষমেশ নাটক টা আমি দেখিনি। কিন্তু নাটক টার পুরো কাহিনী আমি জানি। আপনার রিভিউ টা পড়েও একটু ধারণা পেলাম। একটা ছেলের তার মায়ের জন্য কী করা উচিত বা কতটুকু করতে পারে এই নাটকে সেটা দেখানো হয়েছে। পলাশের অভিনয় ছিল দূর্দান্ত। দারুণ রিভিউ করেছেন নাটক টার। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 last month 

গত কয়েকদিন আগে কে জানি নাটকটা রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছিল। আর তখনই আমি নাটকটা দেখার সুযোগ পেয়েছিলাম আর বিস্তারিত ধারণা পেয়েছিলাম। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে নাটকটা রিভিউ করে দেখেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো আমার। শেষমেষ নাটকটা বেশ চমৎকার।

 last month 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি কয়েকদিন আগে দেখেছিলাম নাটকটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এই নাটকটির রিভিউ আমি ও দিয়েছিলাম। আজ আবার নাটকের রিভিউ টা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last month 

আজ আপনি যে নাটকটার রিভিউ পোস্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম বেশ কয়েকদিন আগে। এই নাটকটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু শেষে এরকম কিছু হবে এটা ভাবতেই পারিনি। নাটকটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছিল। নায়কের মায়ের মৃত্যুটা সত্যি অনেক খারাপ লেগেছে। আপনি পুরো নাটকের কাহিনীটা সুন্দর করে রিভিউর মাধ্যমে ভাগ করে নিলেন। ধন্যবাদ এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46