অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? প্রত্যাশা করি সবাই পরিবারকে নিয়ে সুন্দরভাবে এই শীতের মুহূর্তে দিনগুলো অতিক্রম করছেন।সবার সুস্থতা কামনা করছি। কারণ এই শীতের মুহূর্তে ভালো থাকাটা অনেক কঠিন।কমবেশি সবার ঘরে ঘরে ঠান্ডা জনিত অসুস্থতা ভুগছে অনেকেই। তাই নিজের প্রতি যত্নশীল হয়ে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে।

cherry-blossoms-7863573_1280.png
source

কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। আর কবিতা পড়তে আরো ভালো লাগে। তাইতো চেষ্টা করি সবার কবিতা গুলো পড়ার জন্য কারণ শেখার কোন শেষ নেই। প্রকৃতির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।শীতের সময়ে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ লাগে। তাইতো সেই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিরিবিলি পরিবেশে বসে কিছু কবিতা লেখার চেষ্টা করলাম।আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আমার স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে আজও আপনাদের মাঝে হাজির হলাম আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে।অনু কবিতাগুলো ছোট হলেও তার ছন্দ ও কথাগুলো ব্যাপক অর্থ বহন করে।

জানিনা আমার কবিতা কার কেমন লাগে। তবে আমি মনে করি কবিতা লেখা অনেক কঠিন কারণ সব সময় কবিতার ছন্দ গুলো মাথায় আসেনা।কবিতা নিরিবিলি পরিবেশে লিখলে অনায়াসে অনেক ছন্দ আসে মনের ভেতর।আর সেই সুন্দর মুহূর্তে অনেক কবিতা লেখা যায়।মনের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে কবিতায়। কবিতা বাস্তব ও কাল্পনিক দুটোই হয়ে থাকে। তবে বাস্তবতা কে সবার মাঝে তুলে ধরতে আমার অনেক ভালো লাগে। আর কল্পনা সে তো স্বপ্ন। স্বপ্ন দেখতে কার ভালো লাগেনা।স্বপ্ন আছে বলেই আজও আশা আছে। আর এক বুক আশা নিয়েই মানুষ বাঁচে। চলুন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ অনু কবিতা দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনেক কবিতা
সায়মা আক্তার

অনু কবিতা-০১

নিরবতায় যখন থাকি
চুপটি করে আকাশ দেখি।
আকাশটা আমার জন্য
অপেক্ষা কি করে।
বিশালতা উদারতার মাঝে
নিল আকাশ দেখে
কবির কাব্যে ছন্দ আসে।

অনু কবিতা-০২

নীলে নীল নিলীমা
তোমার অপূর্ব সেই রূপে
মুগ্ধ করছে দিনে দিনে,
আকাশ ভরা তারার মেলা
করছে ঝিকিমিকি,
হৃদয় জুড়ে সপ্ন আমার
তাই তো তোমায় দেখি।

অনু কবিতা-০৩

শিশির ভেজা শীতের সকাল
সবুজ সতেজতা প্রকৃতি,
মনটা খুশি তোমায় দেখে
হৃদয়ে আবেগের যতো অনূভুতি।

অনু কবিতা-০৪

সবুজ সবুজে সমারোহ
প্রকৃতি সেজেছে অপরুপ,
দক্ষিনা বাতাসে হৃদয় দোলে
কাশফুলে মন ফাগুনে হাওয়া এসে
আবেগ অনূভুতি জোয়ার ভাসে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

g6br9NKHvSoC71cm1RJeoJfnbcHGrrVVAnHeFrNCkt7mK8ugfVjqt7jrV1UtQGTBUpd5ZTKLwJ8MKikzoyt73wqU8hTeuPWNf6eSEfgRtm...Psr6wFi7gaaRsJ2AdnZ7K4PcUGcTNTbZqgkQBgSncgC5FTwsJcM6Ls7VG3bHZiik6nXw2VzxfXiEYvGfwWqyB6rsnfh4bDvejo8enAGws1ZrVnzhuHfQtdaSu.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 10 days ago 

খুব সুন্দর ভাবে আপনি কবিতা লিখেছেন আপু। ঠান্ডা চলে আসছে শিশির ভেজা সকাল এসে গেছে। আর এভাবেই একাধিক কবিতা লিখেছেন। কবিতারা লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল

 9 days ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে এটা আমার বড় পাওয়া।

 10 days ago 

অনু কবিতা গুলোর মাধ্যমে খুব সহজে অল্প কিছু শব্দের মাধ্যমে মনের ভাবগুলো প্রকাশ করা যায়। আরো অনেক ভালোভাবে ছন্দের মিল থাকে বলে আবৃত্তি করে অনেক ভালো লাগে।আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো আবৃত্তি করে অনেক মজা পেলাম।অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন আজ।

 10 days ago 

আমার কবিতাগুলো আবৃত্তি করতে আপনার ভালো লেগেছে। শুনে অনেক ভালো লাগলো।

 10 days ago 

ঠিক বলেছেন আপু নিরিবিলি পরিবেশে বসে কবিতা লিখলে অনেক ছন্দ এমনেতেই মাথায় চলে আসে। আপনি আজ খুব সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। অনু কবিতা পড়তে ও লিখতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 days ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার লাইন গুলো খুবই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। ঠিক বলেছেন আপু শীতের সকালে সবুজ প্রকৃতির সাথে সময় কাটালে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 10 days ago 

একটা অন্য কবিতা এক এক ধরনের অনুভূতিকে প্রকাশ করেছে। দারুণ দারুণ চারটি অনু কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রত্যেকটা অনুভূতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ এই অনু কবিতা গুলোর একটা আলাদা গভীর অর্থ রয়েছে।

 10 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে কবিতা লেখা এবং কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

 10 days ago 

আপনার কবিতা এবং অণু কবিতা গুলো দারুণ হয় আপু। এই অণু কবিতা গুলো জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম এবং তৃতীয় অণু কবিতা দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 10 days ago 

বেশ কয়েকটি দারুন দারুন কবিতা লিখে আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন অনু-কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। অল্প কথার ছন্দে মনের ভাবকে খুব ভালোভাবে প্রবেশ করা যায়। ধন্যবাদ আপনাকে

 10 days ago 

সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ।

 10 days ago 

আপনার সুন্দর সুন্দর অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে অনু কবিতা লিখেছেন। ভাষাগুলো অসাধারণ ছিল।

 9 days ago 

আমার অনু কবিতা গুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে। এটাই আমার লেখার সার্থকতা।

 9 days ago 

এই ধরনের অনু কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন।

 9 days ago 

সবগুলো অনু কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

 9 days ago 

ঠিক বলেছেন আপু অনু কবিতাগুলো ছোট হলেও তার ছন্দ ও কথাগুলো ব্যাপক অর্থ বহন করে। আপনার অনু কবিতাটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো। আপনার কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 9 days ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।