আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| শেয়ার করো তোমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি।
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? প্রত্যাশা করি এই শীতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সবাই পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রত্যেক দিনের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটা একটু ব্যতিক্রম।প্রতিযোগিতা মানে মনের ভেতর অন্যরকম একটি ইমেজ কাজ করে।আমার বাংলা ব্লগ কমিউনিটির আমাদের সকলের প্রিয় @rme দাদা, ছোট দাদা, দিদি ও এডমিন, মডারেটর ভাই-বোনেরা আমাদের জন্য দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। শীতের সময়টা সত্যিই অসাধারণ।শীতের আবহাওয়া শীতের প্রকৃতি সবকিছুই ভালো লাগে।যদিও শীতের সময়টা মানুষ অসুস্থ বেশি হয় তারপরও এই শীতের আবহাওয়ায় অন্যরকম অনুভূতি কাজ করে।চারদিকে প্রকৃতির সতেজতা,গাছে গাছে ফুল ও তাজা তাজা সবজি।প্রকৃতি দেখে যেমন চোখ জুড়িয়ে যায় তেমনি তাজা তাজা সবজির রেসিপি খেতেও অতুলনীয় স্বাদ।শীতের সময় এই সবজিগুলো দিয়ে রেসিপি তৈরি করলে খেতে যেমন মজা কিন্তু অন্য মৌসুমে এই সবজি গুলো খেতে অতটা মজা লাগেনা। তাইতো যখনকার যে সিজন সেই সময় সেই ফল সবজি খেতেই বেশি ভালো লাগে। হ্যাং আউটে দাদা যখন মজার মজার রেসিপির কথা বলছিল তখনই আইডিয়া করে নিয়েছি দাদার এই প্রিয় রেসিপিটি তৈরি করা যাক।তাই দেরি না করে ঝটপট সকালে সবজি কিনে এনে তৈরি করে ফেললাম শীতের সবজি দিয়ে ইলিশ মাছের সুস্বাদু ঝোল।
আমি বরাবরই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার অনেক ভালো লাগে তাইতো কোন প্রতিযোগিতা মিস করতে চাই না। শীতের সবজি দিয়ে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনটি দেখেই চলে এলাম শীতের সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।ইলিশ মাছ।
২।কাঁচামরিচ।
৩।পেঁয়াজ।
৪।ধনিয়া পাতা।
৫।ফুলকপি।
৬।মুলা।
৭।বেগুন।
৮।টমেটো।
৯।আলু।
১০।হলুদের গুঁড়ো।
১১।জিরা গুঁড়ো।
১২।মরিচের গুঁড়ো ।
১৩।লবণ।
১৪।সয়াবিন তৈল।
প্রথমে ইলিশ মাছের গা থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি।
এবার সেই ইলিশ মাছ পিস করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি ।
কাঁচা মরিচ পরিষ্কার করে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
মুলার গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি ।
এবার মুলো গুলো রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
মুলা গরম পানিতে ভাপিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
বেগুন রান্নার উপযোগী করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
টমেটো পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়ে সেই আলুগুলোকে মিহি করে মেখে নিয়েছি।
এবার একটি কড়াইয়ে পেঁয়াজ কুঁচি,মরিচ কুঁচি, হলুদ, জিরা গুঁড়ো, লবণ তৈল দিয়ে ভেঁজে নিয়েছি।
ভেঁজে নেওয়া মসলায় ইলিশ মাছগুলো দিয়ে আবারো কষিয়ে নিয়েছি।
এবার প্রেসার কুকারে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি,হলুদের গুঁড়া, জিরার গুঁড়া,লবণ,তৈল দিয়ে মসলাগুলো সুন্দর করে কষিয়ে তার ভেতরে সবজি দিয়ে দিয়েছি।
সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার ভেতরে মিহি করে নেওয়া আলুগুলো দিয়ে আবারো কষিয়ে নিয়েছি।
কষিয়ে নেওয়া সবজিতে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি।
এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে সেই মাছগুলো সবজিতে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ রান্না করেছি। ধনেপাতার কুঁচি তরকারিতে দিয়ে দিয়েছি।যখন তরকারির পানি কমে গিয়েছে এবং বুঝতে পারলাম তরকারি হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।শীতের সবজি দিয়ে ইলিশ মাছের ঝোলের সুস্বাদু রেসিপির একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। প্রতিযোগিতা উপলক্ষে আপনার তৈরি করা রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
জি ভাই এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু ছিল।
https://x.com/mst_akter31610/status/1872684271883944389?t=_G4TdhDMbO7OW4ChufyLpQ&s=19
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি।ইলিশ মাছ একটি সুস্বাদু মাছ শীতের সবজি দিয়ে রান্না করলে খেতে দারুন লাগে। আজকের আপনি আলু, বেগুন, টমেটো, মুলা ও ফুলকপি , ধনেপাতা দিয়ে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা করে রেসিপি টি শেয়ার করেছেন। দেখে আমার কাছে বেশ ভালো লাগলো।
আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশ দারুণভাবে ফুলকপির রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার এত সুন্দর রেসিপি তৈরি করতে দেখে ভালো লেগেছে।
আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।
আপনি যেন প্রত্যেকটা সবজি খুব সুন্দর ভাবে ফটো ধারণ করে দেখানোর চেষ্টা করেছেন। আর এভাবে তৈরি করেছেন চমৎকার একটি রেসিপি। শীতের সময় যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সবই আমার কাছে অনেক অনেক পছন্দনীয়। তবে টমেটোটা একটু বেশি পছন্দ করি আমি।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ইলিশ মাছ তো এমনিতেই অনেক সুস্বাদু আর সবজি দিয়ে রান্না করলে খেতে আরো ভালো লাগে। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের সবজিগুলো দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুস্বাদু সবজি রেসিপি তৈরি করেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
শীতকালীন সব পুষ্টিকর সবজি দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।আপনার তৈরি ইলিশ মাছের এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। বিশেষ করে রেসিপির উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
জি ভাই রেসিপিটি খেতে অনেক মজাদার ছিল।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। সবশেষে ছবি গুলো আপলোড দেওয়া এলোমেলো হয়েছে। এভাবে ইলিশ মাছের রেসিপি কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জি আপু রেসিপিটি খেতে খুব সুস্বাদু ও মজাদার ছিল।
খুবই সুন্দর একটি শীতকালীন সবজি রেসিপি তৈরি করে শীতকালীন সবজি প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা সবজির রেসিপি টি খুবই সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহিত করলো।