নিউ ইয়ার ক্যালেন্ডার তৈরি পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241231_204814.jpg

IMG_20241231_204829.jpg
সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের জন্য অপেক্ষায় থাকি আমরা পুরা ডিসেম্বর মাস।নতুন বছর নিয়ে কতোই না আনন্দের বন্যা সবার মনে দোল খায়।নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনবে দেশে শান্তি আসবে এসব প্রত্যাশা করি আমরা।
প্রতি বছর এই দিনটিতে পিকনিক করা হয় ও গানবাজনা হয় এবার হচ্ছে না।

গত বছর সবার জীবনে ভালো মন্দ নিয়েই কেটেছে কারো বা খুবই ভালো কেটেছে আবার কারো বা খুব খারাপ কেটেছে। আমার গত বছর ভালো মন্দ মিলেই কেটেছে। দুঃখকে বিসর্জন দিয়ে নতুন বছর কে হাসিমুখে বরণ করে নিতে হবে।

অনেকদিন ধরে ভাবছিলাম এবার নিউ ইয়ারের জন্য ক্যালেন্ডার ওয়ালমেট তৈরি করবো।নতুন বছর উপলক্ষে ক্যালেন্ডার তৈরি হয়ে থাকে।আমি যদি ক্লে দিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাসের ক্যালেন্ডার তৈরি করি এবং তা আপনাদের সাথে তৈরি পদ্ধতি ভাগ করে নেই তবে মন্দ হবে না।

সেই ভাবোনা থেকেই আমার আজকের চমৎকার সুন্দর করে নতুন বছরের প্রথম মাস আমাদের সকালে কাঙ্খিত জানুয়ারী মাসের ক্যালেন্ডার বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নিলাম।

তো চলুন দেখি কি ভাবে বানালাম ক্লে দিয়ে ক্যালেন্ডার টি।

IMG_20241231_144708.png

১.কার্ডবোর্ড
২.কলম
৩.আর্ট পেপার
৪.ক্লে
৫.গ্লু

PhotoCollage_1735648654803.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কার্ডবোর্ডে পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে কেটে নিয়েছি।

IMG_20241231_183857.jpg

IMG_20241231_184038.jpg

দ্বিতীয় ধাপ

এখন গোল করে কেটে নেয়া কার্ডবোর্ডটিতে আঠা লাগিয়ে নিলাম এবং আর্ট পেপার গোল করে কেটে নিয়ে তা লাগিয়ে নিয়েছি।

PhotoCollage_1735649146464.jpg

তৃতীয় ধাপ

এখন জানুয়ারি মাসের নাম লিখেছি।

IMG_20241231_184844.jpg

চতুর্থ ধাপ

জানুয়ারি মাসের নামের নিচে তারিখ লিখেছি। জানুয়ারি মাস একত্রিশা তাই একত্রিত তারিখ পর্যন্ত লিখেছি।

IMG_20241231_185336.jpg

পঞ্চম ধাপ

এখন লাল কালারের ক্লে দিয়ে ফুলের পাঁপড়ি ও মাঝের অংশটি গোল করে নিয়েছি ও তা ক্যালেন্ডারের নিচে লাগিয়ে নিয়েছি।

PhotoCollage_1735649960473.jpg

ষষ্ঠ ধাপ

এখন গোলাপি কালারের ফুলও সবুজ পাতা বানিয়েছি ও তা বসিয়ে দিয়েছি। ক্লে টুলস দিয়ে ফুলের পাঁপড়িও পাতায় দাগ কেটে নিয়েছি। ফুলের পাঁপড়ির আঁকার দিয়েছি ও পাতার শিরা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1735650197632.jpg

IMG_20241231_204052.jpg

সপ্তম ধাপ

এখন অরেঞ্জ কালারের ফুল বানিছি ও বসিয়ে নিয়েছি। পাতা বানিয়ে লাগিয়ে নিয়েছি ফুলের সাথে।

IMG_20241231_201942.jpg

অষ্টম ধাপ

এখন বেগুনি কালার ফুলের পাঁপড়ি বানিয়ে নিয়েছি ও অরেঞ্জ কালারের ফুলের মাঝের অংশটি বানিয়ে নিয়েছি ও বসিয়ে নিয়েছি।

IMG_20241231_202254.jpg

IMG_20241231_202308.jpg

নবম ধাপ

এখন গাছের লতা বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে ও তা বসিয়ে নিয়েছি।

IMG_20241231_202958.jpg

দশম ধাপ

দু'পাশে গাছের ডাল লাগিয়ে নিয়েছি ও পাতা বানিয়ে বসিয়ে দিয়েছি।

IMG_20241231_203218.jpg

IMG_20241231_203342.jpg

IMG_20241231_203418.jpg

একাদশ ধাপ

এখন হলুদ কালারের ছোট ছোট কলি বানিয়ে নিয়েছি ও তা লাগিয়ে দিয়েছি পুরা ফুল গাছের ডালের সাথে।

PhotoCollage_1735656419629.jpg

ফাইনাল লুক

IMG_20241231_204844.jpg

IMG_20241231_204829.jpg

IMG_20241231_204814.jpg

এই ছিলো আমার আজকের সুন্দর একটি ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার তৈরি পদ্ধতি। আশা করছি সবার ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241231_211012.png

IMG_20241231_211022.png

Sort:  
 8 days ago 

আরে বাহ্ দিদি, আপনি তো দেখছি বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। এই ক্যালেন্ডার টা কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। ক্যালেন্ডারের সৌন্দর্য দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এটা তৈরি করেছেন।

 8 days ago 

ঠিক বলেছেন ঘরে সাজিয়ে রাখলে সুন্দর লাগবে।

 9 days ago (edited)

PhotoCollage_1735659591701.jpg

 9 days ago 

নিউ ইয়ার ক্যালেন্ডার তৈরি পদ্ধতি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ক্যালেন্ডারটি তৈরি করেছে।

 8 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 9 days ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিদি। নতুন বছর উপলক্ষে খুব সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করেছেন। ক্লে দিয়ে তৈরি সুন্দর করে নকশা করেছেন দেখছি। সম্পূর্ণ ক্যালেন্ডার তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 8 days ago 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

 9 days ago 

নিউ ইয়ার ক্যালেন্ডার তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন বছর যেন আপনার ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করি।

 8 days ago 

নতুন বছর আপনারও ভালো কাটুক সেই প্রত্যাশা করি।

 8 days ago 

নতুন বছরকে বরণ করে নিতে আপনি অনেক সুন্দর ক্যালেন্ডার তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার অনুভূতিটা আর এই ক্যালেন্ডার তৈরি করাটা যেন আমার মন ছুয়ে গেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ।

 8 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 9 days ago 
 8 days ago 

নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করেছেন। আপনার তৈরি করা ক্যালেন্ডার দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি ডেকোরেশন টা করেছেন। দেখতে অসাধারণ হয়েছে আপু। অনেক ভালো লাগলো।

 8 days ago 

ধন্যবাদ আপু।

 8 days ago 

অনেক ইউনিক একটি ক্যালেন্ডার আপনি তৈরি করেছেন। আপনার তৈরি নতুন বছরের এই ক্যালেন্ডার দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি ক্যালেন্ডার তৈরি করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নতুন বছরের ক্যালেন্ডার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

ধন্যবাদ আপু আমার বানানো ক্যালেন্ডার তৈরি পদ্ধতি আপনার ভালো লেগেছে জন্য।

 8 days ago 

নতুন বছর আসতে আসতে আপনি প্রথম মাসের সুন্দর ক্যালেন্ডার তৈরি করেছেন আপু। বিভিন্ন রঙের ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে ওয়ালমেট। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।