🌻🌹" কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।আজ শেয়ার করবো আর্টিফিশিয়াল ফুলের কিছু ফটোগ্রাফি।এইতো কিছুদিন আগে বাবার বাসা ওয়ারীতে গিয়েছিলাম।তখন অনেক বছর পর আমি রাজধানী মার্কেটে গিয়েছিলাম।ভাইয়ার বাসা থেকে হেঁটেই যাওয়া যায়। পুরান ঢাকাতে সবাই এই মার্কেটেই কেনাকাটা করে থাকে।তবে আমার বাবার বাসার সবাই টুকটাক কেনাকাটা রাজধানী মার্কেট থেকে কিনলেও নিউ মার্কেট থেকে বাকি সব কেনাকাটা সারে।সেদিন শুধু আমি একা যাইনি রাজধানী মার্কেটে।আমার ছোট বোন আর ছোট ভাইয়ের বউ ও গিয়েছিল আমার সাথে।
আমি মূলত সেদিন মার্কেটে গিয়েছিলাম আম্মুর জন্য একটি বোরকা কেনার জন্য। যদিও আম্মুকে যেতে বলেছিলাম আমার সাথে।কিন্তু আম্মু যায়নি।আমার পছন্দের বোরকা আম্মুর পছন্দ হবে সেদিন বলেছিল।তাই আমি ই গেলাম।আর ছোট বোন কিছু কসমেটিকস কেনার জন্য গেলো।আর ছোট বোনের ও এই মার্কেটে অনেকদিন যাওয়া হয় না তাই গেলো।ছোটবোন তো বসুন্ধরা তে যমুনা ফিউচার পার্ক থেকেই কেনাকাটা করে থাকে।
আমাদের কেনাকাটা করার পর আমি ফুলের দোকানের দিকে চলে গিয়েছিলাম ফটোগ্রাফি করতে।আজ আর কোন ঝামেলা হয়নি।দুটো ছোট ভাই ছিল দোকানে।আমি শুধু বলেছিলাম ভাইয়া ফটোগ্রাফি করতে পারি?এক ভাই বলল,করেন।ব্যস,বলতে দেরি আমি আর এক মূহুর্ত দেরী করিনি ফটোগ্রাফি করতে।
আমার চোখে যে যে ফুল ভালো লেগেছে আমি ফটোগ্রাফি করে নিয়েছি।তবে সমস্যা হলো আমার সাথের দুজন কেনাকাটা করতে অন্য দোকানে চলে গিয়েছিল নয়ত কিছু ছোট ছোট গাছ ছিল যা একজনের হাতে দিয়ে তুললে ভালো হতো।দোকানে ফুল না কিনে ফটোগ্রাফি করছি আবার সেই তাদের একজন কেই যদি হাতে গাছ ধরতে বলি বিষয়টা খুব খারাপ দেখায়।তাই সেই কাজটি আর করলাম না।আশা নয় বিশ্বাস করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।চেষ্টা করেছি সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার।কেমন লেগেছে আপনারাই তা ভালো বলতে পারবেন।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | রাজধানী মার্কেট,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আর্টিফিশিয়াল ফুল দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি ফুলের ফটোগ্ৰাফি দেখতেও অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আর বর্ণনা দিয়েছেন। দেখে মুগ্ধ হলাম।
অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
সব গুলো ফুলই অনেক সুন্দর তবে সাদা রং এর ফুল গুলো একটু বেশি সুন্দর লাগলো আমার কাছে। আপনি অনেক সুন্দর করে ফুল গুলোর ছবি তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
ধন্যবাদ জানাচ্ছি।
খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি আপু। মায়ের জন্য বোরখা কিনতে গিয়ে অনেকগুলো কাজ আপনার হয়ে গেল। ঢাকা সম্পর্কে যদি আমি খুব একটা বেশি কিছু জানি না কিন্তু আপনাদের ব্লগ গুলো পড়ে পড়ে অনেকখানি অনুমান করতে পারি। দোকানের ছেলেটি যে আপনাকে কিছু বলেনি এটা বেশ মজার। ও বুঝে গেছি এইগুলো ফটোগ্রাফি করলে ওর আসলে কোন ক্ষতি নেই। যাইহোক ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ ভালো হয়েছে।
সুন্দর মতামত তুলে ধরেছেন এজন্য অনেক অভিনন্দন দিদি।
আর্টিফিসিয়াল ফুল গুলো দেখতে বেশ দারুন লাগে। গতকাল আমিও কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম মেলা থেকে। জাস্ট অসাধারণ দেখতে লাগে। ঘর সাজানোর জন্য এগুলো একদম পারফেক্ট ফুল। ছোট বোন এবং ছোট ভাইয়ের বউ মিলে মার্কেটে গিয়ে কেনাকাটা করেছেন এবং মুহূর্তগুলো দারুন ভাবে উপভোগ করেছেন দেখেই ভালো লাগছে।
সুন্দর মন্তব্য শেয়ার করেছেন আপু অনেক ধন্যবাদ।
আর্টিফিশিয়াল ফুল গুলো বাস্তবের না হলেও বাস্তবের মতো দেখতে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ জানাই।
X-promotion
খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ছোট ছোট ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। বড় ফুলগুলোর তুলনায় ছোট ফুল গুলো খুব চমৎকার লাগছে দেখতে। আপনার মা এবং ছোট বোনের জন্য কেনাকাটা করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।