ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি
তেলে ভাজা খাবার খুব একটা বেশি আমার খাওয়া হয় না , মূলত এসিডিটির সমস্যার কারণে। তারপরেও সত্যি বলতে গেলে কি, তেলে ভাজা খাবারের প্রতি একটু ভিন্ন রকম দুর্বলতা আমার কাজ করে। আগে যখন শহরের বাসায় থাকতাম, তখন প্রায়ই রেস্টুরেন্টগুলোতে গিয়ে টুকটাক ভাজাপোড়া খেতাম। তবে আপাতত গ্রামের বাড়িতে থাকায় সেই সুযোগ এখন আর নেই।
সেদিন সন্ধ্যাবেলা যখন পার্শ্ববর্তী গ্রামের বাজারে গিয়েছিলাম, তখন মূলত এই ভাজাপোড়ার দোকান দেখেছিলাম। ছোট চিংড়ি দিয়ে পিঁয়াজু, বড় চিংড়ি ফ্রাই, ডিমের চপ ও অন্যান্য লোভনীয় সব ভাজাপোড়া খাবার দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারিনি।
মুহূর্তেই ভুলে গিয়েছিলাম এসিডিটির কথা, দোকানের সামনে অনেকটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম, অনেক রকম ভাবনা-চিন্তা মনের মধ্যে উদয় হচ্ছিল, তবে শেষমেষ সব চিন্তা-ভাবনা বাদ দিয়ে, ভাজাপোড়া খাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেললাম ।
আমার দেখাদেখি আমার পরিবারের সদস্যরাও ভাজাপোড়া খাওয়ার জন্য সম্মতি জানিয়েছিল। দোকানের সামনে দাঁড়িয়ে সবাই মিলে বেশ কিছু আইটেমের ভাজাপোড়া খেয়ে ফেলেছিলাম। যেহেতু দীর্ঘদিন পরে খাচ্ছিলাম, তাই মোটামুটি সবাই মিলে অনেকগুলোই খেয়েছিলাম।
আসলে এই খাবারগুলো মুখরোচক, মোটেও স্বাস্থ্যকর নয়,তবে এতকিছু জানার পরেও মন মানে নি। যেমনটা খেয়েছিলাম, তেমনটা আবার বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম।
সব মিলিয়ে বলতে গেলে, সেদিন সন্ধ্যায় বেশ ভালই খাওয়া-দাওয়া হয়েছিল এবং সময়টাও দারুণ কেটেছিল। তবে একটা কথা বলতে চাই, যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তাদের এই খাবারগুলো না খাওয়াই উত্তম। আমি নিচে লোভনীয় ভাজাপোড়া খাবার গুলোর ছবি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, আমার তোলা খাবারের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
লোকেশনঃ ফুলপুকুরিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy s10
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR















ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছেন। আসলে যে কোন ধরনের ভাজাপোড়া খেতে আমি বেশ পছন্দ করি। আমাদের এলাকায় যদি কোন অনুষ্ঠান হয় সেখানে যদি কোন ভাজাপোড়া আসে বেশিরভাগ সময় চিংড়ি ভাজা খেয়ে থাকি আমি। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট লিখে বিবরণ দেওয়ার জন্য।
আমার কাছেও চিংড়ি ভাজা খেতে বেশ মজা লেগেছিল ভাই।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। খাবারগুলো দেখেই লোভ সামলাতে পারছি না। আসলে এই ধরনের ভাজাপোড়া খাবার আমরা সবাই পছন্দ করি।যদিও এই খাবারগুলো মুখরোচক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরও আমরা লোভ সামলাতে পারি না। অসাধারণ ছিল প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা সত্য, যে এই খাবারগুলো আসলেই বেশ লোভনীয়।
বাহ দেখে তো লোভ সামলানো যাচ্ছে না দারুন ফটোগ্রাফি। সত্যি বলতে যে যাই বলুক না কেন এমন কিছু খাবার আছে শরীরের খারাপ করলেও লোভ সামলানো যায় না। এমন সব খাবারের পাশ দিয়ে হেটে গেলে না খেয়ে পারা যায় না। এত রাতে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেছি তবে খেতে খুবই আগ্রহ বেড়ে গেল। অনেক সুন্দর একটি ব্লগ শেয়ার করলেন আপনি আজকে।
একদম ঠিক কথা বলেছেন আপু।
সব সময় যেহেতু খাওয়া হয় না, তাই মাঝেমধ্যে বেশি খেলেও আমি মনে করি সমস্যা নেই। হা হা হা। এরকম ভাজা পোড়া জাতীয় খাবার গুলো দেখলে কেউই পারে না লোভ সামলিয়ে রাখতে। খাবার গুলো দেখে তো আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছে করছে। মজাদার খাবারগুলো তো খেয়েছিলেন সবাই মিলে, এখন আমাদেরও লোভ লাগিয়ে দিলেন। প্রত্যেকটা খাবার দেখেই বুঝতে পারছি অনেক মজাদার ছিল।
আশেপাশে ভাজাপোড়া খাবার পেলে খেয়ে নিতে পারেন আপু, তবে পরিমাণে কম খেয়েন।
ভাজাপোড়া মুখরোচক খাবার তাই সকলেরই খুব পছন্দের তালিকায় রয়েছে এই ধরনের খাবার গুলো।সবার সাথে রাস্তায় দাঁড়িয়ে সুস্বাদু খাবারের স্বাদ পাওয়া এটা খুবই সুখকর একটা মুহূর্ত।আর সেই মুহূর্তে পেতে গিয়ে যদি একটু শারীরিক সমস্যা হয় হোক না তাতে ক্ষতি কি!!সবমিলিয়ে অসাধারণ মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো।🙏💗
তেলে ভাজা খাবারের প্রতি সকলেরই আলাদা একটা দুর্বলতা কাজ করে,যদিও এখন সবারই এসিডিটির সমস্যা হয়।আজকে ভাজা পোড়ার ছবি দেখে বেশ লোভ হচ্ছে। ভালো ছিলো।ধন্যবাদ
কথাটা তো ঠিক ভাই সত্যি এটার প্রতি একটা অন্যরকম দূর্বলতা কাজ করে। যদিও আমি অনেক দিন হলো এই ভাজাপোড়া খাই না। তবে এগুলো সামনে দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।
শীতকালে এবং বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক চোখের সামনে এমন মজার মজার ভাজাপোড়া থাকলে কি আর না খেয়ে থাকা যায় নাকি। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে বেশ তৃপ্তি সহকারে ভাজাপোড়া খেয়েছেন সেদিন। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।